নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হেথায় বলিও না সত্য, উন্মোচনে রহস্য, করিও গোপন, যা আছে মম অভ্যন্তরে, যাপিত জীবন, কঠিন ভীষণ, পদে পদে তাহার শত আঘাত, ক্রন্দনে খুঁজিয়া নিও প্রান, তাহার দিব্য চোখে, সব যে দুঃখ মহাসাগর সমান......।।

কিউপিড রিটার্নস

আমি কে খুঁজে ফিরি এখনও আমাকে। আমি কে, জানি এটুকু আমি তার যাকে খুঁজি আমি বারবার, শহরের যান্ত্রিকতায় এপার ওপার, ভালোবাসার।

কিউপিড রিটার্নস › বিস্তারিত পোস্টঃ

একটি সস্তাদরের পুনঃনির্মাণের গল্প

২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৩২

মস্তিষ্ক পুনঃনির্মাণ কাজ চলছে,
অনুগ্রহপূর্বক বিকল্প পথে চলুন, এদিকটায়
অন্ধকারাচ্ছন্ন মানুষের চলাচল,
আকাশ এখানে নিরেট, সূর্য এখানে নিষ্প্রভ।

পথজুড়ে শুধু ক্লান্তিকর একাকিত্বের বসবাস,
শূন্যকেন্দ্রিক জীবন এখানে, অনন্তকাল।
সেইকবে মৃত্যু হয়েছে, হৃদপিন্ডের,
শবযাত্রায় এসেছিল কেউ, এরপর ভুলে গ্যাছে
অতীত ভেবে, এপিটাফের শীতলতায়, এখন
নিজেকেই বদলে দিচ্ছি, প্রতিদিন, একটু একটু করে।

কোন একদিন এই পুনঃনির্মাণের গল্প শেষ হবে,
সেদিন আমার ভিতর থেকেও "তুমি" নামটা হারিয়ে যাবে।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:২২

হাসান মাহবুব বলেছেন: এরকম করা গেলে তো ভালোই হতো! সাই-ফাই কবিতা :||

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.