নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এক অপ্রকাশিত সত্য...

নিত্যন চক্রবর্তী।

আমার আমিকে খুঁজে ফিরি, নদী-সমুদ্র-গিরি ।

নিত্যন চক্রবর্তী। › বিস্তারিত পোস্টঃ

ফিরব সেই সোনালী দিনে।

২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:১৩

মনটা সত্যি কাঁদছিল ভীষন,
জানিনা কিসের হারানোর বেদনা।
হৃদপিন্ডের প্রকোষ্ঠ গুলো খুঁজছে,
আজ তোদের ফিরে পাওয়ার স্বান্তনা।।

আজো হাতড়িয়ে বেড়াই,
৭-১১ র সময়টা।
মিস করি সেই সময়ের,
দুস্টুমি আর আড্ডাটা।

খেতাম চুরি করে,বন্ধু তোদের টিফিনটা,
কখনোবা তুলে দিতাম আমার পাতের খাবারটা।
এক খানা রুটি আধখানা করে খেতাম,
আহা! কত সুন্দর ছিল আমাদের সেই ভালবাসার সময়টা।

ক্লাসের পড়া শিখতাম না,
যখন থাকতো নাকো মুড।
স্যারটা তখন বেত্রাঘাতে,
হতেন খুবি রুড।

স্কুল পালানোর সময়টা আজ মিস করছি খুব,
এক জোট হয়ে ক্লাসটা ফাঁকি,
ক্যাপ্টেন শালা বিচার দিবে,
ওর মারটা থাকুক কালকের জন্য বাকি।

মাঝে মাঝে খেতাম সবাই,
মেয়েদের রুপের ঝলকানি।
আবেগ টাকে প্রেম ভেবে,
মার খেয়েছে কত জন-ই।

রাতটা আজ নির্ঘুম যাবে,
ভাসছে চোখে হারানো দিনগুলোর ছবি।
স্মৃতি গুলো আঁকব ফ্রেমে,
আমরাই সেই ছবির কবি।

ফিরেছি আমরা আজি এই পড়ন্ত বিকেলে,
করব পুরনো স্মৃতিচারণ।
হারাবো আজ সেই সোনালী দিনে,
মানবো না আজ কোন বাঁধা থাকুক নাকো শত বারণ।

ফিরবে আবার সময় গুলো,
আমাদের এই মিলন মেলায়।
ভাসব আজ কাঁদব সুখে,
কল্পনার সেই স্বপ্নের ভেলায়।।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩৮

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১২

নিত্যন চক্রবর্তী। বলেছেন: ধন্যবাদ

২| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৪৮

জাফর আহম্‌মদ বলেছেন: মন্তব্য করার কোন ভাষা আমার জানা নেই,
অনেক অনেক শুভকামনা ও ভালবাসা রইলো দোস্ত।

১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১২

নিত্যন চক্রবর্তী। বলেছেন: ধন্যবাদ.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.