নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হেথায় বলিও না সত্য, উন্মোচনে রহস্য, করিও গোপন, যা আছে মম অভ্যন্তরে, যাপিত জীবন, কঠিন ভীষণ, পদে পদে তাহার শত আঘাত, ক্রন্দনে খুঁজিয়া নিও প্রান, তাহার দিব্য চোখে, সব যে দুঃখ মহাসাগর সমান......।।

কিউপিড রিটার্নস

আমি কে খুঁজে ফিরি এখনও আমাকে। আমি কে, জানি এটুকু আমি তার যাকে খুঁজি আমি বারবার, শহরের যান্ত্রিকতায় এপার ওপার, ভালোবাসার।

কিউপিড রিটার্নস › বিস্তারিত পোস্টঃ

অতীতের পাণ্ডুলিপি - ০১

০৯ ই মার্চ, ২০১৬ দুপুর ১:০৮

কোন এক অতীত সন্ধ্যায় ইন্দিরা রোড,
তোমার আলতো ছুঁয়ে দেয়া ঠোঁটে আমি,
বুঝে নিতে ভুল করিনি, ভালোবাসার অর্থ কী!
এভাবে পলাতক প্রেম বেড়েছে দিনের পর দিন,
জিয়া উদ্যান, বিজয় স্মরণী হয়ে,
আকাশের বিশাল অন্ধকারের গভীরতায়।

আমি বিস্মৃত হয়েছি তোমার মন থেকে বহুবার, আর
তার চেয়েও বেশিবার তুমি আমাকে ফিরে ডেকেছ,
ছুটে এসেছি, আমি আবারো, যদি পৃথিবী বদলে না যায়।

তুমি বদলে না যাও,
আমি বদলে না যাই,
তবে,
আকাশ জুড়ে সন্ধ্যার গোধূলি থেকে ভোরের নিস্তব্ধতায়,

আমি,
তুমি,
আর আমরা, এই তিনটে শব্দকে পরিপূর্ণতা দিতে বেঁচে থাকবো।


মাঝে মাঝে খুব সস্তাকথায় ভালোবাসি বলা হয়ে ওঠে। শব্দগুলো সস্তা হোক বা দামী, ভালোবাসাটুকুই আসল।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৬ দুপুর ১:২০

মো: ইমরান আল হাদী বলেছেন: খুব সুন্দর, আনন্দ নিয়ে পড়লাম সাবলিল ভাবে পড়লাম।

২| ০৯ ই মার্চ, ২০১৬ দুপুর ১:২৭

তার আর পর নেই… বলেছেন: ইন্দিরা রোডটা কোথায়?

৩| ০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:০৫

হাসান মাহবুব বলেছেন: কবিতা ভালো লেগেছে।
জিয়া উদ্যান না, চন্দ্রিমা উদ্যান। সরকার থেকে সাবধান! :|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.