নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

মো: নিজাম গাজী

আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।

মো: নিজাম গাজী › বিস্তারিত পোস্টঃ

আমি ধর্ষিতা

২৮ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১৭

আমি এক অসহায় মেয়ে আমি ধর্ষিতা,
অত্যাচারিদের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারেনি আমার মাতাপিতা ।
নিরীহ আমাকে একা পেয়ে ধর্ষন করেছে ঐ বখাটের দল,
আমার ছিলনা কোনো শক্তি,ছিলনা কোনো বল ।
আমার চিৎকারে আকাশ বাতাশ হয়েছে কম্পিত,
তবুও ঐ পাষানের দল হয়নি লুন্ঠিত ।
আমার ধর্ষন নিরবে সবাই করেছে দর্শন ।
প্রতিবাদ করেনি কেউ,গলেনি আমার প্রতি কারো মন ।।
সমাজে আমি এখন কলঙ্কিত,
তবুও যে আমি এখনও জীবিত ।
একাত্তরে যারা ধর্ষিতা হয়েছেন তারা উপাধি পেয়েছে বীরাঙ্গনা,
কিন্তু আমায় যে কলঙ্ক দেওয়া ছাড়া কোনো উপাধি দেওয়া মানা ।
ধর্ষকদের সাথে আমি দর্শকদের ও শাষ্তি চাই,
ওদের শাষ্তি ছাড়া যে আমার কোনো উপায় নাই ।
আইনের দ্বারে ঘুরেছি আমি বারেবারে,
কিন্তু কেউই আমায় সাহায্য করেনি,হায়রে ।
উপরের আদেশে কলঙ্কিত করে আমায় দিয়েছে ফেঁসে ।
বলুন নায্য আইন আমি পাবো কোন দেশে?
সবাই আমায় নষ্টা বলে,করে অপমান ।
সম্ভ্রম কেড়েছে ওরা আর আমি সম্ভ্রম দিয়ে পাই অপমান ।।
ধর্ষিতা হলেও আমার আছে একটা পবিত্র সত্তা,
এই কলঙ্ক নিয়ে আমি আর বাঁচতে চাইনা,করতে চাই আমি আত্মহত্যা ।
অত্যাচারিদের যদি হইতো বিচার,যদি থাকতো ওরা কারাগারে,
তাহলে আমি আমার আত্মহত্যার সিদ্ধান্ত থেকে হয়তো আসতাম ফিরে ।
ধিক শত ধিক এইসব অন্যায়কে,
আর মেনে নিতে পারলামনা আমি আমার পরাজয়কে ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩১

চাঁদগাজী বলেছেন:


আপনার কিছু সমস্যার কথা বলেছিলেন, সেগুলো কন্রোলে এসেছে?

০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২৮

মো: নিজাম গাজী বলেছেন: ji akhon onektai sustho.dhonnobad he lekhok..

২| ২৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:১৭

জগতারন বলেছেন:
আপনি শারিরীকভাবে ভালো আছেনতো /
আমি এখনও দেশে আসতে পারি নি ঝামেলায়/
দেশে এসে আপনার খোজ নেবো আশা করি/
আপনার ফোন নং আমার কাছে আছে।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩০

মো: নিজাম গাজী বলেছেন: apnake onek onek dhonnobad.ami ager cheye onektai sustho.valo thakun he guni..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.