নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পাদক, শিল্প ও সাহিত্য বিষয়ক ত্রৈমাসিক \'মেঘফুল\'। প্রতিষ্ঠাতা স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন \'এক রঙ্গা এক ঘুড়ি\'।

নীলসাধু

আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ । আইটি প্রফেশনাল হিসেবে কাজ করছি। টুকটাক ছাইপাশ কিছু লেখালেখির অভ্যাস আছে। মানুষকে ভালবাসি। বই সঙ্গে থাকলে আমার আর কিছু না হলেও হয়। ভালো লাগে ঘুরে বেড়াতে। ভালবাসি প্রকৃতি; অবারিত সবুজ প্রান্তর। বর্ষায় থৈ থৈ পানিতে দুকুল উপচেপরা নদী আমাকে টানে খুব। ব্যাক্তিগতভাবে বাউল, সাধক, সাধুদের প্রতি আমার দুর্বলতা আছে। তাই নামের শেষে সাধু। এই নামেই আমি লেখালেখি করি। আমার ব্লগে আসার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইলো। ভালো থাকুন সবসময়। শুভ ব্লগিং। ই-মেইলঃ [email protected]

নীলসাধু › বিস্তারিত পোস্টঃ

নগরে_সাধু :: উচ্ছৃঙ্খলতা অনাচার অপচয় উদ্দামতা কোন দেশের সংস্কৃতি হতে পারে না, বাংলাদেশের তো নয়ই

০১ লা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৩১



উচ্ছৃঙ্খলতা অনাচার অপচয় উদ্দামতা কোন দেশের সংস্কৃতি হতে পারে না, বাংলাদেশের তো নয়ই।

বর্তমানে দেশে যেভাবে নতুন বছর বরণ করা হচ্ছে তা আমার একেবারেই পছন্দ নয়। আমার সাথে আপনারা একমত নাও হতে পারেন কিন্তু এটাই আমার অবস্থান। যত যুক্তিই দিন এই আতশবাজি, পটকাবাজি, লেজার শো, ফানুস উড়ানো, উচ্চস্বরে গান বাজানো, উচ্ছৃঙ্খলতা কোনোভাবেই উদযাপন হতে পারে না। এইসব কিছুর সাথে আমাদের দেশের আপামর মানুষের কোন ধরনের সংস্রব নেই। বরং বলা যায় কথিত তারুণ্যের উদ্দীপনায় ভিনদেশী সংস্কৃতির অনুকরণে হুজুগে মেতেছি আমরা।

অসভ্য ও উন্মাদ সমাজের দিকে আমরা যেন ছুটে চলেছি। নবজাতক, অসুস্থ বয়োবৃদ্ধ, শিশু, পশুপাখি প্রাণ প্রকৃতির জন্য ক্ষতিকারক এইসব কার্যক্রম কীভাবে আনন্দ উদযাপনের উপলক্ষ হয়? কতিপয় মানুষের এই উদযাপন এখন সারা দেশে ছড়িয়ে পরছে। পশ্চিমা বিশ্বে এইসব আতশবাজি হয় নির্দিষ্ট এলাকায়। সারা শহরে সব বাড়ির ছাদে হাসপাতাল মাজার মসজিদ বিশ্ববিদ্যালয় মন্দির আবাসিক মল রাস্তাঘাট এলাকা কূটনৈতিক এলাকা কোনোকিছুর বাছবিচার ছাড়া এই ধরনের বল্গাহীন আচরণ কীভাবে উৎসব হয় আমি বুঝি না। এটাকে বরং স্রেফ দূষণ বলা যায়, আর কিছু নয়।

আনন্দ বা উৎসব করার আরো নানা উপায় আছে। একটি সমন্বিত উদ্যোগ নেয়া যায় যাতে করে বাসা বাসায় পাড়ায় পাড়ায় এই অনাচার বন্ধ হয়ে নির্দিষ্ট স্থানে এই উৎসব হবে। এতে করে পুরো আয়োজনে যেমন নিরাপত্তা দেয়া সহজ হবে পাশাপাশি এই আয়োজনের ফলে অন্যান্যদের বিরক্তি উতপাদন কিছু কম হবে।

