নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Que sera, sera

আমি , আমার ভাবনা এবং আমার দেশ *আমার সোনার বাংলাদেশ ****** Life is not about counting the breaths you take it is measured by the moment that take your breath away***** ইমেইল: [email protected]

নতুন

ইমেইল [email protected] স্বপ্ন দেখি নতুন বাংলাদেশের, সোনার বাংলা।শখ ফটোগ্রফি, স্বাধ আছে বিশ্বদেখার। অবসর সঙ্গী আমার কম্পিউটার আর বই। ভালবাসি-আমার জানটুপুটুস কে, নিজেকে, আমার মা, মাটি আর দেশকে

নতুন › বিস্তারিত পোস্টঃ

নতুন ধাধা ০৩

২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৪



ধাধা নং ০৫:- ব্যাংক ডাকাত:-

ফরিপুরের থানায় সকালে একটা ব্যাংকে চুরির ঘটনার খবর এলো। মাটির নিচে সুরঙ্গ করে ব্যাংকের ভোল্ট থেকে ৩ কোটা টাকা নিয়ে গেছে চোরেরা।

ঐ রাতে শহরের বাইরে যাবার পথে সব খানেই পুলিশ টহল ছিলো তাই পুলিশের ধারনা চোর এখনো শহরেই কোথাও লুকিয়ে আছে।

গোয়েন্দা বিভাগের দুই অফিসার মোল্ডার এবং স্কালি ঐ এলাকার আসে পাসের বাড়ী,ব্যবসা প্রতিস্ঠানের মানুষের সাথে কথা বলতে বের হলো।

তারা ব্যাংকের পাশের খন্দকার রেস্টুরেন্টে গেলো এবং মালিক ডিপজল কে জিঙ্গাসাবাদ করলো মালিক জানালো তারা রাত ১২টার সময় রেস্টুরেন্ট বন্ধকরে বাড়ি ফিরেছিলো। এবং গত রাত থেকে কিছুই সরানো হয়নি এমন কি গারবেজও এখনো ৫টি বস্তা বাধা অবস্হায় পেছনের একটা রুমে আছে দুপুরে পৌরসভার গাড়ীতে তুলে দেওয়া হবে।

তারপরে তারা লাকি ডিজিটাল কালারল্যাব গেলো এটা ব্যাংকের একটু দুরে। মালিক অনন্ত জলিল জানালো তিনিও রাত ১১টা পযন্ত তাদের ডাক রুমে কাজ করেছে এবং ল্যাব বন্ধ করে বাড়ী গেছেন এবং সে সন্দেহ মুলক কিছুই দেখানাই বা শোনে নাই। তার ল্যাব থেকেও কিছুই সরানো হয়নি। তিনি সারা ল্যাব ঘুরিয়ে দেখালেন, স্কালি অফিসের পাশের একটি রুম দেখতে চাইলে অনন্ত বললেন এটা ডাকরুম এখন রুমের দরজা খুললে তার ছবিগুলি নস্টহয়ে যাবে তিনি ১ ঘন্টা পরে দেখাতে পারবেন।

তারপরে তারা দুজন ব্যাংকের পাশের ইসলামিয়া লাইব্রেরিতে, সেখানে মালিকে সাকিব খান জানালো যে গত রাতে তাদের ২০ বস্তা বইয়ের চালান এসেছে এবং তা পেছনের গুদামেই আছে, বিকেলে তা থেকে ৫ বস্তা বই সদরপুরে পাঠাবেন তিনি। তিনি বইয়ের চালানের কপি দেখালেন এবং তাদের চা নাস্তা খাওয়ানের জন্য প্রস্তাব করলেন।

বইয়ের লাইব্রেরি থেকে বের হয়ে মোল্ডার একটু চিন্তা করে তার বসকে ফোন দিলো। পুলিশ ফোস` আসলে তাদের নিয়ে চোরকে গ্রেপ্তার করলো এবং টাকা গুলি ৫ বস্তায় বাধা অবস্তায় উদ্ধার করলো।

কে চোর এবং কিভাবে নিও বুঝতে পারলো?

