নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

মো: নিজাম গাজী

আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।

মো: নিজাম গাজী › বিস্তারিত পোস্টঃ

নিয়োগ বিজ্ঞপ্তির নামে হঠকারীতা

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১০

আমাদের দেশে এক শ্রেনীর দুষ্কৃতিকারী চক্র ভূয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে থাকে । আর এর বেশীরভাগ শিকার হয় গরীব ও অসহায় এসএসসি এবং এইচএসসি পাশ ছেলে মেয়েরা । এই হঠকারীতামূলক ভূয়া নিয়োগ বিজ্ঞপ্তির ভিতর থেকে সঠীক নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজে বের করা অনেক কষ্টসাধ্য ব্যাপার । ফলে চাকরি প্রত্যাশী সকলে পড়ে চরম বিপাকে । অনেকে সঠীক নিয়োগ বিজ্ঞপ্তিতে ও আবেদন করতে ভয় পায় । এই ভূয়া নিয়োগ বিজ্ঞপ্তিকারীরা তাদের কবলে ধরা পড়া অসহায় ছেলেমেয়েদের লোভ দিয়ে হাতিয়ে নেয় হাজার হাজার টাকা । এদের করাল গ্রাসে কারো কারো জীবন ধ্বংসে পরিনত হয় । অনেক ছেলে মেয়ে সর্বস্ব হারিয়ে বিপথগামী হয়ে পরে । কিন্তু কেনো এই হঠকারীতা? সরকার ও এদের বিরুদ্ধে কোনো ব্যাবস্থা গ্রহন করছেনা । প্রশাসন ও একেবারেই নির্বাক । পত্রিকাগুলো ও অহরহ ছেপে যাচ্ছে এই ভূয়া নিয়োগ বিজ্ঞপ্তি । আমাদের সমাজ ও নির্বাক,কেউ এর বিরুদ্ধে কথা বলছে না । অথচ সাধারন মানুষ প্রতারিত হচ্ছে । য়ারা প্রতারিত হচ্ছে তারা ও একেবারেই নির্বাক । কিন্তু কেনো এই নির্বাকতা? এই ভূয়া নিযোগ বিজ্ঞপ্তিকারীরা কেনো এত শক্তিশালী? এদের সঙ্গে কাদের শক্তিশালী হাত রয়েছে,যে এদের বিরূদ্ধে কোনো প্রকার আইনানুগ ব্যাবস্থা নেওয়া হচ্ছে না? এরা কাদের ছত্রছায়ায় এমন অপকর্ম করছে? কালো আইনের ছত্রছাযায় না অন্য কোনো আসমানী শক্তির ছত্রছায়ায়? আমার বন্ধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাব্বির ২০১২ সালে এমন এক প্রতারক চক্রের হাতে পরে ওর সর্বস্ব হারিয়েছে । ভাগ্য ভালো জীবনটা নিয়ে ফিরে আসতে পেরেছে । বেশিরভাগ বায়িং হাউজ,ইনসুরেন্স ও প্রাইভেট স্বাস্থ ক্ষেত্রে এধরনের ভূয়া নিয়োগ বিজ্ঞপ্তি বেশি দিয়ে থাকে । সকল চাকরি প্রত্যাশীদের এই ধরনের ভূয়া নিয়োগ বিজ্ঞপ্তি থেকে দুরে থাকার আহবান জানাচ্ছি । এদের নিয়োগ বিজ্ঞপ্তির উপরে আবার লেখা থাকে এগূলো নাকি সরকার কর্তক অনুমোদিত । এখন মানুষ এদের ভন্ডাম্তি বুঝতে পারায় এরা তাদের ভূয়া নিয়োগ বিজ্ঞপ্তিতে পরিবর্তন এনেছে । আগে মোবাইল করে তাদের অফিসে লোক নেওয়া হত,আরেএখন চিঠির মাধ্যমে আবেদনের ব্যাবস্থা করছে । যাতে সাধারন মানুষ বুঝতে না পারে যে এটি ভূয়া । আমি ধিক্কার জানাই এদের এবং এদের গডফাদারদের । এদের পালনকর্তা পর্দার মাঝে লুকায়িত শয়তানদের আমি চরমভাবে ধিক্কার জানাচ্ছি । সরকারের উচিৎ শ্রম ও কমর্সংস্থান মন্ত্রনালয় ও তথ্য মন্ত্রনালয়কে সুসংগঠিত করে সঠীক নিয়োগ বিজ্ঞপ্তির ব্যাবস্থা করা । আর অতিসত্বর এইসব জানোয়ারদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা উচিৎ । পর্দার অন্তরালে লুকায়িত জানোয়ারদের বিরুদ্ধে ও আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা উচিৎ । সরকার এদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করলে দেশ থেকে অনেকাংশে দূর্নিতী হ্রাস পাবে বলে আমি আশাবাদী । এবং চাকরি প্রার্থীরা ও হঠকারীতা থেকে মুক্ত পাবে বলে আমার দৃঢ় বিশ্বাস ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.