নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Que sera, sera

আমি , আমার ভাবনা এবং আমার দেশ *আমার সোনার বাংলাদেশ ****** Life is not about counting the breaths you take it is measured by the moment that take your breath away***** ইমেইল: [email protected]

নতুন

ইমেইল [email protected] স্বপ্ন দেখি নতুন বাংলাদেশের, সোনার বাংলা।শখ ফটোগ্রফি, স্বাধ আছে বিশ্বদেখার। অবসর সঙ্গী আমার কম্পিউটার আর বই। ভালবাসি-আমার জানটুপুটুস কে, নিজেকে, আমার মা, মাটি আর দেশকে

নতুন › বিস্তারিত পোস্টঃ

নতুন ধাধা ০২

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:২১

ধাধা নং ০৩) হত্যা নাকি আত্নহত্যা ?


কয়েক বছর আগের ঘটনা। শহরের ধন্যাঢ ব্যবসায়ী রশীদ চৌধুরীকে তার পড়ার ঘরে মৃত অবস্হায় পাওয়া যায়। তার মাথায় পিস্তল ঠেকিয়ে গুলির চিন্হ আছে।

পুলিশ ঘটনস্থলে পৌছলে তার ব্যক্তিগত বাটলার বাড়ীর সদর দরজা খুলে দেয়। সে পুলিশকে রশীদ সাহেবের পড়ার ঘরে নিয়ে যায়।

রশিদ সাহেব চেয়ারে বসা, মাথা টেবিলে ঠেকানো, মাথার খুলি ভেঙ্গে গেছে, সারা টেবিলে রক্ত।

তার ডান হাতে একটা পস্তল ধরা , বা হাতে একটা টেপ রেকডার।

আঙ্গুলের ছাপ নেওয়ার পরে পিস্তল এবং টের রেকডারে রশীদ চৌধুরীর আঙ্গলের ছাপই পাওয়া গেলো।

পুলিশ অফিসার নিও টেপ রেকডারের প্লে বোতামে চাপ দিল এবং রশীদ চৌধুরীর কন্ঠে শুনতে পেলো।

'' আমি রশীদ চৌধুরী, আমি আমার একাকী জীবনে হাপিয়ে উঠেছি। জীবনে অনেক কিছু দেখেছি, এখন আর চাইবার কিছু নাই। আমি এই পৃথিবি থেকে বিদায় নেবো বলে ঠিক করেছি। সবার কাছে অনুরোধ আমাকে ক্ষমা করবেন। ঈস্বর আমায় ক্ষমা করুন।''

কয়েক সেকেন্ড পরেই একটি পিস্তলের গুলির শব্দ......

এই রেকডিং শোনার সাথে সাথেই নিও বুঝতে পারলো এটা হত্যা নাকি আত্বহত্য।



ধাধা নং ০৪) রিওতার ডাইরী:- ( একটু খেয়াল করলেই সিয়াকা কে বাচাতে পারতাম)

রিওতার ডাইরী থেকে>>>

আমি হয়তো একটু খেয়াল করলেই সিয়াকা কে বাচাতে পারতাম।.. এই ভাবনাটা এখনো আমার মনে ভাসে..

ছোট বেলায় আমি খুবই দুরন্ত ছিলাম, আমার বয়স যখন ১২ বছর তখন একবার ফুটবল খেলতে গিয়ে পা ভেঙ্গে যায় আমাকে কয়েক দিন হাসপাতালে থাকতে হয়েছিলো। হাসপাতালে আমার সাথে রুমে আরো ৩জন ছিলো। একজন বৃদ্ধা যার চুল সবই পাকা ছিলো। একজন বৃদ্ধ যার চোখে অনেক পাওয়ারের চশমা ছিলো এবং একটি বালিকা, আমারই বয়সী হবে।

সারাদিন খুবই বোরিং লাগছিলো একা একা ভালো লাগছিলো না। কিন্তু দুপুরে যখন মা এলো তখন তিনি আমার গেম বয়টি নিয়ে এসেছিলো। তিনি যাবার পরে আমি খেল ছিলাম। আমার অপর পাশের মেয়েটি খুবই দূব`ল এবং রুগ্ন মনে হলো, তার চোখের নিচে কালি পরেছিলো, দেখতে ফেকাসে লাগছিলো।