এই পবের বিজয়ী দের অভিনন্দন
>> ১ম:- তট রেখা ( আসল ক্লু দেবার জন্য) ২য় আবু শাকিল ( পুরু ব্যক্ষা দেবার জন্য) ৩য়: বুবলা ( উনিও প্রায় ঠিকই বলেছেন তবে তট রেখা আসল পয়েন্টে পৌছেছেন)

(-- ইংরেজী গল্প ধাধা অবলম্বনে)
প্রথম ধাধা >> Click This Link
দ্বিতীয় ধাধা >> Click This Link

মন্তব্য ৭৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (৭৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২২

কথাকথিকেথিকথন বলেছেন: চোর সাকিব খান ।

২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৭

নতুন বলেছেন: ;) তাই? কিভাবে?

২| ২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৪

সত্যাশ্রয়ী বলেছেন: বোঝাগেল আপনি ফরিদপুর থাকেন, স্থানীয় ?

২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৯

নতুন বলেছেন: আমি ফরিদপুরে থাকি না। ;) তবে আপনার অনুমানও ভুল না।

৩| ২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৫

♥কবি♥ বলেছেন: চোর "ডিপজল"। পৌরসভার গার্বেজ নেয়ার গাড়ি দুপুরে আসবে ক্যান!

২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৮

নতুন বলেছেন: রাতে ময়লা ফেলে সম্ভবত শুধু ঢাকাতেই... অন্য খানে এখনো দিনেই করে থাকে।

৪| ২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩১

অপেক্ষায় নাজির বলেছেন: ভাই, বলে দেন।

২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৮

নতুন বলেছেন: অপেক্ষা করেন... এখানেই সবাই উত্তর দিতে পারবে।

৫| ২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৩

সত্যাশ্রয়ী বলেছেন: বাসা কি ঝিলটুলি না আলীপুর ?

২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৭

নতুন বলেছেন: ঝিলটুলি. ..

৬| ২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪১

♥কবি♥ বলেছেন: আরো সত্যাশ্রয়ী এবং নতুন ফরিদপুইরা। অধম নিজেও তাই। ভাল থাকুন।

২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৫

নতুন বলেছেন: Glad to meet Both of you...

৭| ২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৫

ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো পারলাম না ।

২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৭

নতুন বলেছেন: আমি তো মনে করছিলাম এটা খুবই সহজ হইয়া গেলো।


ভাল করে ঘটনা খেয়াল করে দেখুন..বুঝতে পারবেন।

উত্তর আসবে.. অপেক্ষা করেন...

আর না হইলে আমি ২৪ ঘন্টা পরে উত্তর দিমু..

৮| ২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫০

বুবলা বলেছেন: পুলিশ ইচ্ছা করলেই বস্তাগুলো খুলতে পারত, মানে বস্তাগুলো পুলিশ দেখতে পেয়েছিল, কিন্তু স্টুডিওতে যে ঘরটা বন্ধ ছিল সেটা পুলিশ দেখতে পাইনি ,ওখানে টাকাগুলোকে ফটোগ্রাফিক প্লেটের আড়ালে রেখে ফটোর মধ্যে পাচার করার কাজ চলছিল যেটা শেষ হতে ১ ঘন্টা লাগবে, মানে লাকি ডিজিটাল কালারল্যাব এর মালিক অনন্ত জলিল হলেন আসল কালপ্রিট

২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫২

নতুন বলেছেন: অসম্ভবকে সম্ভব করাই কিন্তু অনন্ত জলিলের কাম.... এরে আপনি চুর কইলেন? :)

২৪ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৫

নতুন বলেছেন: আপনিও ঠিক চোর ধরতে পেরেছেন। আপনার যুক্তিও ঠিক। আপনার যুক্তি অনুযায়ীও তার উপরেই সন্দেহ থেকে যায় এবং পুলিশ ঐ রুমে ঢুকলেই টাকা পেতো।

