নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিয়ামত উল্লাহ

হায়.... আল্লাহ তুমি পৃথিবী দেখার জন্য পাঠালে, তবে সারা বিশ্ব কেন নয় ?

নিয়ামত উল্লাহ › বিস্তারিত পোস্টঃ

দোয়েল Advanced-1612E কিনতে চাচ্ছি কেমন হবে? দয়া করে হেল্পান..

০৬ ই জুলাই, ২০১৪ সকাল ১১:২৭

দোয়েল Advanced-1612E কিনতে চাচ্ছি কেমন হবে? দয়া করে হেল্পান.. অনেকে বলে দোয়েল ল্যাপটপে নাকি নানান সমস্যা দেখা দেয়। এছাড়া ঐ রেন্জের মধ্যে অন্য কোন ল্যাপটপ কিনলে ভালো হবে টেকি ভাইরা জানালে উপকার হয়।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৫৩

বাকি বিল্লাহ বলেছেন: দোয়েল একবারেই ফালতু একটা জিনিস......আগে বলেন দোয়েল Advanced-1612E এর দাম কত?

২| ০৬ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:০০

রাজিব বলেছেন: আপনার বাজেট কত? আর ল্যাপটপ দিয়ে কি ধরনের কাজ করতে চান? মানে কি জন্য ল্যাপটপ কিনতে চাচ্ছেন?

৩| ০৬ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:১০

নিয়ামত উল্লাহ বলেছেন: দাম ২১০০ টাকা। আর আমি নেট ব্রাউজিং, গান শোনা, এই সব আর কি.।

৪| ০৬ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:১৮

আরহাসান বলেছেন: ঐ টাকা দিয়ে একটা ট্যাব কিনেন অথবা টাকা টা কাউকে দান করেন .. দোয়েল কিনেন না।

৫| ০৬ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:১৮

নিয়ামত উল্লাহ বলেছেন: মূলত ছোট বোনের আবদার..

৬| ০৬ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:২৮

মদন বলেছেন: ডিটেইলস পাবেন এখানে Click This Link

এটি না কিনে ঐদামে একটি নেটবুক হয়ে যাবে ভালো ব্রান্ডের। সেটি কিনে দিন।

৭| ০৬ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:২৮

রাজিব বলেছেন: দোয়েলের ঐ মডেলের ল্যাপটপের দাম ২১০০ নয় বরং ২১ হাজার। এই বাজেটের কাছাকাছি আপনি Acer Aspire V5-132 নেটবুক কিনতে পারেন আর এর দাম- ২৩,৩০০। তবে সমস্যা হল ডিসপ্লে বা স্ক্রিন মাত্র ১১.৬ ইঞ্চি। আর যদি ২৬,৫০০ টাঁকা খরচ করতে তবে এইচপি, তোশিবা, আসুস বা এসারের ১৪ ইঞ্ছি ডিসপ্লে পাবেন।
আর যদি বিদেশী কোম্পানির ল্যাপটপ কেনেন তাহলে অবশ্যই আইডিবি মার্কেট থেকে অথবা চেনা কোন দোকান থেকে কিনবেন। এতে করে ওয়ারেন্টি নিয়ে ঝামেলায় পরবেন না।

৮| ০৬ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৩০

রাজিব বলেছেন: মদন ভাই যে ওয়েবসাইটের লিংক দিয়েছেন সেখানে আপনি অনেক তথ্য পাবেন। ১/২ দিন একটু কষ্ট করে সময় দিয়ে ব্রাউজ করে তারপর মনস্থির করুন। পারলে পরিচিত কয়েকজনের সঙ্গে কথা বলুন।

৯| ০৬ ই জুলাই, ২০১৪ দুপুর ১:০২

জহুরুল ইসলাম স্ট্রীম বলেছেন: দোয়েল সম্পর্কে যাঁদের নেতিবাচক ধারনা, আমি জানিনা তঁারা কেহ দোয়েল ব্যবহার করেছেন কীনা। আমি নিজে দুই বছর ধরে েদায়েল এডভান্সড মডেল-১৬১২ ব্যবহার করছি। আমি বাসায় এবং অফিসে এটাই ব্যবহার করছি।
কেহ যদি স্বল্প বাজেটে ভাল ল্যাপটপ কিনতে চায়,আমি সবার আগে এটাকেই সাজেস্ট করব।

১০| ০৬ ই জুলাই, ২০১৪ দুপুর ১:০৬

রাজিব বলেছেন: @জহুরুল ইসলাম স্ট্রীম দোয়েল নিয়ে নেতিবাচক ধারণার থেকে বড় সমস্যা হল নেটে এ সম্পর্কে তথ্যের অভাব। আপনি আপনার দোয়েল নিয়ে অভিজ্ঞতা নিয়ে একটা পোস্ট দিতে পারেন এ ব্লগে। তাহলে অনেকের উপকার হবে।

১১| ০৬ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৩৮

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: আপনি যদি বাজারের সবচেয়ে খারাপ ল্যাপটপ খোঁজেন, তাহলে এটাই সেটা, আর খোঁজার দরকার নেই।

১২| ০৬ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৫৪

জহুরুল ইসলাম স্ট্রীম বলেছেন: @রাজিব, েদায়েল সম্র্পর্কে আমার ধারনা আমি উপরে লিখেছি। এটি যারা ব্যবহার করেছেন এ সম্পর্কে তাদের খারাপ ধারনা আছে বলে আমার মনে হয় না।(তবে দু একটি ব্যিতক্রম থাকতে পারে)।
আমাদের সমস্যা হলো, আমরা সবকিছুই বিদেশী চাই,ব্র্যান্ড চাই। একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাধারণত ল্যাপটপ দিয়ে যে কাজ করে থাকেন, তার জন্য ৫০/৬০ হাজার টাকা দামের ল্যাপটপ কেনার কোন প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। এরচেয়ে একই কনফিগারেশনের স্বল্পমূল্যের দোয়েল হাজার গুণ ভালো। কিন্তু আমরা সেটা নেব না,কারণ সেটা যে দোয়েল,ডেল নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.