বিকেলে তার মা তাকে দেখতে এলো কিছু খাবার এবং সুপ নিয়ে। আমি নাস` দের কথা থেকে বুঝতে পারলাম যে মেয়েটির কি হয়েছে তা ডাক্তারাও ধরতে পারছেনা। তারা এখনো টেস্ট করছে তার রোগ ধরার জন্য।

আমি গেম খেলছিলাম এক সময় খেয়াল করলাম সে আমার গেম বয়ের দিয়ে তাকাচ্ছিলো বার বার। আমি ওর দিকে তাকালে মনে হলো লজ্জা পেলো এবং মুখ ঘুরিয়ে নিলো অন্য দিকে।

আমি তাকে বললাম তুমি খেলবে? যদি ইচ্ছা করে তবে খেলতে পারো। তার চোখে খুশির ঝলক দেখতে পেলাম। সে বললো..ঠিক আছে.. আমি বললাম আমার নাম রিওতা...সে বললো তার নাম সিয়াকা...

আমার পায়ে বেন্ডেজ তাই চলতে পারিনা তাই তার দিকে আমার গেম বয়টি ছুড়ে দিলাম...ও লুফে নিলো... সে খুব একটা গেম বয় লেখেনি তাই ভাল পারেনা। আমি তাকে শেখালাম... কয়েক দিনে তার সাথে আমার বেশ ভাল বন্ধুত্ব হয়ে গেলো।

কয়েক দিন পরে ডাক্তার আমাকে বাড়ী যাবার অনুমুতি দিলেন আমি বাড়ী চলে আসলাম...সিয়াকা খুবই মন খারাপ হলো। আমি সিয়াকাকে বলে আসলাম আমি আবার হাটতে শুরু করলে তোমাকে দেখতে আসবো।

১ সপ্তাহ পরে আমি যখন ক্রাচে ভর দিয়ে চলতে শুরু করলাম তখন মা কে বলাম যে সিয়াকাকে দেখতে যাবো। আমারও ডাক্তারের সাথে দেখা কথা আছে।

আমি যখন ঐ রুমে গেলাম তখন ঐ রুমে মহিলা এবং পুরুষটি আছে কিন্তু সিয়াকা নেই। এমনকি তার নামটাও দরজাতে নেই।

আমি নাসে`র টেবিলে গেলাম জিঙ্গাসা করলাম সিয়াকা কোথায়.... নাস` চুপ হয়ে গেলো এবং বললো সিয়াকা অন্য দেশে গেছে। আমি ছোটো ছিলাম কিন্তু বুঝতে পারলাম যে সিয়াকা আর নেই। নাস` না বললেও আমি বুঝতে পারলাম যে সিয়াকা মারা গেছে... নাস` বললো যে এটা সিয়াকা তোমাকে দিতে বলেছে... নাস` আমার সেই গেম বয়টি আমাকে দিলো।

আমি বাড়ী ফিরে আসলাম কিন্তু কিছুই ভাল লাগছিলো না। রাতে ঘুমাতে যাবার পরে আমি গেম বয়টি চালু করলাম... সেটা দেখে সিয়াকার কথা মনে পড়ছিলো আরো বেশি।

আমি সেফ করা সেই গেমটি অপেন করলাম যেটা দুজনে খেলেছিলাম...। একটু পরেই আমি বুঝতে পারলাম যে গেমের খেলোয়ারের নাম গুলি পরিবত`ন করা হয়েছে...



২৪ ঘন্টা পরে, সবার মন্তব্য প্রকাশ করবো , এবং উত্তর দেবো। তাতে সবাই নিজে থেকেই উত্তর দিতে পারে। নাহলে প্রথমেই উত্তর দিয়ে দিলে মজা কমে যায়।


(-- ইংরেজী গল্প ধাধা অবলম্বনে)
প্রথম ধাধা>> Click This Link

মন্তব্য ৩৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৭

নতুন বলেছেন: কমেন্ট রিভিও করার জন্য ক্লিক করলে কমেন্ট করাই বন্ধ হয়ে যাচ্ছে :( তাই রাতে কেউ জবাব দেবার চেস্টা করে থাকলে দিতে পারেন নাই বলে আন্তরিক ভাবে দুখিত:

এখন সবাই জবাব দিতে পারেন... :)

২| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১১

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
১। এটা হত্যা। আত্মহত্যা হলে পিস্তল হাতে ধরা থাকতে পারতো না।

২। HELP MOM IS POISONING ME

৩১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৮

নতুন বলেছেন: ২ নং ঠিক হয়েছে।

১ নং পিস্তল থাকতে পারে... আরো স্পস্ট ক্লু আছে..

৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১৩

কান্ডারি অথর্ব বলেছেন:



প্রথমটা হত্যা; পুলিশ টেপ রেকর্ডার শুনেই কেমনে বুঝবে এইটা লোকটারই কণ্ঠ, চিঠি হইলেও হাতের লেখা মিলিয়ে দেখা যেত আর মরবেই যখন টেপ কেন করবে, আর তা হাতেই বা কেন ধরা থাকবে।
দ্বিতীয়টাও হত্যা; গেমটিতে ইঙ্গিত দেয়া আছে মহিলা ও পুরুষ মিলে তাকে বিষ ইনজেক্ট করবে।

৩১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২০

নতুন বলেছেন: ১) কন্ঠ না চেনার ছাড়াই নিও কিন্তু বুঝে ছিলো যে এটা হত্যা... শুধু টেপ শুনেই..

২) আরো পরিস্কার লেখা আছে.. :)

৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪২

মুদ্‌দাকির বলেছেন: ১) হত্যা কারন টেপটা রিওয়াইন্ড করাই ছিল, আত্ন হত্যা হলে পুলিশের শোনার আগে রিওয়াইন্ড করতে হত।

২) উপরে সালাউদ্দিন ভাই ঠিক বলেছেন।

৩১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২২

নতুন বলেছেন: ১) সঠিক... নিও প্লে চাপার পরেই ওডিও শুনতে পায় ...তার রিওয়াইড করতে হয়নি...চৌধুরী নিজে রেকড করলে সেটা সম্ভব হতো না... সেটা খুনি করেছে..

২) ঠিক

৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

ধাঁধা এবং ধাঁধার উত্তর একসাথে ভালোই লাগে। :P

প্রশ্নগুলো ব্রেইন-টুইস্টিং। চলতে থাকুক :)

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ২:৪৫

নতুন বলেছেন: শুভনববষ` মইনুল ভাই...

আমার এইরকমের রহস্যভেদ করতে খু্বই ভাল লাগে...

সবাই পছন্দ করলে আরো দেবার চেস্টা করবো।

৬| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ২:২৫

ধমনী বলেছেন: ভালো ধাঁ ধাঁ।

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ২:৪৫

নতুন বলেছেন: উত্তর কই?

৭| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৩:১৫

কালের হরকরা বলেছেন: # হত্যা। টেপটা রিওয়াইন্ড রয়েছিল, আত্নহত্যা হইলে পুলিশ শুনিবার পূর্বেই রিওয়াইন্ড করিতে হইত।
## HELP MY MOM IS POISONING ME

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৩:২১

নতুন বলেছেন: ১০০% সঠিক :)

আমি কিন্তু শেষের টা বুঝতে পারিনাই.. উত্তর দেখে তারপরে বুঝেছিলাম..( যদিও আমি কিহিনিটা একটা ইউট্বুবের ভিডিও থেকে থেকে শুনেছিলাম)

আপনারা এতো সহজে কিভাবে বুঝতে পারলেন?

৮| ০১ লা জানুয়ারি, ২০১৬ ভোর ৪:৩৬

মহান অতন্দ্র বলেছেন: নিউ ইয়ারের শুভ কামনা। আর ধাঁ ধাঁ টা ভাল ।

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫৭

নতুন বলেছেন: শুভ নববষ` ...

৯| ০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৮

অগ্নি সারথি বলেছেন: দ্বিতীয়টা বেশ!

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫৭

নতুন বলেছেন: ধন্যবাদ...