কিন্তু নিও তার আগেই বুঝতে পেরেছিলো যে জলিল মিথ্যা বলছে তাই সেইই চোর। তাই সে নিস্চিত ছিলো।

ডিজিটাল কালারল্যাব এ ডাক`রুম থাকে না। জলিল মিথ্যা বলেছে যে রাতে সে ডাক`রুমে কাজ করেছে। এবং পরে ঐ কক্ষে ঢুকতে নিষেধ করার অজুহাতও বানিয়েছে।

৯| ২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৭

প্রবাসী পাঠক বলেছেন: পৌরসভার গাড়ির চালক চোর। রেস্টুরেন্ট মালিক ডিপজল বলেছে রাতে কিছুই সরানো হয় নি এমনকি গারবেজও! তাতে স্পষ্ট বুঝা যায়, গারবেজ রাতেই সরানো হয়। যেহেতু রাতে পুরো শহরে পুলিশের টহল ছিল তাই রাতে টাকার বস্তা সরানোর রিক্স নেয় নি। দুপুরে ময়লার সাথে টাকার বস্তা সরানোর প্ল্যান ছিল।

২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৯

নতুন বলেছেন: চালক তো কাহিনিতে নাই। আর পুলিশ কিভাবে তাকে গ্রেপ্তার করলো?

১০| ২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৩

বিপরীত বাক বলেছেন: উত্তর ঃ ব্যাংকের পাশের খন্দকার রেস্টুরেন্টের মালিক ডিপজল।।

১) গারবেজ কখনো পেছনের রুমে থাকে না।
২) তাছাড়া পৌরসভার গাড়ী দুপুরে আসে না। ওটা আসে সকালে নয়তো সন্ধ্যায়।

২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২১

নতুন বলেছেন: ময়লা কখনোই রেস্টুরেন্টের সামনে রাখে না। পেছনেই কোথাও রাখবে...

পৌরসভার গাড়ী সকালে/দুপুরেও আসতে পারে... সুধু ঢাকাতেই মনে হয় রাতে চলে..অন্য খানে দিনের বেলাতেই তাদের কাজ করেথাকে।

তবুও আরো ক্লিয়ার ক্লু আছে... ;) ( একটা মিথ্যা আছে সেটা খুজে বের করুন)

১১| ২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৩

বুবলা বলেছেন: আচ্ছা লাইব্রেরী কি রাতে খোলা থাকে???

২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২২

নতুন বলেছেন: রাতে বইয়ের চালান এসেছে... রাতে বলতে তার ৮টাও হতে পারে..

শহরে রাত ৭-৮টার সময়ে লাইব্রেরী খোলা থাকতেই পারে... তখন ঢাকা থেকে বইয়ের চালান আসেতেই পারে।

১২| ২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৭

কঙ্কাল দ্বীপ বলেছেন: সাকিব খান। কারণ ২০ বস্তা বই আসলে ট্রাকে আসার কথা, ল্যাব মালিক জলিল ভাই কোন আওয়াজ পান নাই। ২০ বস্তা বই আনলে তার আওয়াজ পাওয়া যেতোই।

২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৩

নতুন বলেছেন: শহরে গাড়ীর আওয়াজ তো সাভাবিক...আর ট্রাক, ভ্যান না ঠেলা গাড়ী সেটা মালিক বলেনাই। ঠেলা গাড়ীও হইতে পারে... :)

১৩| ২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫১

কথাকথিকেথিকথন বলেছেন: সাকিব খানের তো আগ বাড়িয়ে বলার দরকার নেই যে বিকালে ৫ বস্তা বই সদরপুরে যাবে । আর সে তাদেরকে চা নাস্তার আপ্যায়ন করতে চেয়েছে, চোরের মার বড় গলা- বিষয়টা এমনও হতে পারে !!!

২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৬

নতুন বলেছেন: দেশে যেই অবস্তা তাতে পুলিশকে একটু খাতির করাই ভাল তাই না?

