নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে তো বলতে পারেন মহামানবই। আমি তো অতি নগণ্য।।।।

অসংজ্ঞায়িত নিঝুম

বিষাদের বহমান করুন স্রোতধারায় গা ভাসাইয়া দেয়া ক্ষুদ্র মানব আমি।

অসংজ্ঞায়িত নিঝুম › বিস্তারিত পোস্টঃ

ধীরে ধীরে মৃত্যুর পথে

০৩ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫২





পৃথিবী তুমি বড্ড অদ্ভুত নিয়মে চলো। আমার মৃত্যুর পর আমাকে কাপুরুষ বলবে তোমার সভ্যতা। অশ্রাব্য ভাষার সংবর্ধনা। বড় বড় করে পত্রিকার হেডলাইন হবে "একটি অপমৃত্যু"। অতঃপর আমার ফেসবুকের প্রতিটি পোষ্টই ভাইরাল বনে যাবে। আহ! কি সভ্যতা। কেউবা আমার সৎকার করতে অস্বীকৃতি জানাবে। তবে আমার মৃত্যুতে মানুষ নামের অমানুষটার হৃদয় একটুও প্রকম্পিত হবেনা কিংবা চোখের কোন থেকে এক শিশির বিন্দু পরিমানও জল বের হবেনা। কি দোষে আমাকে সে এতবড় শাস্তি দিচ্ছে জানিনা। পৃথিবী তোমার বুকে তাকে নিয়ে অনেক বছর বাচতে চেয়েছিলাম। জীবনের শেষ সূর্যাস্তটাও তার হাত ধরে দেখতে চেয়েছিলাম। তার কোলে মাথা রেখেই মৃত্যুকে আলিঙ্গন করতে চেয়েছিলাম। তা আর বোধয় হলোনা। বদ্ধ ঘরে নিঃসঙ্গতাকে সঙ্গী করেই হয়তো আমার অন্তিম যাত্রা হবে। এই বুক ভরা যন্ত্রনারা আমাকে বাচতে দিচ্ছেনা। প্রতিটা মুহুর্ত অামাকে ক্যান্সারের মত একটু একটু করে শেষ করে দিচ্ছে। প্রিয়তম পত্নী তোমাকে সত্যিই আমি বড্ড ভালোবাসি। খুব ভালোবাসি। প্রচন্ড ভালোবাসি।।

ধীরে_ধীরে_মৃত্যুর_পথে_পা_বাড়াচ্ছি

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: যাক বাঁচা গেল! এটা শুধুই একটা লেখা, বাস্তব কোন বিষয় নয়।

২| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১৩

কনফুসিয়াস বলেছেন: গল্প হিসেবে প্লাস পাওয়ার যোগ্য। ভাল লাগল।

৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৪৪

রাজীব নুর বলেছেন: Only humans are stupid because, only they are intelligent!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.