১০| ০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৭

মাহবুবুল আজাদ বলেছেন: হ্যাপি নিউ ইয়ার।

অনেক ভাল লাগল ধাঁধাঁ গুলো আরও দিবেন প্লিজ, আই জাস্ট লাভ ইট।

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫৮

নতুন বলেছেন: :) মজার এমন কিছু পেলে অবশ্যই সেয়ার করবো।

১১| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫৪

কালীদাস বলেছেন: রেকর্ডার হাতে থাকার কথা না।
আমার হিসাবে।

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫৯

নতুন বলেছেন: হুম..নিজের মাথায় গুলি করার পরে থাকার সম্ভবনা কমই মনে হয়। এটাও একটা ক্লু হতেই পারে।

আসল কাহিনিতে এই ভাবেই আছে তাই আমি খুব একটা পরিবত`ন করিনাই। :)

১২| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: সবার শেষ পড়লে নিজেরে বেশ বিজ্ঞ ভাবা যেতেই পারে ;) :P

সত্যি কথা- প্রথমটা বুজি নাই..
২য়টাতে গেমারদের নামের মাঝে মেসেজটা বোঝা যায়!
:)
সবার শেষে সাবরটা পড়ে পড়ে পন্ডিত ;)
+++

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪২

নতুন বলেছেন: আমি যখন গল্পদুইটা ই্উটিউব ভিডিওতে শুনেছি তখন এই দুইটাই পারিনাই। পরে কমেন্ট পড়েই বুছেছি।

১ টা তে পুলিশ অফিসার যখন প্লে বাটনে চাপ দিলো তখন চৌধুরির কথা শুনতে পেলে...এবং শেষে গুলির আওয়াজও শুনতে পেলো।

যদি চৌধুরিই রেকড করে গুলি করে থাকে তবে টেপ শেষ হয়ে যাবার কথা এবং পুলিশের টেপরেকডারের ফিতে শুরুতে নিয়ে এসে তারপরে প্লে করার কথা... কিন্তু যে খুন করেছে সে টেপটি রিওয়ান্ড করে রেখেছে তাই পুলিশ বুঝতে পেরেছে যে এটা হত্যা..

১৩| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৮

এহসান সাবির বলেছেন: ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা।

ভালো থাকুন, সুস্থ থাকুন।

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫২

নতুন বলেছেন: ধন্যবাদ... আপনিও ভাল থাকবেন..

Wish you a Happy and prosperous new year...

১৪| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৪

আবু শাকিল বলেছেন: ধাধা গুলো ভাল লাগছে ।অব্যাহত থাকুক। মন্তব্য গুলা পড়লাম তাই আর মাথা খাটিয়ে লাভ নেই ।
শুভ রাত্রি ।

০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৭

নতুন বলেছেন: :) ধন্যবাদ... ভাল লেগেছে যেনে সুখী হলাম..

উত্তরগুলি লুকিয়ে রাখতে চেয়েছিলাম কিন্তু সম্পূন` মন্তব্য বন্ধহয় যাচ্ছে... পরের পবে` আবার চেস্টা করবো যেতে উত্তর লুকিয়ে রাখা যায় তাতে সবাই জবাব দিতে পারবে।

১৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৯

টিটো ফারিস্তা বলেছেন: এটা পরিকল্পিত হত্যা, কারণ আত্মহত্যা হলে পিস্তল টেপ রেকর্ডার কোনটাই রশিদ সাহেবের হাতে থাকত না। এবং তিনিও চেয়ার এ বসে থাকতে পারতেন না ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১২

নতুন বলেছেন: চেয়ারে থাকতে পারেন... কারন তিনি চেয়ারে বসে ছিলো কিন্তু টেবিলে মাথা ঠেকানো ছিলো..

পিস্তল বা টেপ রেকর্ডার হাতে থাকতেও পারে ... থাকবে না এমনটা সিউর কিছু না...

কিন্তু টেপ রেকর্ডার প্লে কার পরেই চৌধুরী সাহেবের কথা শোনা যায় এবং শেষে গুলির শব্দও... তাহলে রেকর্ডারের ফিতে কে রিওয়ান্ড করে প্রথমে রাখলো?? -- এটাই খুনের ক্লু...

১৬| ২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪১

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: বেশ লাগলো, মাথা খাটাবার ভালো সুযোগ । আরও এমন চাই। শুভেচ্ছা। :)

২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৩

নতুন বলেছেন: ঠিক আছে ৩ নং পব` দিচ্ছি :)

১৭| ২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৭

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: :) আগাম ধইন্যা

২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৭

নতুন বলেছেন: ধাধা is on line..

১৮| ১২ ই মার্চ, ২০১৭ রাত ১২:৫৯

কোয়েজার বলেছেন: বাটলার নিজেও রিওয়াইন্ড করে রাখতে পারে।হয়তোবা সে আগে শুনেছে । ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.