নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

মো: নিজাম গাজী

আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।

মো: নিজাম গাজী › বিস্তারিত পোস্টঃ

বিশ্বাসী কবি

০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৬

আমি বিশ্বাসী কবি,আমার যে আছে বিশ্বাস,
আমার কবিতায় একদিন যে পাবে আশ্বাস ।
আমি বিশ্বাসী কবি,আমার যে আছে অন্ত,
আমি যে হব সেই দিন শান্ত,
যেদিন আমার কবিতা হবে অফুরান্ত ।
কবিতা প্রকাশ করতে পারিনি আমি গরীব বলে,
তাইতো আজ আমার হৃদয়ে আগুন জ্বলে ।
বিশ্বাস আমার আছে বলেই আমি বিশ্বাসী কবি ।
আমি নিজেই নিজেকে দিয়েছি যে উপাধি ।
সব বাধা বিপত্তি পারাব আমি,
রক্ষা করবেন বিধাতা!
মরে গেলেও বিশ্বাস থাকবে,
কাদবেনা মোর পরমাত্তা ।
কোন কাজে গেলে থাকেনা আলো,
থাকে শুধু আধার!
তবুও হার,হবেনা যে আমার ।
বিশ্বের কবি যদি হতে পারে সেক্সপীয়র,হতে পারে রবী,
আমার বিশ্বাস আমিও যে একদিন হব বিশ্বের কবি ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: বিশ্বাসে মিলায় বস্তু -------- সফল হোন জীবনের সব ক্ষেত্রে

০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:২৬

মো: নিজাম গাজী বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে । ভালো থাকুন নিরবধি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.