নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনুসূর্যকে লেখা রূপকথা

নির্ঝর নৈঃশব্দ্য

অনুসূর্যকে লেখা রূপকথা

নির্ঝর নৈঃশব্দ্য › বিস্তারিত পোস্টঃ

প্রিয়তম গান ও অমৃতের ছুরি

২৮ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

যে আছো প্রিয়তম গান, আসো পতঙ্গের নামে। পতঙ্গ অমৃতের ছুরি মেলে শুয়েছিলো আমৃত্যু তৃষ্ণায়। পতঙ্গ বুকের ভিতর থই থই আগুন নিয়ে উড়ছে তোমার পদতল ঘিরে। ডুবে যাচ্ছে চন্দ্রপৃষ্ঠ থেকে পৃথিবীর আলো। চাঁদের শরীরে এখনো জেগে আছে কতিপয় গভীর ক্ষত অন্ধকারের নিঝুম গন্ধ বুকে ধরে। আর প্রতিরাতে আকাশের গাছ থেকে তোমার একফালি বারান্দায় ঝরে পড়ে দুইহাজার তারা, তুমি ঝাঁট দিয়ে ফেলে দাও তারাদের। তোমার ঘরের দেয়ালে কাঁপে বিপরীত দেয়ালের ছায়া। পিঁপড়ার সারি মেঝে থেকে সিলিং-এর দিকে আঁকে জ্যামিতি বইয়ের নয় নম্বর উপপাদ্য। আমাদের মুখোমুখি যাপন, আর গোলটেবিল বৈঠক শেষ হওয়ার আগেই তোমার খাটের তলায় সারি সারি বোতলে বন্দী সমুদ্রবৃন্দ কেঁপে ওঠে স্বরচিত শৃঙ্গার ও উৎসের বেদনায়। তুমি সমুদ্রকেও বন্দী করে রাখতে পারো এক লহমায়। তোমার ঘর ভেঙে সকল আয়না গড়িয়ে চলে গেছে বনের ধারে, নদী হয়ে গেছে। তুমি নদী তীরে বসে থাকো, নিজের মুখ খোঁজো জলের পরতে। আর স্রোতের টানে জল ভেঙে ভেঙে যায় দিগন্তের দিকে। তোমার দুহাতের ভাঁজে উদ্গত হয় দোলনচাঁপার তেরোশো একর পাহাড়ি বাগান।

হাওয়া দুলে ওঠে। দূরে পাহাড়ের ওপার থেকে উড়ে আসে বাণী ও বীণার মিছিল সকল। উদ্ভিদ সব ফিরে যায় বিলম্বিত লয়ে বৃন্দাবনীর দিকে। আমার আঙুলেরা উদ্ভিদ হয়ে যায়। নিমের ছায়ার তলে গেঁথে রাখি আমার ক্লান্তিশেষের যতো আছে কবিতা ও গান। হাওয়া দুলে, ঘরখানি দুলে হাওয়ায়, তুমি দুলে ওঠো আমার চোখের ভিতর, আমার বুকের ভিতর দুরারোগ্য জ্বর সোনালি অসুখের দেশ হয়ে যায়। সিঁথির ভাঁজে চকচক করে তোমার মাথার তালু। ওখানে লেগে যায় আমার গাঢ়তর নিশ্বাসের দাগ। নিশ্বাসের ভিতর আমার লক্ষ লক্ষ চুম্বন মাতৃহীন হয়ে উড়ে বেড়ায়। তুমি বুঝতে পারো। সবকিছু স্মৃতি হয়ে যায়। আর আমার আঙুলের অরণ্য কাঁপে তীব্র লাল যাতনায়।

