নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিয়ামত উল্লাহ

হায়.... আল্লাহ তুমি পৃথিবী দেখার জন্য পাঠালে, তবে সারা বিশ্ব কেন নয় ?

নিয়ামত উল্লাহ › বিস্তারিত পোস্টঃ

হুঁশিয়ারি.........

০৬ ই জুন, ২০১৪ বিকাল ৩:০৭

বরাবর,

বার্মার রাজা



বিষয়ঃ হুঁশিয়ারি



জনাব,



যথাবিহিত সম্মানপুর্বক বিনীত কথাবার্তা এই যে, ছোটবেলায় যখন সার্ক সম্মেলনে আপনাকে দেখেছি তখন আপনার ড্রেসআপ দেখেই বুঝে গিয়েছিলাম আপনার দৌড় কতদূর



কয়েক দিন আগে আমাদের বর্ডারে এক সৈনিককে আপনারা গুলি করেছেন



যদি বন্দুক থেকে ভুলে গুলি ছুটে না যেয়ে থাকে তবে স্বীকার করতেই হবে; মহামান্য রাজা, আপনার স্কার্ট ছোট হলেও কলিজা বড় আছে



তবে আমি শিওর কাজটা আপনারা ভুলে করে ফেলেছেন ... যে দেশের রাজা স্কার্ট পড়ে দেশ বিদেশে ঘুরাঘুরি করে, সেই দেশের বন্দুকের ট্রিগার টাইট না হওয়ারই কথা



ঢিলা ট্রিগারে, ভুলে চাপ পড়ে যেতেই পারে



আপনাদের একটা সরকারি পত্রিকা আবার দেখলাম লিখেছে, ‘এটা নিয়ে নাকি সিমান্তে উত্তেজনা বিরাজ করছে... উভয়পক্ষই রণসজ্জায় সজ্জিত’



ব্রাদার রাজা, কি সব আবল তাবল বলেন? উত্তেজিত হতে গেলে দুই পক্ষকেই সমান শক্তিধর হতে হয়। আপনাদের নিয়ে আমাদের উত্তেজিত হওয়ার তো কিছু দেখি না ... আর কিসের রণসজ্জা রে?



আপনাদের বর্ডার গার্ডরে সাইডে নিয়ে কানের নিচে একটা বন চটকনা দিলে তারা কামান দাগা রেখে পালাবে ... কিসের উত্তেজনার কথা বলেন আপনি?



আপনাদের জাতীয় পশু ময়ূর আর আমাদের হলো বাঘ... রণউত্তেজনা কেমনে হয় রে? এটা তো অন্য উত্তেজনা



কিসের জোর আপনার...শুনি? ... যেদিন আমরা বার্মিজ লুঙ্গি পড়া ছেড়ে দিবো, সেদিন তো আপনাদের অর্থনীতি ধ্বসে যাবে রে



আমাদের ১৬ই ডিসেম্বরের কুচকাওয়াজ দেখতে যে পরিমান দর্শক হয়, সেই পরিমান সেনাবাহিনীও তো নেই আপনাদের... তো কিসের জোর?



শহীদ নায়েক মিজানুর রহমানরের কসম, আরেকটা ভুলে হোক আর বুঝে হোক গুলি যদি চলে, কিবোর্ড দিয়ে বাইরায়া তোদের রাষ্ট্রদূতরে এক স্কার্টে দেশ ছাড়া করব



বিনীত

…a banGLADeshi



--



*(কি???? আপনি স্কার্ট পড়েন না? ওটা ভুটানের রাজা পড়ে?... ওহ আমি তো ভেবেছি তোরা আর ভুটান একই দেশ... দেখ কি অবস্থা তোদের কান্ট্রি ব্র্যান্ডিং এর... তোরা তো কোনও দিক দিয়েই নেই রে)



সংগ্রিহীত......।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০১৪ বিকাল ৪:২৩

নাহিদ ইসলাম ৩৫০ বলেছেন: অনেক ভালো লাগলো লেখাটি।


প্রযুক্তি বিষয়ক বাংলা ব্লগঃ আইডিয়া বাজ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.