নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্যাখ্যা আছে কিন্তু উদাহরন নেই এমন একজন মানুষ।

নীলাদ্রী হীমান

ভালোবেসে যে কেউ দেয় নিষ্ঠুর অপবাদ, আমি তাই ভেবে নেবে অর্বাচীনের জন্য আশীর্বাদ।

নীলাদ্রী হীমান › বিস্তারিত পোস্টঃ

মাংস আর মেদ

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৬

সমস্ত বিশ্ব তন্ন তন্ন করে খুজে পেয়েছি শুধু,
মাংস আর মেদ।
মাংস আর মেদ, এই নিয়ে কত মাতামাতি,কত কোলাহল, বিচিত্র বিস্তার।
সমস্ত সংসার জূড়ে , মন্দির ,মসজিদ , গির্জায় শুনি মেদ মাংসের গুন,
মেদ ঝেড়ে, মেদ বেড়ে, বাড়ে রমনীর সৌন্দর্য দ্বিগুণ ।
সুডৌল উন্নত বুক, ছিপছাপ দেহ,
কি বিষন্ন দুঃখবোধ রমনীর মনে,
তাই নিয়ে ভাবছে না কেহ।
সমস্থ সহর জূড়ে তাই, মেদ মাংসের কী দুর্লভ প্রদর্শনী
সুপুরুষ ভালোবাসে চোখ,
কাপুরুষ ভালবাসে , মাংস আর মেদ, উজ্জ্বল তক
প্রেয়সীর লীলাভূমি।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২০

রাজীব নুর বলেছেন: সুন্দর।

২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪৭

মোঃ ফখরুল ইসলাম ফখরুল বলেছেন: :-/ আহ্ ভাল

৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৮

নীলাদ্রী হীমান বলেছেন: অনেক ধন্যবাদ দুজনকেই। :)

৪| ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ৮:১৫

মিথী_মারজান বলেছেন: নীলাদ্রী!
আপনার হাতে মোট কতটা নীলপদ্ম গুণে দ্যাখেন তো!
আপনাকে তো আমার বিশ্ব সংসার তন্ন তন্ন করে নীলপদ্ম খোঁজা মেন্টালিটির মানুষ বলে সবসময় মনেহয় তবে আজকে দেখলাম আপনি সত্যিকার অর্থেই একজন কাব্যিক মানুষ।
এই লেখাটা পড়ে আপনার প্রতি শ্রদ্ধা বেড়ে গেল আরো কয়েক গুণ।
মেয়েদেরকে মানুষ ভাবতে পারা ছেলেদেরকে আমি মনেপ্রাণে খুব শ্রদ্ধা করি।:)

০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১:৫৩

নীলাদ্রী হীমান বলেছেন: নীলপদ্ম খুজি নি কখনো। আর আমার কাছে মানুষ মাত্রই মানুষ। মেয়ে মানুষ,ছেলে মানুষ, কিংবা যাদের আমরা মানুষ বলি না সেই মানুষ। মানুষ শব্দটাই আমার কাছে খুব আন্তরিক, আর খুব আবেগের। আমার পরিচয় আমি একজন মানুষ। আর আপনি যে সম্মানে আমাকে শ্রদ্ধা করলেন, সেই সম্মানটার পুরোপুরি দাবীদার আপনিও। কারণ শ্রদ্ধার উৎপত্তি বোধ থেকে, আর একজন উন্নত বোধসমন্ন মানুষকে আমিও যে শ্রদ্ধা করতে বাধ্য। তবে সব কথার শেষ কথা, আপনি কিন্তু একজন মানুষ। সবাই না।সবাই হতে পারে না। হা হা হা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.