আর বলা তো যায়না পকেটে ইয়াবা দিয়া যদি গ্রেপ্তার করে নিয়া যায় তাইনা ..সেই ভয়েই চা পানি খাওয়াইতে চাইছে.. :)

১৪| ২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৯

কঙ্কাল দ্বীপ বলেছেন: হুম, "অনন্ত জলিল"
- কারণ ডার্ক রুমের দরজা খুললে ছবিগুলো নষ্ট হয়ে যাবে। তাকে কিন্তু ডার্করুমের ভেতর থেকে কিন্তু দরোজা খুলেই বের হতে হয়েছিলো। ছবি নষ্ট হলে তখনই তো হতে পারে।
(যুক্তির দুর্বলতা- ১ ঘন্টার মধ্যে বা পরে কীভাবে কি হবে, সেটার ব্যখ্যা দিতে পারছি না)।

২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৯

নতুন বলেছেন: সবাই ভচের নাম শুইনাই কি তারে চুর কইতাছেন?

আরো জটিল ক্লু আছে কিন্তু...

১৫| ২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৯

প্রবাসী পাঠক বলেছেন: অহ আচ্ছা, তাহলে এই তিনজনের মধ্যে কেউ একজন চোর। তাহলে আমার সন্দেহ জলিল ভচের উপর। রাত এগারটা পর্যন্ত ডার্ক রুমে কাজ করে গেলে ছবিগুলো ডেভ্লপ হতে এত সময় লাগবে না। তাই সকালে ডার্ক রুম খুললে ছবি নষ্ট হবার চান্স নেই।

২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৭

নতুন বলেছেন: উদার পিন্ডি বুদোর ঘাড়ে দিতে পারেন.... কিন্তু একে বারে সোলাইমানের ঘাড়ে দিলে তো সমস্যা তাইনা... তাই গাড়ী চালকে কেমনে দোষী বানাই :) ব্যচারাতো কাহিনিতেই নাই।

২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৪

নতুন বলেছেন: চুরি এই তিন জনের মাঝেই আছে...

কিন্তু কিভাবে নিও বুঝতে পারলো সেটাই প্রশ্ন?

১৬| ২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৫

প্রবাসী পাঠক বলেছেন: এবার তো গাড়ি চালকের কথা বলি নি বললাম তো স্টুডিও মালিক জলিল ভাইয়ের কথা!!আপ্নি কি আগের কমেন্তের কথা স্মরণ করে রিপ্লাই দিলেন নাকি ভাই :(

২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩১

নতুন বলেছেন: আমি উত্তর না দিয়ে মন্তব্য করার চেস্টা করছি :)

এখনো পুরু পুরি ব্যক্ষাটা পাইনাই... পেলেই পুরো উত্তর দেবো।

১৭| ২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৯

শরাফত বলেছেন: চোর শাকিব কিংবা অনন্ত, আর সদরপুরে যে ৫ বস্তা বই পাঠানোর কথা বলছিলো ঔ ৫ বস্তাই টাকা । বইয়ের কভার নিয়ে সরানো হতো ।

এটা আমার যুক্তিতে বলে, কারণ সুরের মধ্যে বেসুরো কিছু ঘটলে তার পিছনে কারণ কাজ করে ।

২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৩

নতুন বলেছেন: নিও একজনকেই গ্রেপ্তার করেছে...

আপনার কথা ঠিকই আছে সিরের মধ্যে বেসুরো কিঠু ঘটতে তার পেছনের কারন খুজতে হয়।

.. কিন্তু .. কাহিনিতে কে মিথ্যা বলেছে সেটা খুজুন...

১৮| ২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমার কাছে মনে হয় দ্বিতীয় জন মিথ্যে বলছেন। অর্থাৎ যার ছবির স্টুডিও আছে।

২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৪

নতুন বলেছেন: অনন্ত ভচ কি মিথ্যা বললো ?

