নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্যাখ্যা আছে কিন্তু উদাহরন নেই এমন একজন মানুষ।

নীলাদ্রী হীমান

ভালোবেসে যে কেউ দেয় নিষ্ঠুর অপবাদ, আমি তাই ভেবে নেবে অর্বাচীনের জন্য আশীর্বাদ।

নীলাদ্রী হীমান › বিস্তারিত পোস্টঃ

নির্দিষ্ট নিয়তি

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪০

নিয়তির নির্দিষ্ট খেলায় কেউ কেউ নিঃস্ব হয়,
কেউ কেউ অঢেল ঐশ্বর্য কাধে বয়ে নিয়ে,
কেউ কাদে,কেউ হাসে দু:খ বুকে নিয়ে,
কেউ বাচে,কেউ চায় বাচার আরেকটু সময়।
নিয়তির নির্দিষ্ট খেলায় কেউ তুষ্ট হয়,
কারো হয় আমূল বিক্ষোভ
কেউ অতিসাধারণ লোক, যা হয় তাই মেনে নিয়ে
কেউ কেউ খুব সুখী হয়, কারো কারো অপার দু:খভোগ।
নিয়তির নির্মমতায় অপার দু:খ বুকে নিয়ে কেউ কেউ হয় ঈশ্বরবিদ্বেষী,
কেউ বা হয়তো দুবেলা দুমোঠ খায়,তবু ঈশ্বর, তোমাকেই ভালোবাসি।
সমস্ত আয়োজন করে,ভালোবাসা উন্মুক্ত করে কেউ কেউ পায় না হৃদয়,
কেউ কেউ পেয়ে যায় খুব সহজেই,
বাসের দীর্ঘ সারি, দীর্ঘ অপেক্ষায় কেউ কেউ পায় না একটা বসার সিট,
কেউ কেউ পেয়ে যায়, বাসের জন্য সামান্য হাত বাড়াতেই।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫০

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: নিয়তি তবু থাকবেই। অহংকার জড়িয়ে রবে নিয়তির সাথে। বাস্তবতা যখন বলবে ন্যায্য বিচারের দিনে ভালবাসার মূল্য নেই কোনো,নিয়তির তখব বিজয়ের সম্মানে ভূষিত হবে।

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৯

নীলাদ্রী হীমান বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৭

খায়রুল আহসান বলেছেন: নিয়তিকে অস্বীকার করার উপায় নেই, তবে নিয়তির উপর সবকিছু ছেড়ে দিয়ে চুপচাপ বসে থাকলেও চলবেনা। শ্রম দিয়ে, নিষ্ঠা দিয়ে অনেক সময় নিয়তিকেও জয় করা যায়।

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৪

নীলাদ্রী হীমান বলেছেন: পরম সত্য বলতে কিছু নেই। কবিতাটাও আপেক্ষিক। ধন্যবাদ।

৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৫

রাজীব নুর বলেছেন: নিয়তি
আসলে নিয়তিতে মন্দ কথা বলতে হয় না। নিয়তি তো ঈশ্বর।

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৬

নীলাদ্রী হীমান বলেছেন: নিয়তি ঈশ্বর, আবার আপনি আমিও কিন্তু ঈশ্বর এর একটা অংশ। আপনি আমি, আমরাও একেকটা নিয়তি।

৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১৭

মিথী_মারজান বলেছেন: বাহ্!
ভাবনাগুলো সুন্দর করে সাজিয়েছেন নীলাদ্রী।
২নং কমেন্টে জনাব খায়রুল আহসান সাহেবের সাথে আমি সম্পূর্ণ একমত।
তবে নিয়তির কিছু কিছু ক্ষেত্র যেখানে কারোর কিছু করার নেই, যেমন আমার জন্ম, আমার দেশ, আমার পরিবার এসব নিয়ে সৃষ্টিকর্তার কাছে আমি সবসময় কৃতজ্ঞ।
নিয়তিতে আমার খুব বিশ্বাস।
চেষ্টা করারর পরও যা অর্জন করতে পারিনা, তখন সেটাকে নিয়তি ভেবে সান্ত্বনা পাই।:)

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৮

নীলাদ্রী হীমান বলেছেন: ম্যাডাম কবিতায় যা লেখা হয় তাই কিন্তু বলা হয় না , কিছু দুঃখ কিছু ব্যাঙ্গ,আক্ষেপ পরিহাস কিছু না বলা। মোটের উপড়ই তো কবিতা। আবার কবিতা পড়তে এলেন দেখে ভালো লাগল। কেমন আছেন আপনি?

৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

ফারিহা হোসেন প্রভা বলেছেন: নিয়তিতে বিশ্বাসী আমি।
নিয়তি আসলেই ওপরওয়ালার হাতে।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৩

নীলাদ্রী হীমান বলেছেন: সম্পূর্ণটা নয় যেভাবে আমরা ভাবি, আবার অনেক কিছুই ভাবি না যেভাবে ভাবা উচিত । ভাবনার ফাদটা কিন্তু বেশ জটিল।

৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:০৫

নজসু বলেছেন: সত্যিরে ভাই নিয়তির কাছে মানুষ অসহায়।
ভাগ্যের উপরই আমাদের নির্ভর করতে হয়।
তবে একটা কথা ঠিক অনেক সময় প্রচেষ্টা, পরিশ্রম আমাদের ভাগ্যকে বদলে দেয়।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৪

নীলাদ্রী হীমান বলেছেন: সব নিয়তিকেই যে নির্দিষ্ট হতে হবে তা কিন্তু নয়, আবার কোনটাই হয়তো বা নির্দিষ্ট নয়, হয়তবা সবকিছুই।

৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০২

ইউসুফ হাওলাদার শাওন বলেছেন: জ্বি ভাই নিয়তিকে স্বীকার করতে হয়, অস্বীকার করা যায়ন
তবে সবকিছু নিয়তির বল্লে হবে না যে কোনকিছুতে কষ্ট, শ্রম ও চেষ্টা করতে হবে একনিষ্ঠ ভাবে তারপরে যদি না হয়
বা হয় সেটাই নিয়তি এই দিকটাও আমাদের দেখতে হবে বলে মনে করি।
অনেক সুন্দর লিখেছেন আপনি

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫৬

নীলাদ্রী হীমান বলেছেন: ধন্যবাদ আপনাকে :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.