নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দমালা

চারপাশের বাতিগুলো নিভে আসছে

শব্দঋষির বর্ণমালা

আমি নিসর্গ , মেডিকেল স্টুডেন্ট , সেই সাথে হাবিজাবি লেখি। নিজের সম্পর্কে বলার আসলে কিছু নাই, কোনকিছুই অসাধারণ না আমার। এই সাধারণত্বে আমি খুশী\n\nফেসবুকেআমার বন্ধুতালিকায় যুক্ত হলে ভাল লাগবে \nফেসবুক : NISORGO OMI

শব্দঋষির বর্ণমালা › বিস্তারিত পোস্টঃ

অপেক্ষায় দেবতার

১০ ই অক্টোবর, ২০১৫ রাত ২:৪৬

গত জন্মের কোন এক বজ্র জ্বলা রাতে প্রনয় হয়েছিল তাদের

প্রেমের দেবী আফ্রোদিতি নেমে এসেছিল,
তাদের হৃদয়ে রূপকথার সিঁড়ি বেয়ে
দেবতার প্রতিক্ষায়প্রহর গুনেছিল কিশোরী দীর্ঘ ষোল বসন্ত

হঠাৎ দেবতা এসে দাঁড়ালেন কিশোরীর চৌকাঠে ,
ঘনকালো এক অমাবস্যার রাতে
আলো হয়ে উঠেছিল কিশোরীর কুঁড়েঘর
লাজুক কিশোরী হয়ে উঠেছিল শুন্য তার প্রান্তর
হাতে এক মুঠো জোনাক ছড়িয়ে দিলেন নগ্ন সেই প্রান্তরে...
দেবতার লাঙ্গল চষে বেড়াল কিশোরীর জমিন,
লাঙ্গলের ফলায় লেগে থাকা লাল সব রঙ : ছাইপাশ সব...

সারারাত নিষ্পেষিত হল জমিন ইস্পাত কঠিন নিষ্ঠুর লাঙ্গলে

দূরে জ্বলছিল মোমের রোশনাই
বাতাস ভারী হয়ে উঠেছিল হঠাৎ পোড়া বারুদের ঘ্রানে...
মেঘের মত গর্জন করে এক সময় নামল বৃষ্টি, মুষুলধারে,
নোনতা জল ধুয়ে দিল কিশোরীর জমিন খোড়া সেই লাল রঙ,
ধুয়ে দিল দেবতা প্রেমের সব কথকতা
কিশোরীর ভালবাসার মরা জমিকে জাগিয়ে তুলল
হয়ত প্রথমবার
কিন্তু আজীবনের জন্য দেব লাঙ্গলে আটকা পড়ে গেল তার সবটুকু

দেবতা হারিয়ে গেলেন
ঝড়ের মতই উধাও হয়ে গেলেন, যেভাবে তিনি এসেছিলেন

দেবতার লাঙ্গল চষে বেড়ানো সেই জমিন আছে,
দেবতা কোথায় যেন হারিয়ে গেছেন,
অন্য কোন কিশোরীর খোঁজে
অন্য কোন জমিনের ভাজে



যে মাটিতে বীজ ফেলে চারা গজায়,
বেড়ে ওঠে ভালবাসার গাছ



কিশোরী তবুও অপেক্ষা করে
অন্য কোন অজানা দেবতার
তার রিক্ত এ জমিন সিক্ত করবেন যিনি,
যার বজ্র লাঙ্গলে ছিন্ন ভিন্ন হতে চাওয়ার আশায় প্রহর গোনে সে জমিন,
বারেবারে,
ক্ষণেক্ষণে
মেঘের অপেক্ষা করে

লাঙল ফলার খুঁড়ে আনা জলে প্রান পেতে চায় সে,
দেবতা
দেখা দাও...

মন্তব্য ৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০১৫ ভোর ৫:৪২

নাবিক সিনবাদ বলেছেন: ভালো লাগলো খুব, ধন্যবাদ।

২| ১০ ই অক্টোবর, ২০১৫ সকাল ৭:৩৭

শব্দঋষির বর্ণমালা বলেছেন: ধন্যবাদ :)

৩| ১০ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:২৬

আংশিক ভগ্নাংশ জামান বলেছেন: ভালো হয়েছে।

৪| ১০ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:০০

সুমন কর বলেছেন: ভালো লাগা রইলো। +।

৫| ১০ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০৬

জেন রসি বলেছেন: কবিতায় মিথ এবং কামনার চমৎকার সমন্বয় ঘটেছে।

++

৬| ১০ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৫৯

হাসান আল-আমিন বলেছেন: বাপরে ! অস্থির অমি ভাই ।

৭| ১১ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:২৯

মানুষ বলেছেন: আস্তাগফিরু্ল্লাহ!

৮| ১১ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.