ওগো গান, অন্ধকারের চিরামরাময় স্মৃতি তোমার নখের ভাঁজে এখনো ধান ও যবের নির্যাস হয়ে বেঁচে আছে আমার চোখের ঘ্রাণ নিয়ে। আর সব হুহুপাখি হয়ে গেছে। হাহাকারের কেনো ডানা থাকে না, বলো। আমি ফুলের পাশ দিয়ে হেঁটে গিয়ে দাঁড়াচ্ছি চোখের বাজারে। মানুষ, পশু আর পাখির চোখ বিক্রি হচ্ছে রোদচশমার বিনিময়ে। আমার শার্ট আর প্যান্টের সাতটা পকেট, পকেটভর্তি করে নিয়ে এসেছি রোদচশমা। সিনেমাহলের গেট থেকে কিনেছিলাম পনেরো বছর আগে। এখন কাজে লেগে গেলো। মানুষের চোখে এখন সেই দিঘিটলটলে ছায়াছবি নেই আর। তাই কিনে নিলাম একজোড়া হরিণের চোখ, কিনে নিলাম একজোড়া কাকের চোখ। আমার চোখের কোঠরে জ্বলছে হাজার বছরের রাত্রি।

তোমাকে খুঁজে পাচ্ছি না, গান। আমি কাকের চোখ দুচোখের কোঠরে বসিয়ে তোমাকে খুঁজতে বের হচ্ছি প্রতিদিন পৃথিবীর সকল ব্রিজের নিচে, ক্যাকটাসের জঙ্গলে, মানুষের ক্লান্তির ভিতর। আর অজানিত কোনো হরবোলার কণ্ঠের ভিতর।

মন্তব্য ১৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

হাবিব বলেছেন: ছবিটা বুঝা কঠিন হয়ে যাচ্ছে..........

২৮ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: ছবি ও কবিতা বোঝার জিনিশ নয়। উপলব্ধির জিনিশ। ধন্যবাদ স্যার। আপনার মঙ্গল হোক।

২| ২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:০২

আর্কিওপটেরিক্স বলেছেন: ছবি ও লেখা = গভীর ভাবনা

২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:২৫

নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: আপনাকে ধন্যবাদ

৩| ২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:০২

বলেছেন: অনবদ্য প্রকাশ

২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:২৫

নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: ধন্যবাদ

৪| ২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:১৮

রাজীব নুর বলেছেন: ছবিটা নিয়ে দুই এক লাইন বলুন---
বেশ কিছুক্ষন ছবিটার দিকে তাকিয়ে থেকে কিছু উদ্ধার করতে পারিনি।

২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:২৪

নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: এটা চুমো খাওয়ার ছবি। ভালো করে দেখুন।

৫| ২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৫০

সুলতানা শিরীন সাজি বলেছেন: শেষ তিন লাইনে এসে নিজের গলার মধ্যে আটকে যাওয়া কিছু টের পেলাম।
অনবদ্য নৈঃশব্দ্য।
শুভেচ্ছা নিরন্তর।

০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৩১

নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: ধন্যবাদ, সাজি

৬| ০১ লা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০২

হাসান মাহবুব বলেছেন: পিনিক পিনিক লাগে। মনে হয় চারিপাশে মেঘ জমে আছে। আর আমি খুব স্যাঁতস্যাঁতে।

০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৩২

নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: হ

৭| ০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৫৬

আহমেদ জী এস বলেছেন: নির্ঝর নৈঃশব্দ্য,




এখন প্রিয়তম গানেরা আর আসেনা নৈঃশব্দ্যের নির্ঝরতা ছড়িয়ে। অমৃতের ছুরি দিয়ে হৃদয়টাকে মাখনের মতো করে কাটার দিনগুলো পার হয়ে গেছে সেই কবে! শুধু, আঙুলে উঠে আসে হরবোলা দিনের ক্লান্তি...............


সুন্দর লেখা।

০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৩৬

নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: ধন্যবাদ

৮| ০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫০

অব্যক্ত কাব্য বলেছেন: ভালো লাগা জানবেন।ফেবুতে কি নির্ঝর চৌুধুরী নিকে আছেন?

০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৩৫

নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: আপনাকে ধন্যবাদ। না, ফেসবুকে আমার কোনো পার্সোনাল আইডি নাই। একটা পেইজ আছে : https://www.facebook.com/nirzharnoishabdya/

৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৩৪

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: ক্ল্যাসিক!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.