১৯| ২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৯

সকালের সোনা রোদ বলেছেন: অনুসারিত

২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৮

নতুন বলেছেন: উত্তর কই?

২০| ২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৭

ইমু চৌধুরি বলেছেন: অনুসারিত......

২১| ২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১০

তট রেখা বলেছেন: চোর অনন্ত জলিল, কেননা সে মিথ্যা বলেছে, ডিজিটাল কালার ল্যাবে কোনো ডার্ক রুম থাকেনা।

২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৭

নতুন বলেছেন: Bingo

২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৯

নতুন বলেছেন:

যখন অনন্ত জলিল বললো যে সে রাতে ডাক` রুমে কাজ করেছে এবং পরে স্কালি ডিজিটাল ল্যাবের পাশের রুম দেখতে চাইলে। জলিল পাশের রুম কে ডার্ক রুম বলে চালিয়ে দেয় তার মানে
জইল্যার ডিজিটাল ল্যাবে কোন ডার্ক রুম নাই।সে মিথ্যা বলছে এবং সেখানেই তিন কোটি টাকা লুকিয়ে রাখছে। ১ ঘন্টা সময় পেলে জইল্যা টাকা গুলো সরিয়ে দিবে।

২২| ২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২১

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
মনে হয় "ডিজিটাল" কথায় মারপ্যাঁচ আছে। সেক্ষেত্রে সনাতন কালার ল্যাবের মত ডার্করুমের প্রয়োজন নেই। অবশ্য আরও জটিল ক্লু আছে কিনা জানিনা।

২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৩

নতুন বলেছেন: এটা ডিজিটাল ধাধা তাই আর মাইর প‌্যাচ নাই।

২৩| ২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৪

অপর্ণা মম্ময় বলেছেন: পরে এসে দেখে যাবোনে কে চোর আর এর ব্যাখ্যা কি

২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৭

নতুন বলেছেন: উপরে দেখুন...

২৪| ২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৮

আবু শাকিল বলেছেন: স্যার অনন্ত জলিল চোর!!
স্কালি ডিজিটাল ল্যাবের পাশের রুম দেখতে চাইলে। জলিল পাশের রুম কে ডার্ক রুম বলে চালিয়ে দেয় তার মানে
জইল্যার ডিজিটাল ল্যাবে কোন ডার্ক রুম নাই।সে মিথ্যা বলছে এবং সেখানেই তিন কোটি টাকা লুকিয়ে রাখছে। ১ ঘন্টা সময় পেলে জইল্যা টাকা গুলো সরিয়ে দিবে।

২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৫

নতুন বলেছেন: সঠিক...

তবে আপনি ২য়... ১ম হয়েছে তট রেখা

২৪ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৬

নতুন বলেছেন:

২৫| ২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫১

কঙ্কাল দ্বীপ বলেছেন: অনেকদিন পর একটা ভালো জটিল রহস্য পড়লাম তাও কাহিনীর পটভুমি খুব সুন্দর ভাবে পরিচিত একটা শহরে গোছানো হয়েছে। ধন্যবাদ।

" কি পাইলাম " মোড়।

২৪ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৮

নতুন বলেছেন: নেটে পাইলাম এই ধাধাটা... তাই আমাদের শহরের পরিবেশে লিখলাম। :)

২৬| ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৮

ফেরদৌসা রুহী বলেছেন: আমি কিছু জানিনা ;)

২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৮

নতুন বলেছেন: B-))

২৭| ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: বাহ! চমৎকার একটি আয়োজন ছিল, মিস করেছি। সুন্দর ধাঁধা, সাথে চমৎকার সব উত্তর। +++

২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৭

নতুন বলেছেন: সামনে আরো দেবার চেস্টা করবো।

২৮| ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৬

চাঁদগাজী বলেছেন:


