নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পাদক, শিল্প ও সাহিত্য বিষয়ক ত্রৈমাসিক \'মেঘফুল\'। প্রতিষ্ঠাতা স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন \'এক রঙ্গা এক ঘুড়ি\'।

নীলসাধু

আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ । আইটি প্রফেশনাল হিসেবে কাজ করছি। টুকটাক ছাইপাশ কিছু লেখালেখির অভ্যাস আছে। মানুষকে ভালবাসি। বই সঙ্গে থাকলে আমার আর কিছু না হলেও হয়। ভালো লাগে ঘুরে বেড়াতে। ভালবাসি প্রকৃতি; অবারিত সবুজ প্রান্তর। বর্ষায় থৈ থৈ পানিতে দুকুল উপচেপরা নদী আমাকে টানে খুব। ব্যাক্তিগতভাবে বাউল, সাধক, সাধুদের প্রতি আমার দুর্বলতা আছে। তাই নামের শেষে সাধু। এই নামেই আমি লেখালেখি করি। আমার ব্লগে আসার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইলো। ভালো থাকুন সবসময়। শুভ ব্লগিং। ই-মেইলঃ [email protected]

নীলসাধু › বিস্তারিত পোস্টঃ

সে শুধু আমাদের জুতো চকচকে করে দেয় না, একজন পড়ুয়াও :: ভালো লাগা ছবি

০৩ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৩৪



এটি ভালো লাগা ছবি শিরোনামে নতুন সিরিজের প্রথম লেখা।
ফটোগ্রাফি নিয়ে আমার ব্যাপক আগ্রহ আছে। আমি নিজেও একটা সময়ে প্রচুর ছবি তুলেছি। এই নিয়ে পড়েছি, শিখেছি। যদিও শেখার সবটাই নিজের চেষ্টায়! আমরা সামাজিক মাধ্যমে ছবি দেখি অনেক। আমাদের পরিচিত অপরিচিত, চেনা অচেনা অনেক ফটোগ্রাফার মোবাইল বা ক্যামেরায় নানা দৃশ্য ধারণ করেছেন এবং তা শেয়ার করছেন অনলাইনের নানা মাধ্যমে। এই সিরিজে সেই সব ভালো লাগা ছবি নিয়ে কথা হবে। ছবিটির ফটোগ্রাফারের প্রতি কৃতজ্ঞতা জানানো হবে।
ছবি নিয়ে কথার এই সিরিজ মাঝে মাঝেই পোষ্ট করবো।

মুচি হয়েও কী সুন্দর রাজার মতোন বসে পত্রিকাটি পড়ছেন তিনি, খুব ভালো লাগলো ছবিটি।
তিনি যে পড়ুয়া এটাও বোঝা যাচ্ছে পড়ার ভঙ্গীতেই। ফটোগ্রাফারের নাম পাইনি। তবে স্থান হিসেবে দেয়া ছিল বরিশাল।
চিত্রগ্রাহকের জন্য আন্তরিক ধন্যবাদ রইলো।

মুচি মূলত ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য, ইউপি, বিহার, ছত্তিশগড়, আসামে পাওয়া আদিবাসী বংশোদ্ভূত মানুষ।
আমাদের আশেপাশে এই শ্রেণির প্রতিনিধিদের দেখি আমরা। ত্রুটিযুক্ত বা পুরনো জুতা-সেন্ডেল মেরামত করে রং মাখিয়ে আমাদের ব্যবহারের জন্য প্রস্তুত করে দেন। মুচি নামেই আমরা ডাকি ওদের। ঐতিহাসিকভাবে মুচিরা হিন্দু সস্প্রদায়ভুক্ত এবং তারা নিম্নশ্রেণীর ও সামাজিকভাবে ‘অস্পৃশ্য’ বলা চলে।

আমাদের দেশে পাঠক কমে যাচ্ছে এই নিয়ে মাঝে মাঝেই আমরা নানা হা হুতাশ দেখি।
এটা সত্যই। তবে কেন পাঠক কমছে, এর থেকে উত্তরণে কী করা যেতে পারে বা ইত্যাদি কঠিন আলাপে যাচ্ছি না আজ।
শুধু ছবিটি দেখে একরাশ ভালো লাগা জানাচ্ছি।

মন্তব্য ১৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪৯

বিজন রয় বলেছেন: সত্যি দারুন!!