আমার মনে হয় রাষ্ট্রের এই বিষয়ে উদ্যোগী ভূমিকা নেয়া উচিত। ডিএমপির পক্ষ হতে একটি নির্দেশনা দিয়ে এবং শহরে এই করা যাবে না সেই করা যাবে না ইত্যাদি আলাপ না করে সুনির্দিষ্ট পরিকল্পনা নেয়া উচিত কীভাবে নতুন বছরের বর্ষবরণের এই আয়োজনকে সুন্দর ও নিরাপদ করা যায়।

বর্ষবিদায় বর্ষবরণ আনন্দ নিয়ে পালন করলে সমস্যা নেই কিন্তু সেই আনন্দে আরও অনেকের ব্যাঘাত ঘটলে তা নিয়ে কথা বলতে হবে। চাইলেই পুরো আয়োজনটি সুশৃংখলা করা যায় বলে মনে করি আমি। দরকার সেই ভাবনা ও যথাযথ পরিকল্পনা। এতে করে এই যে শহরব্যাপী উত্তেজনা, বিশৃঙ্খলা, বল্গাহীন মাতাল আচরণ তা কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসবে।

নতুন বছরের শুভেচ্ছা রইলো। ২০২৪ আনন্দে কাটুক এই শুভকামনা জানাই।


নীলসাধু
#নগরে_সাধু

মন্তব্য ৩১ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৪৭

নয়ন বড়ুয়া বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা নীল দা...

০১ লা জানুয়ারি, ২০২৪ সকাল ১১:১১

নীলসাধু বলেছেন: হ্যাপি নিউ ইয়ার ২০২৪!

২| ০১ লা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৫০

নতুন বলেছেন: বাইরের দেশে পটকা/বাজী/উচ্চশ্বরে গানবাজনা নিষেধ।

বড় বড় নিউইয়ার পাটি হয় আতশবাজী, ড্রোন সো হয়।

আমাদের দেশে রাস্তাঘাটে বাড়ীর ছাড়ে উচ্চস্বরে গান এবং পটকাবাজী ফুটানো নিষেধ করা উচিত। পটকা বিক্রি বন্ধ করাতো কঠিন কাজ না প্রশাসনের জন্য...

আবাসিক এলাকাতে মানুষকে অসুবিধা করে এগুলি করাকে নিরুতসাহিত করা উচিত।

তবে অনেকে এই সব অনুস্ঠানের ঘোর বিরোধিতা করে সেটাও ঠিক না। অন্যকে তার উতজাপনে নিষেধ করা ঠিক না।

০১ লা জানুয়ারি, ২০২৪ সকাল ১১:১৩

নীলসাধু বলেছেন: যে কোন বড় উৎসব আয়োজন রাষ্ট্রীয় নিয়ম শর্তাবলী বিধি-নিষেধের মধ্যে হলে ভালো হয়। আমার বক্তব্য সেটা। আনন্দ উৎসব হবেই। এতে বিরোধিতা করার কিছু নেই। তবে যেখানে উৎসব হবে সেখানে বসবাস করা নাগরিকদের এবং পরিবেশ প্রাণ প্রকৃতির ক্ষতি হচ্ছে কীনা তা অবশ্যই মাথায় রাখতে হবে।

৩| ০১ লা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৫১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


হ্যাপি নিউ ইয়ার ২০২৪!

০১ লা জানুয়ারি, ২০২৪ সকাল ১১:১১

নীলসাধু বলেছেন: হ্যাপি নিউ ইয়ার ২০২৪!

৪| ০১ লা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: হ্যাপি নিউ ইয়ার ২০২৪!

০১ লা জানুয়ারি, ২০২৪ সকাল ১১:১০

নীলসাধু বলেছেন: হ্যাপি নিউ ইয়ার ২০২৪ সেলিম আনোয়ার ভাই!

৫| ০১ লা জানুয়ারি, ২০২৪ সকাল ১১:১৮

আলমগীর সরকার লিটন বলেছেন: জি নীল দা অনেক অনেক শুভ নববর্ষ শুভেচ্ছা রইল
ভাল থাকবেন

০১ লা জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৫০

নীলসাধু বলেছেন: হ্যাপি নিউ ইয়ার!

