নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

ক্ষমতা, লোভ, বিত্ত, বাসনা আর কাম ...

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১৯

পাপ! ডুবে যেতে থাকা পাকে... টেনে নিয়ে যেতে যেতেও সময় দ্যায়... থামো এবার। কিন্তু ক্ষমতা, লোভ, বিত্ত, বাসনা আর কাম ... বদলে দিতে পারে অনেক কিছু্ই! তবুও এই পাক, পুরাণ- এ অবাধ্য সময়কে নিজের মুঠোয় নিয়ে, কখনো কখনো কেউ জয়ী হয়, বেশির ভাগই হতে পারে না! তবুও টিকে থাকে।

সমাজ তাদের মনেও রাখে, যারা নিজের সাথে সময়ের সাথে নিজেকে মেলাতে ব্যর্থ ... তারা অসফল বলে সমাজে বিবেচিত হলেও টিকে থাকে অনন্য মানুষ হয়ে... তাদের বহু দোষ, বিচ্যুত, ত্রুটি খোঁজার পর কিছু না পেলে... কুটিল মানুষেরা বলে লোকটা পাগল.. আনমনা!

বদলে যেতে থাকা... পাপের পাকে পা না দিয়েও নিজের চেষ্টায় ঘুরে দাঁড়ানো মানুষের সংখ্যা অনুল্লেখ্য হলেও... নেই বলা যাবে না। আছে বলে... আমরা আছি। .

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪৩

শাহিন-৯৯ বলেছেন: খুব ভাল বুঝিনি আপনার লেখার অর্থ, তাই ভাল-মন্দ কোনটাই মন্তব্য করতে পারলাম না।

৩০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:১০

মোরতাজা বলেছেন: কবিতা একটু বিমূর্ত বলে আপনার বুঝতে অসুবিধা হয়েছে। এ জন্য দুঃখিত। মূলত লোভ এবং পাপের ভেতর বাস করা মানুষের কথা এখানে বলেছি।

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৫

তারেক ফাহিম বলেছেন: শিরোনাম দে্খে মন্তব্য করতে আসলাম

৩০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:১০

মোরতাজা বলেছেন: :)

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১৭

রাজীব নুর বলেছেন: বাইবেলে স্যামসন নামক বীরের উল্লেখ আছে। তিনি খালি হাতেই একটা সিংহকে ছিন্নভিন্ন করে ফেলেছিলেন। আবার যখন সেখানে ফিরে এলেন, দেখলেন একঝাঁক মৌমাছি সিংহটির মৃতদেহকে আশ্রয় করে মৌচাক বানিয়েছে, যেখানে সঞ্চয় করেছে মধু।

৩০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:১১

মোরতাজা বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.