নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মুহাম্মদ নাসিরুল ইসলাম রনি, জন্ম- যশোর, পৈত্রিক নিবাস- ঝিনাইদহ। পড়ালেখা করছি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। ঠিকানা- https://www.facebook.com/nasirul.rony

এন ইসলাম রনি

এন ইসলাম রনি › বিস্তারিত পোস্টঃ

বাহান্ন কাঠের আলমারি

১৭ ই মে, ২০২০ রাত ১০:৩৯

৬১।
একমাত্র স্রষ্টা ছাড়া তাঁর সৃষ্টি জগতে কারো কোন কালে স্বাধীনতা ছিলো না। আর এখন তাঁরও স্বাধীনতা নেই।

৬২।
মানুষ হচ্ছে মুখোশসর্বস্ব প্রাণী।

৬৩।
মানুষ কে জানতে যাওয়া উচিত নয়। মানুষের ক্ষুদ্রতা জেনে গেলে সম্পর্ক বলে কিছু থাকে না।

৬৪।
মানুষের সম্পর্কে অনেস্ট মন্তব্য যদি করা হতো তবে সম্পর্ক এই শব্দটির অস্তিত্ব ই বিলীন হয়ে যেতো।

৬৫।
শূন্যতা একটা পাথর, যে পাথরের ভর বিশ্বব্রহ্মান্ডের সমস্ত ভরের সমান।

৬৬।
অসুখ সুখের বিপরীত শব্দ নয়, বিপরীত শব্দের কারণ ও নয়। দুঃখ সম্পূর্ণ অন্য জিনিস, কারণ খুঁজলে একমাত্র অকারণ ই তার সাথে যায়!

৬৭।
বাস্তবতা অতর্কিত জলোচ্ছ্বাসের মতো। ভেসে যাওয়ার কোন শেষ নেই।

৬৮।
যদি কেউ না খোঁজে তবে আপনি কোন ভাবেই নিখোঁজ হতে পারবেন না, কোন ভাবে মৃত ও নয়!

৬৯।
হারানো বন্ধু -বন্ধুর মতো, কিন্তু কখনো আর সে বন্ধু নয়।

৭০।
"বিনয়" চতুর সুবিধাবাদীদের একটা পোশাক।

৭১।
অশ্রু ও আনলিমিটেড নয়! অশ্রু ফুরিয়ে গেলে কাঁদা যায় না, চোখ কেও রিচার্জ করার সময় দিতে হয়!

৭২।
মানুষ কে ধারাবাহিক সেবা/শ্রম/অর্থ বা ভালোবাসা দিলে মানুষ সেটা কে নিজের পাওনা হিসাবে ধরে নেয়। মানুষের কৃতজ্ঞতা বোধ অন্যসব পশু থেকে নিচে।

৭৩।
নির্মোহ মানুষ আর জড় বস্তুর ভেতর পার্থক্য শুধু ভৌত গঠনে। মানুষ কখনো নির্মোহ নয়।

৭৪।
মোহ কেটে গেলে পড়ে থাকে মায়া, হয়তো মায়াও নয় শুধু একটা অভ্যাস।

৭৫।
কবিতার সব ভুল। কবিতায় ভুল বলে কিছু নেই।





মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০২০ রাত ১০:৪৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চমৎকার লিখেছেন। অনেক ভাবনার খোরাক আছে।

২| ১৮ ই মে, ২০২০ রাত ১২:৩১

রাজীব নুর বলেছেন: সুন্দর কথা। বাস্তব কথা।

৩| ১৮ ই মে, ২০২০ ভোর ৪:০৭

নেওয়াজ আলি বলেছেন: বেশ । ভালোবাসা ও শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.