৬| ০১ লা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:১৯

বিজন রয় বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা ও শুভকামনা।

কবিতা পোস্ট করুন।

০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫৯

নীলসাধু বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা।

আমি তো কবিতা থেকেও দূরে।
ব্লগে ফেরার কারণ লেখালিখি, এই যে বলছেন কবিতা পোষ্ট করতে-

ভালো থাকবেন।

৭| ০১ লা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৪৮

মরুভূমির জলদস্যু বলেছেন:



শুভ নববর্ষ ২০২৪
নতুন বছরের শুভেচ্ছা ও শুভ কামনা রইলো আপনার জন্য।

০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:০৯

নীলসাধু বলেছেন: মরুভূমির জলদস্যু
নতুন বছরের ফিরতি শুভেচ্ছা ও শুভকামনা রইলো।

৮| ০১ লা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৫২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: নীলদা ! আপনার পোস্টের সাথে পুরোপুরি একমত---- আমার কাছে মনে হয় উম্মাদনার রশি টেনে ধরার জন্য এখন হতেই প্রশাসনের ব্যবস্থা নেয়া উচিত, আর সেইসাথে কঠিন মনিটরিং করা উচিত।
নতুন বছর আরো সহজ ও আনন্দময় হোক-------

০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:১০

নীলসাধু বলেছেন: উম্মাদনার রশি টেনে ধরার জন্য এখন হতেই প্রশাসনের ব্যবস্থা নেয়া উচিত, আর সেইসাথে কঠিন মনিটরিং করা উচিত।
সহমত লায়লা আপা।
এই উন্মাদনাকে প্রশ্রয় দেবার সুযোগ নেই।

ভালো থাকবেন। শুভেচ্ছা।

৯| ০১ লা জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৪৪

ইফতেখার ভূইয়া বলেছেন: বছরের প্রথম দিনের প্রথম প্রহরে আমার কাজে করে কেঁটেছে। কয়েক মিনিট টাইমস স্কয়ারের ভিডিও দেখে বিরক্তি চলে এসেছিলো। সত্যি বলছি, নিউ ইয়ার নিয়ে আমার কোন উৎসাহ কাজ করে না। কেন করে না তাও জানি না, কেন সবাই চিৎকার-চেচামেচি করে মাথা খারাপ করে সেটাও আমার বোধের বাইরে। হ্যাপি নিউ ইয়ার।

০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:১৫

নীলসাধু বলেছেন: ইফতেখার ভূইয়া
বোধের বাইরের বহু কিছু এই সমাজে হচ্ছে ভাবনার কথা এটাই। এরা এইসব করে ভাবছে কতো কী করছে, জম্পেশ আছে তারা। অথচ তাদের এই কর্মকাণ্ডে কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তা নিয়ে ভাবছে না একেবারেই, এবার বুঝুন এদের বোধ বিবেচনা।
এনিওয়ে হ্যাপি নিউ ইয়ার।
ভালো থাকবেন।

১০| ০১ লা জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৫৯

শেরজা তপন বলেছেন: ভাইরে ভয়ঙ্কর অবস্থা! একঘন্টা হাজার কোটি টাকার বাজি আকাশে মিলিয়ে গেল!!!
সারারাত বাজির শব্দে ঘুমাইতে পারি নাই। মানুষের কত ত্যাল- কোন শালায় নতুন বছরে এই বাজি ফোটানোর কালচার শুরু করছিল আমারে কইতে পারেন?

০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:০৩

নীলসাধু বলেছেন: কথিত তারুণ্যের উদ্দীপনায় ভিনদেশী সংস্কৃতির অনুকরণে হুজুগে মেতেছি আমরা।
আমরা এটা পারি ভালো।
মনে হয় চবচেয়ে ভালো পারি।
শহরব্যাপী উত্তেজনা, বিশৃঙ্খলা, বল্গাহীন মাতাল আচরণ কোনোভাবেই কাম্য নয়।

১১| ০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫৮

রাজীব নুর বলেছেন: সত্যি কথা বলতে নগরে কোনো সাধু নেই।
সাধু বেশে ঘুরে বেড়াচ্ছে চোর ডাকাত, ধান্দাবাজ আর দুর্নীতিবাজ।

০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:০১

নীলসাধু বলেছেন: আপনার কাজ চোর ডাকাত, ধান্দাবাজ আর দুর্নীতিবাজ দের সাথে তাই তাদের সাথেই দেখা হয় বেশি।
ভালো চিন্তা করার অভ্যাস করুন। আর ডাক্তার দেখান। মানসিক রোগে এভাবেই বাড়তে থাকে। পরে আপনার ঠাই হবে পাবনা বা কোন মনোরোগ হাসপাতালে।

