নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্যাখ্যা আছে কিন্তু উদাহরন নেই এমন একজন মানুষ।

নীলাদ্রী হীমান

ভালোবেসে যে কেউ দেয় নিষ্ঠুর অপবাদ, আমি তাই ভেবে নেবে অর্বাচীনের জন্য আশীর্বাদ।

নীলাদ্রী হীমান › বিস্তারিত পোস্টঃ

পুরুষ

১৪ ই আগস্ট, ২০১৮ রাত ২:৫০

ওহে কবি,জোছনার আলোয়
দার্জিলিং শাল,কফি,আর বিড়ির ধোয়ায়
কলমের খোচে কোন সুন্দরের কাব্য লিখ।
নগরে বের হয়ে দেখ এই চাঁদের আলোয়
বহু লোক উত্তাপ খোজে,
যে জল খেয়ে তুমি কবির ভাব ধরো,
এ জল সিদ্ধ কি নিষিদ্ধ সে কথা পড়ে হবে,
নিয়ে যাও গফুর আলীর কাছে,ষ্টেশনের পাশে
খেয়ে একটু ওম হোক ওর,লোকটা নাহয় মরে যাব।
আর আমিও কবিতা মারতে মারতে নুপুংসক হয়ে যাচ্ছি,
পারলে আমায়ও উদ্ধার করো,
আমায় পুরুষ করো।
নারীতে জীবনের জন্ম দেয়া পুরুষের সংজ্ঞা
ফেলে দিয়ে আসো।
এসো মানুষ হই।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫৬

বিজন রয় বলেছেন: এটা আরো ভাল হতে পারতো। যে বিষয়টি তুলে ধরতে চেয়েছেন সেটা অবশ্য স্পষ্ট।
+++

১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১০:২৯

নীলাদ্রী হীমান বলেছেন: ধন্যবাদ। অবশ্যই ভালো হতে পারত। চেষ্টা করব আগামীতে। আসলে আমার লেখার হাত এখনো কাচা কিনা।

২| ১৪ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:২২

মিথী_মারজান বলেছেন: মানুষ হওয়াটাই তো সবচেয়ে কষ্টের নীলাদ্রী।:)
কেমন আছেন?
অনেকদিন পর এলেন।
কবিতা ভালোলেগেছে।:)

১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৩০

নীলাদ্রী হীমান বলেছেন: ভালো আছেন আপনি? হুম অনেকদিন। কবিতার ভাষাগত ত্রুটি আছে আমি জানি। তারপরো আপনার ভালো লেগেছে জেনে খুশী হলাম।

৩| ১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৯

জাহিদ অনিক বলেছেন:

কবিতা মারতে মারতে--- এটা আরেকটু ভালো ভাবে হয়ত লেখা যেত !

১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৩৬

নীলাদ্রী হীমান বলেছেন: অবশ্যই পারত কিন্তু কেন যেন এটাই লিখে তৃপ্তি পাচ্ছিলাম।সামনে থেকে ভাষার ব্যাপারে আরো সচেষ্ট হওয়ার চেষ্টা করব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.