নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

মো: নিজাম গাজী

আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।

মো: নিজাম গাজী › বিস্তারিত পোস্টঃ

শুধুমাত্র ইন্টারনেট সেবা ও তথ্য প্রযুক্তি উন্নয়নের মাধ্যমে দেশকে ডিজিটাল দেশে পরিনত করা সম্ভব কী??

০৭ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৩৫

ডিজিটাল বাংলাদেশ কথাটি এ যাবৎ কানে অনেকবার বারি লেগেছে । ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে সরকার কাজ করছে এ কথা ও সত্য । কিন্তু দেশে একের পর এক পৈশাচিক হত্যাকান্ড,শিশু ও নারী নির্যাতন,অরাজকতা,ছিনতাই,বেকারত্ব,ভিক্ষাবৃত্তি,পতিতাবৃত্তি,দরিদ্রতা সর্বোপরি দূর্নিতী বেড়েই চলছে । সরকার মনে করে ইন্টারনেট ও তথ্য প্রযুক্তি দ্বারাই ডিজিটাল দেশ গঠন করা সম্ভব । আসলে এটি কতটুকু যুক্তিযুক্ত? ইন্টরনেট সেবা ও তথ্য প্রযুক্তি উন্নয়নের মাধ্যমে যদি দেশকে ডিজিটাল বাংলাদেশে পরিনত করা যেত তাহলে দেশ অনেক আগেই ডিজিটাল বাংলাদেশে পরিনত হত । তাই সরকারের মনে রাখতে হবে শুধুমাত্র ইন্টারনেট সেবা ও তথ্য প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে দেশকে ডিজিটাল দেশে পরিনত করা সম্ভব নয় ।
দেশ থেকে যদি সরকার হত্যাকান্ড বন্ধ না করতে পারে তাহলে সরকার কী করে ডিজিটাল রাষ্ট্রের কল্পনা করতে পারে? শিশু ও নারী নির্যাতন কী ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের পথে অন্যতম বাধা নয়? অরাজকতা,ছিনতাই এগুলো কী দেশকে পিছিয়ে দিচ্ছে না? ভিক্ষাবৃত্তি,- আমাদের দেশে ভিক্ষাবৃত্তি একটি বড় ধরনের সমস্যা । অথচ সরকার এদের জন্য কোনো প্রকার ব্যবস্থা নিচ্ছেনা । সরকার ক্রিকেটারদের জন্য কোটি কোটি টাকা খরচ করে যাচ্ছে,অথচ ভিক্ষুকদের পূর্নবাসনের জন্য কোনো প্রকার ব্যবস্থা গ্রহন করেনি । তাহলে আমরা ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন কি করে দেখতে পারি?পতিতালয়,-পতিতালয় আমাদের দেশের আরেকটি বিশাল সমস্যা । কিন্তু সরকার পতিতাদের প্রতি কোনো প্রকার পূনর্বাসন বা স্বাভাবিক জীবন ফিরিয়ে আনার কোনো ব্যবস্থা গ্রহন করেনি । আসলে এটাই কী ডিজিটাল বাংলাদেশের রূপ? বর্তমানে বেকারত্ব আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা । সরকারের নির্বাচনী ইশতেহারে ছিল প্রতি ঘর থেকে এক একজনকে সরকারি চাকুরি দেওয়া হবে । কিন্তু সরকার কী পরপর এই দুইবার ক্ষমতায় এসে তাদের সেই নির্বাচনী ওয়াদা পূরন করতে পেরেছে? সরকার কী প্রতি ঘর থেকে এক একজনকে সরকারি চাকুরি দিতে পেরেছে? দেয়নি,তাহলে ডিজিটাল বাংলাদেশ কিভাবে নির্মিত হওয়া সম্ভব? দূর্নিতী,-দূর্নিতী শুধু দেশের জন্য নয়,বরং সমগ্র পৃথিবীর জন্যই হুমকীস্বরুপ । মনে রাখতে হবে,যে দেশ যত দূর্নীতিগ্রস্থ,সে দেশ তত অনুন্নত ও অনগ্রসর । দেশকে জিজিটাল করতে হলে সবার আগে দেশ থেকে দূর্নীতি দূর করতে হবে । ডেনমার্কে,নিউজিল্যান্ডে দূর্নীতি নেই বলে সে দেশগুলো ডিজিটাল । তাই বাংলাদেশকে ডিজিটাল দেশে পরিনত করতে হলে দরিদ্রতা,দূর্নীতি সহ সকল প্রকার সমস্যা দূর করে দেশকে ডিজিটাল দেশে পরিনত করতে হবে । মনে রাখতে হবে খুন,গুম,হত্যা,অরাজকতা,বেকারত্ব,ভিক্ষাবৃত্তি,পতিতাবৃত্তি,শিশু ও নারী নির্যাতন,ধর্ষন,দূর্নীতি ইত্যাদি ডিজিটাল বাংলাদেশের রূপ হতে পারেনা । তাই সরকারের অতি দ্রুত এসব সমস্যাগুলো দূর করে ডিজিটাল বাংলাদেশের চিন্তা করতে হবে । সরকারের এও মনে রাখতে হবে যে শুধুমাত্র ইন্টারনেট সেবা ও তথ্য প্রযুক্তি উন্নয়নের মাধ্যমে দেশকে ডিজিটাল দেশে পরিনত করা সম্ভব নয়,বরং দেশে বিরাজমান সকল সমস্যা দূর করেই দেশকে উন্নত ও ডিজিটাল সোনার বাংলাদেশে পরিনত করা সম্ভব । আমি বা আমরা ও চাই যে দেশ সত্যিকার ডিজিটাল দেশে পরিনত হোক। কিন্তু তার রূপ বা চেহারা এমন দেখতে চাইনা ।
“দেশের সকল সমস্যা হয়ে যাক শেষ,
তৈরি হোক এক নতুন ডিজিটাল বাংলাদেশ” ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৪৭

চাঁদগাজী বলেছেন:


" কিন্তু দেশে একের পর এক পৈশাচিক হত্যাকান্ড,শিশু ও নারী নির্যাতন,অরাজকতা,ছিনতাই,বেকারত্ব,ভিক্ষাবৃত্তি,পতিতাবৃত্তি,দরিদ্রতা সর্বোপরি দূর্নিতী বেড়েই চলছে । সরকার মনে করে ইন্টারনেট ও তথ্য প্রযুক্তি দ্বারাই ডিজিটাল দেশ গঠন করা সম্ভব ? "

-হ্যাঁ সম্ভব; ভিক্ষা চাইবে ই-মেইল পাঠায়ে; পতিতারা মানুষ যোগাড় করবে ই-মেইলের মারফত

২| ০৭ ই আগস্ট, ২০১৫ রাত ১১:০৯

ঢাকাবাসী বলেছেন: চরম ব্যাবসা! বিলিয়ন ডলারের কারবার! পুরোটাই ..।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.