নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

কোটা: যুগান্তকারী সিদ্ধান্তের জন্য সরকার বাহাদুরকে ধন্যবাদ

০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৯:২৪

সিদ্ধান্তটা সাহসী এবং তা এস্তেমাল করার যে সিদ্ধান্ত সরকার নিয়েছে, তা যুগান্তকারী। আলাপ করছি, কোটা তুলে দেওয়া নিয়ে। আমরা কোটাভূক্ত। তারপরেও কোটা প্রথার পক্ষে থাকতে পারিনি। এর পেছনে সঙ্গত কারণও আছো।

কোটা সব সময় মেধা ও পরিশ্রমের মধ্যে একটা বৈষম্য তৈয়ার করে। এটা অত্যন্ত খারাপ একটা বিষয় বলে আমি বরাবরই কবুল করি। এমনকি কোটা একটা অনিয়ম তৈরি করে যেখানে নানা রকমের ফন্দি ফিকির করার মানুষের আনাগোনা বাড়ে।

এখন সরকার কোটা প্রথা প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকুরীর জন্য তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং সেটি সহসা এস্তেমাল করে প্রজ্ঞাপনও জারি হবে বলে ডিজিটাল মিডিয়ার খবর থেকে জানতে পারলাম। (সূত্র http://www.theindependentbd.com/post/168875 ) এখন বইয়ের উপর চোখ রেখে রাত কাটানো ছেলে-মেয়েটার সামনে সম্ভাবনার দিগন্তটা আরো প্রসারিত হবে। এটা অত্যন্ত আনন্দের খবর।

মুক্তিযোদ্ধাদের দাবির পেছনে যৌক্তিক কারণ আছে। কিন্তু সে কারণ কতদিন ধরে থাকবে সেটি নির্ধারণটাও জরুরী হয়ে পড়েছিল। আওয়ামী লীগ সরকার সেটির সীমা ঠিক করার জন্য নির্বাচনের ঠিক আগে যে ঝুঁকি নিযেছে, এটা সাধুবাদ পাওয়ার যোগ্য। এতে কোন সন্দেহ নেই।

মেধাবীদের মাধ্যমে একটি শক্তিশালী আমলাতন্ত্র আরা আরো শখানেক বছরের মধ্যে আশা করতে পারি। যারা বিদেশের আমলাতন্ত্রের সাথে সমানতালে এগিয়ে যাওয়ার এবং নিজেদের স্বার্থ সুরক্ষায় এক হয়ে কাজ করার মাধ্যমে আমাদের জাতিকতা অনন্য উচ্চতায় নিয়ে যাবে। আমরা বেঁচে থাকি কিংবা না থাকি সে নিয়ে আফসোস নেই। দেশ ভালো কিছু পেলেই হলো।

যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণের জন্য সরকার বাহাদুরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৮

মেমননীয় বলেছেন: অপেক্ষা করেন, হাইকোর্ট ও সংবিধান এখনো সামনে আছে!

০৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫৭

মোরতাজা বলেছেন: দ্বি-মত করছি না। তবে ভালো খবর সব সময়ই সাদরে গ্রহণযোগ্য।

২| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:৪৫

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ০% কোটা করার মত অবস্থায় দেশ এখনো যায় নি।

বুঝেন এটা??

০৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫৭

মোরতাজা বলেছেন: আমরা আর কত দিন পিছিয়ে থাকব, জনাব। নিজেদের টিকে থাকার সংগ্রামটা পোক্ত করা দরকার। কোটা সম্মানজনক কোন সমাধান বলে আমি মনে করি না। যদিও আমরা কোটাভূক্ত লোক!

৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪২

রাজীব নুর বলেছেন: অনেক জন্তু জানোয়ার শাবক জন্মের দু'-চারদিন পরেই খেতে শিখে যায়,নিজে নিজেই হাঁটতে বা উড়তে শেখে ।

০৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫৮

মোরতাজা বলেছেন: ভাই আপনি একটু কড়া মন্তব্য করেন, আরেকটু হালকা। প্লিজ।

৪| ০৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

ফারিহা হোসেন প্রভা বলেছেন: কোটার প্রচলন যে কবে থামবে!! :(

০৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

মোরতাজা বলেছেন: সেটাই বড় জিজ্ঞাসা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.