নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

মো: নিজাম গাজী

আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।

মো: নিজাম গাজী › বিস্তারিত পোস্টঃ

শুভ জন্মদিন (কবিতা)

১৪ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:১৭

আজিকে প্রাতে আসিল আমার শুভ জন্মদিন,
আজ যেনো আমি চির স্বাধীন ।
একটি একটি বছর করে অনেক বড় হলাম আমি,
শতকোটি সালাম জানাই তোরে আমার জন্মভূমি ।
আজিকে আমার জন্মদিনে দখিনা বাতাশ বইল,
সকলের তরে অনেক অনেক শুভকামনা রইল ।
জন্মদিনের খুঁশিতে আজিকে আমি দিশেহারা,
সকলকে ধন্যবাদ,শুভেচ্ছা জানাইছেন আমাকে যারা ।
শ্রদ্ধেয় মা বাবাকে অনেক অনেক সালাম জানাই,
তেইশ বছর আগে তাদের কোলে আমার হয়েছিল ঠাই ।
আজিকে তেইশ বছর বয়স হয়ে গেল আমার,
অতীতের বয়সগুলোকে দিয়ে দিলাম ছাড় ।
আজ হবে শুধু মোমবাতি আর কেকের কারসাজি,
সারারাত ফুটবে শুধু আতশ বাজি ।
আমার জন্মদিনে সবাই দোয়া করবেন আমার জন্য,
ধন্য আমি ধন্য,সত্যিই আমি আজিকে ধন্য ।


বিঃদ্রঃ- আগামীকাল ১৫ই মার্চ আমার তেইশ তম জন্ম দিবস ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:৩৯

চাঁদগাজী বলেছেন:


জন্মদিনের শুভেচ্ছা।

গদ্যে লিখেল হয়তো আরেকটু ভালো হতো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.