আমাদের দেশে পাঠক কমে যাওয়ার কারণ কি?

০৩ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:১২

নীলসাধু বলেছেন: ধন্যবাদ বিজন রয়

পাঠক কমে যাওয়া নিয়ে আমার একটি লেখা ছিল। সেটি পেলে দেবো এখানে। এই নিয়ে অনেক কথা হয়/হয়েছে/হবে।

২| ০৩ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫১

আলমগীর সরকার লিটন বলেছেন: খুব সুন্দর একটা বিষয়ে লেখেছেন নীল দা
ভা থাকবেন

০৩ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:২৬

নীলসাধু বলেছেন: থ্যাংক ইউ আলমগীর সরকার লিটন ।
ভালো থাকবেন।

৩| ০৩ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:১৮

আহলান বলেছেন: একজন মুচি অবসর সময়ে পেপার পড়ছে ... এটাও এখন আলোচনার বিষয় ... সবই ডিজিটাল মিডিয়ার কেরামতি...

০৩ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:২৫

নীলসাধু বলেছেন: আলোচনার বিষয় ধরতে পারেন নাই আপনি!
পোষ্টে সহজ করে সব বলার পরেও এই ব্যার্থতা লেখক হিসেবে আমার, আপনাকে বহুৎ ধন্যবাদ।

৪| ০৩ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫৪

নয়ন বড়ুয়া বলেছেন: আমিও একসময় প্রচুর বই পড়তাম...
আপনার বইসহ অনেকের বইয়ের রিভিউ লিখতে চেয়েছিলাম...
হঠাৎ করে, কী এমন অলসতা কাজ করলো, কী জানি, কোনকিছুই লিখতে ইচ্ছে করেনা...

৫| ০৩ রা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০০

আহলান বলেছেন: আপনিও আমার কথা বুঝতে পেরেছেন বলে মনে হলো না ... আপনাকেও ধন্যবাদ!

৬| ০৩ রা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২১

নাহল তরকারি বলেছেন: ভারত বর্ষে তাদের তেমন মর্যাদা নাই।

৭| ০৩ রা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪৫

শাহিন-৯৯ বলেছেন:

আমি তো ভাবছিলাম তৈমুর আলম খন্দকার!! ভোটের বিনিময়ে জুতা পালিশ করে দিচ্ছে!!

৮| ০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ৮:৫৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



বড়ই আচানক ঘটনা।
আফসোস!

৯| ০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ১১:১১

শেরজা তপন বলেছেন: ভাল লাগল। আপনি শেয়ার করুন।

১০| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ৩:৩০

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: আসলেই পাঠক কমে গেছে, নতুন জেনারেশন তো বই ই পড়ে না খুব একটা। এমনকি বড় লেখা দেখলেও এড়িয়ে যায়।

১১| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সকাল ১১:১০

রাজীব নুর বলেছেন: আপনি একসময় ছবি তুলতেন সেসব ছবি দেখান।

১২| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সকাল ১১:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমি তুলেছিলাম রিক্সাওয়ালার রিক্সা থামিয়ে দেয়াল পেপার পড়তেছে। কিন্তু পোস্ট করা হয়নি। এই ছবিটিও ভালো লাগবে দেখলে

১৩| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:১৯

মোগল সম্রাট বলেছেন:



তরুন জেনারেশন সোস্যাল মিডিয়ায় অসুস্থ কন্টেন্ট বানাতে ব্যাস্ত। পাঠক তৈরি হবে কেমনে। শাহাবাগের পাবলিক লাইব্রেরী অলরেডি ভাংগা শেষ। পাঠাগারের দরকার নাই ।

শুভকামনা।

১৪| ১৯ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:০৮

Rita বলেছেন: ফটোগ্রাফির প্রতি আমার আগ্রহের কথা তো আগেই বলেছি, তাই আমি সবসময় সেরা ইমেজ ইনহ্যান্সিং টুলগুলির খোঁজে থাকি এবং সম্প্রতি remini view this link ব্যবহার করে আমি অবাক হয়েছি, এর দারুণ ছবি উন্নতির ক্ষমতা দেখে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.