মিস করলাম সুযোগ

২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৯

নতুন বলেছেন: সামনে আরো দেবার চেস্টা করবো।

২৯| ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৭

আমি তুমি আমরা বলেছেন: আমিতো ভেবেছিলাম ডিপজলই চোর। মন্তব্য পড়ে বুঝলাম অনন্ত।

২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৮

নতুন বলেছেন: আপনাদের একটু সন্দেহ তৌরি করার জন্য গল্প একটু জটিল করতে হয় ;)

৩০| ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:২০

কাউন্টার নিশাচর বলেছেন: চোর অনন্ত জলিল হতেই পারে না। কারন জলিল ভাই তো বলেই দিয়েছে সে তার পুত্রকে মাদ্রাসায় পড়াবে

২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৩

নতুন বলেছেন: B-)) ডিজিটাল মাদ্রাসায় পড়াবে... আর বত`মানের মাদ্রাসা তাদের পছন্দ না হইলে নতুন ধরনের মাদ্রাসা চালু করবে...

৩১| ২৫ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৬

অলওয়েজ ড্রিম বলেছেন: বাহ, চমৎকার সিরিজ।

২৫ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৪

নতুন বলেছেন: ধন্যবাদ..

৩২| ২৫ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৯

Ahmed Musa বলেছেন: আমিই চোর

৩৩| ২৫ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২৮

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: পোস্ট এখনই চখে পড়ল। শুরুতে পড়লে সমাধানের চেষ্টা করতাম তবে উত্তরে যা দেখলাম আমি পারতাম না। :)

৩৪| ২৫ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪২

সুমন কর বলেছেন: সিরিজটি ভালোই হচ্ছে..... +।

নামগুলো কিন্তু সেরাম হইছে !!! !:#P

উত্তর কিন্তু দেয়া লাগে নাই, দেখে নিছি... ;)

৩৫| ২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ৩:৫২

ভ্রমরের ডানা বলেছেন: আরো চাই, আরো চাই।

২৬ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৫

নতুন বলেছেন: আরো নেটা ঘুরি পাইলেই দেবো।

৩৬| ২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৭

রফিকুলইসলাম বলেছেন: ডিপজল. ৫টা বস্তা তার দােকানে অাচে,

২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪২

নতুন বলেছেন: ডিপজল এখন ভালো হয়ে গেছে... ইস্তেমাতে যায়...

উত্তর:- তট রেখা বলেছেন: চোর অনন্ত জলিল, কেননা সে মিথ্যা বলেছে, ডিজিটাল কালার ল্যাবে কোনো ডার্ক রুম থাকেনা।

৩৭| ২৭ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৬:২৫

সেলিনা জাহান প্রিয়া বলেছেন:
তারপরে তারা দুজন ব্যাংকের পাশের ইসলামিয়া লাইব্রেরিতে, সেখানে মালিকে সাকিব খান জানালো যে গত রাতে তাদের ২০ বস্তা বইয়ের চালান এসেছে এবং তা পেছনের গুদামেই আছে, বিকেলে তা থেকে ৫ বস্তা বই সদরপুরে পাঠাবেন তিনি। তিনি বইয়ের চালানের কপি দেখালেন এবং তাদের চা নাস্তা খাওয়ানের জন্য প্রস্তাব করলেন।

পুলিশ কে এত আদর কেন ।।

২৭ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৫

নতুন বলেছেন: এটা আপনাদের মনকে আসল চোর থেকে দুরে নিতে যোগ করেছি :)

গল্পে দেখুন একজন মিথ্যা বলেছে...সেটা নিও বুঝতে পেরেছে।

৩৮| ২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৭

সেলিনা জাহান প্রিয়া বলেছেন: ডিজিটাল

২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৭

নতুন বলেছেন: ডিজিটাল ল্যাবে ডাক` রুমের দরকার নাই। তাই সে রাতে ঐখানে কাজ করেছে এবং সকালে রুম খুললে ছবি নস্ট হয়ে যাবে সেটা মিথ্যা।

৩৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৩

আমি এ আর বলছি বলেছেন: vai er basa ki forid pur ???

০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪৭

নতুন বলেছেন: হুম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.