নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এক অপ্রকাশিত সত্য...

নিত্যন চক্রবর্তী।

আমার আমিকে খুঁজে ফিরি, নদী-সমুদ্র-গিরি ।

নিত্যন চক্রবর্তী। › বিস্তারিত পোস্টঃ

কাল ভোর হবে।

২১ শে নভেম্বর, ২০১৮ রাত ৩:৪৭


কাল ভোর হবে,
শীতের স্নিগ্ধ ভেজা কুয়াশার আঁচড় সবুজ ঘাসের উপর পড়বে।
তুমি পা ভেজাবে।
আর আমি তোমার হেঁটে চলা ভেজা পায়ের ছাপে হাত বোলাব।

কাল ভোর হবে,
প্রকৃতির নিয়ম মেনে সূর্য্যি মামা জাগবে।
খেজুরের পত্রপল্লবের ফাঁকে সূর্যের কিরণ,
তোমায় আহ্বান জানাবে।

কাল ভোর হবে,
খেজুরের রসের হরেক রকম পিঠার পসরা সাজাবে।
তুমি ক্লান্তিহীন অপেক্ষায় মত্ত,
কারো আসার আকুলতা তোমায় গ্রাস করবে।

কাল ভোর হবে,
বসন্তের কোকিল হয়তো দিক ভুলে যাবে।
এই কনকনে শীতে তোমার একাকিত্বের সঙ্গী হতে,
তোমায় আহ্বান জানাবে।

কাল ভোর হবে,
সবাই হাসবে, খেলবে , গাইবে।
হয়তো আমার ভোর হবে না।
তোমার মৌনতার যন্ত্রণায়,
আমি হারাব এই অমাবস্যার আবছা আলোয়,
আমি হারাব, আমি হারাব, সুদূর নীল দিগন্তে।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০১৮ রাত ৩:৫৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কাল ভোর হবে,
সবাই হাসবে, খেলবে , গাইবে।
হয়তো আমার ভোর হবে না।

................................................................
হবে হবে হবে
অন্ধকার এরপর ভোরের আলো আসবেই ।

২১ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৩

নিত্যন চক্রবর্তী। বলেছেন: আমিও চাই অমানিশা কাটুক, ভোর হোক।

২| ২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৫

খায়রুল আহসান বলেছেন: আঁধার কাটুক, অরুণোদয় হোক, আপনারও, তারও জীবনে!

২১ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৪

নিত্যন চক্রবর্তী। বলেছেন: দোয়া করবেন।

৩| ২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩৩

রাজীব নুর বলেছেন: পড়ন্ত বিকেলের রক্তিম গোধূলিতে দু'হাতে আমার

হাত চেঁপে ধরে গভীর আবেগে বলেছিলে,

কাকে তুমি বেশী ভালবাস,

কবিতা না আমাকে ?

২১ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৫

নিত্যন চক্রবর্তী। বলেছেন: দুইটাই তো একীভূত স্বত্বা আলাদা করি কীভাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.