নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

মো: নিজাম গাজী

আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।

মো: নিজাম গাজী › বিস্তারিত পোস্টঃ

কবিতা নয়,সত্যি বলছি

০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩২

এটি কবিতা নয়,আমি সত্যি বলছি,
অসুস্থতায় আমি খুব জ্বলছি ।
মরনরোগ আমার জীবনে বাসা বেধেছে,
মৃত্যুচক্র বুঝি সে একে ফেলেছে ।
এটি কবিতা নয়,আমি সত্যি বলছি,
রোগযুক্ত জীবনকে আমি বারবার ধীক্কার দিচ্ছি ।
আর হবেনা লেখালেখি আর হবেনা যোগাযোগ,
ঐ দূর আকাশে মরনপাখি,বেড়ে গেছে মোর দূর্ভোগ ।
সারা রাত কষ্ট করে অনিদ্রায় থাকি আমি,
আমায় কী রোগ ক্ষমা করবে না তুমি?
এটি কবিতা নয়,আমি সত্যি বলছি,
অসুস্থতায় আমি আমার জীবনটা ধেয়ে ফেলছি ।
আর কোনো কবিতা লিখবো না,আর আসবো না আমি নেটে,
রোগ আমার জীবনটা একেবারে খেয়ে ফেলছে চেটে ।
এটি কবিতা নয়,আমি সত্যি বলছি,
আমার আরো শতশত কবিতা আছে,সত্যি বলছি ।
তোমাদের সকলের কথা আমার স্মরন পড়বে বারবার,
আমি চলে যাচ্ছি,ফিরে আসিবো না আর ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.