নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মুহাম্মদ নাসিরুল ইসলাম রনি, জন্ম- যশোর, পৈত্রিক নিবাস- ঝিনাইদহ। পড়ালেখা করছি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। ঠিকানা- https://www.facebook.com/nasirul.rony

এন ইসলাম রনি

এন ইসলাম রনি › বিস্তারিত পোস্টঃ

অবিন্যাস্ত অনুকাব্য- ৫৬

০৪ ঠা আগস্ট, ২০২১ রাত ১:২৩

১।
বৃষ্টি এলেই ভেঙে যায় মেঘের বিন্যাস
মুছে যায় জলের সব ছবি,
বৃষ্টি এলেই ঝাঁপসা চরাচর
ভুলতে থাকা সময় অতঃপর..


২।
ঘুমের ভেতর বৃষ্টির শব্দ শুনি,
দিনের ছায়ায় দুলতে থাকে-
ঘোলা নদীর বুক পেরোনো ঘাস,
সবখানেতে রাত নেমে যায় এমনই পরিহাস!


৩।
সন্ধ্যায় হঠাৎ বৃষ্টি এসে ছিলো,
বৃষ্টি দেখব বলে আমি গেলাম দোতলার বারান্দায়
বৃষ্টি কোথায়?! অন্ধ দুটি চোখ
ফিরে যাচ্ছি ঘরে মরুভূমি পায়।।


৪।
কোলাহল থেকে দূরে
তবু বন্ধ ঘরেও সঙ্গী পিছুটান,
দরজা নাড়ে বছর শেষের হাওয়া
বিষণ্ণতাই তোমার অপর নাম।


৫।
বুকের মধ্যে ডানা ঝাঁপটায় যে পাখি
পালক সব ছিঁড়ে নিতে ইচ্ছে করে তার,
বুকের মধ্যে পাগল করা ডানার শব্দ
সন্ধ্যার বারান্দাটা ভীষণ অন্ধকার।


৬।
ধূসর মেঘের দিন
নীরবতা এই নগরের পাড়াগাঁয়
বাতাসে ঝড়ের খবর
চোখ নিঃশব্দ বৃষ্টির অপেক্ষায়.....


৭।
বুকের আকাশে আমি সব নক্ষত্র নিভিয়ে বসে আছি
এ নিখূঁত অন্ধকারে
যদি বার হয় সুখের মিছিল
বেনামী সন্ন্যাসে...


৮।
না, তোমাকে ছাড়া চলছে না
তোমাকে ফেরানো দরকার বুকের জানালা খুলে,
তুমি এসো তীব্র হুলুস্থুলে।




মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০২১ ভোর ৪:০৪

চাঁদগাজী বলেছেন:


কেন এসব পদ্য আসে মনে?

২| ০৪ ঠা আগস্ট, ২০২১ ভোর ৬:২২

খোলা জানালা। বলেছেন: বেশ ভালো হচ্ছে। চালিয়ে যান। শুভকামনা রইলো।

৩| ০৪ ঠা আগস্ট, ২০২১ সকাল ৮:৫৭

খায়রুল আহসান বলেছেন: প্রথম আর শেষ দুটো স্তবকই কিছুটা ভালো হয়েছে। বাকিগুলোর মধ্যে কয়েকটার সম্পাদনা দরকার।

"ফিরে যাচ্ছি ঘরে মরুভূমি পায়" - এ কথাটার মর্মোদ্ধার করতে পারলাম না। 'মরুভূমি পায়' বলতে ঠিক কী বুঝিয়েছেন?

'নিখূঁত' এর শুদ্ধ বানান 'নিখুঁত' হবে।

৪| ০৪ ঠা আগস্ট, ২০২১ দুপুর ১২:১১

বৃষ্টি'র জল বলেছেন: ৪,৭ এবং ৮ বেশি ই ভাল লাগল। চালিয়ে যান, শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.