১২| ০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:০৯

আঁধারের যুবরাজ বলেছেন: হৈ হুল্লোড় এড়িয়ে নতুন বছরের শুরুটা পরিবারের সদস্যদের সাথেই কাটাতে ভালো লাগে। হ্যাপি নিউ ইয়ার।

০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:১৮

নীলসাধু বলেছেন: হৈ হুল্লোড় এড়িয়ে নতুন বছরের শুরুটা পরিবারের সদস্যদের সাথেই কাটাতে ভালো লাগে।
এভাবেই কাটানো উচিত। যে কোন উৎসবে প্রায়োরিটি পাবার কথা নিজ পরিবারের সদস্য, কাছাকাছিজন যারা আছেন তারা। আমি আপনি বা আমরা সবাই মিলে এমন কিছু করতে পারি না যাতে করে পরিবেশ দূষণ হয়, রোগী, শিশু, পশুপাখী, বয়োবৃদ্ধ সবার জন্য সেটা ক্ষতিকর হয়।

হ্যাপি নিউ ইয়ার।
ভালো থাকুন।

১৩| ০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:২৯

নীলসাধু বলেছেন: থার্টি ফার্স্টে ৯৯৯-এ শব্দদূষণের ৯৭১ অভিযোগ

১৪| ০১ লা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আনন্দ বা উৎসব করার আরো নানা উপায় আছে।
...............................................................................
ধর্ম যার যার উৎসব সবার,
এই কথাটা আমাদের খুব চালু, তাই তরুন সমাজকে কিভাবে নিবৃত্ত করবেন ।
বিদেশে একটি নির্দিষ্ট সময়ে এই Firework করছে এরপর যার যা রুচি
সেভাবে আনন্দ উদযাপন করছে ।
আমাদের দেশে এই সংক্রান্ত আইন অনেক আগেই করা হয়েছে , কিন্ত বাস্তবায়ন কোথায় ?
এবার তো শুনলাম অনেক বেশী বেশী করা হয়েছে যা দ্বায়িত্ববান আচরনে পড়েনা ।
বসুন্ধরা এলাকায় কেউ বাধা দেবার আইন আছে বলে মনে হয় না ।
.....................................................................................................................
বাস্তবতা তো এখানেই আইন গরীবের জন্য ধনীদের নয় ।
নববর্ষের শুভেচ্ছা থাকল ।

০২ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৫০

নীলসাধু বলেছেন: জ্বি। আমাদের দেশটা নানা কারণেই অদ্ভুত।
এই উতসবে যা হচ্ছে তাতে আমাদের দীনতা উচ্ছৃঙ্খলাতা প্রকাশ পার আর কিছু নয়।

আন্তরিক ধন্যবাদ।

১৫| ০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ১০:২৮

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: এই সমস্যাটা খুবই গুরতর। এর স্মাধান নিয়ে আইডিয়া বের করাও জরুরি।

০২ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৪৮

নীলসাধু বলেছেন: আমার মনে হয় এর সমাধান নেই। এতো এতো মুর্খ অশিক্ষিত অসচেতন মানূষকে নিয়ন্ত্রনে এনে এই উৎসব আর নিয়মের মধ্যে করার সুযোগ নেই।

১৬| ০২ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ২:১৪

হাসান মাহবুব বলেছেন: ফানুস উড়ায়ে নববর্ষ পালন করে মেট্রোর লাইনে ফেলছে। এখন গালাগালি করে বলতেছে মেট্রো ভালো না।

১৭| ০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ৯:৪৫

করুণাধারা বলেছেন: সারারাত শব্দের জন্য ঘুমাতে পারি নি। বিদেশে বাজি পটকা এসব একটা নির্দিষ্ট জায়গায় ফোটানো হয়, আমাদের দেশে প্রতি ঘরে ঘরে সকলে বাজি ফুটাতে থাকে। এটা যে অসুস্থ মানুষের জন্য কতটা কষ্টকর তা কেউ বিবেচনা করে না। ফানুস পটকা নিষিদ্ধ করার পরও কেউ মানে না, কারণ নিষেধ অমান্য করার জন্য কোনো শাস্তি নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.