নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

মো: নিজাম গাজী

আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।

মো: নিজাম গাজী › বিস্তারিত পোস্টঃ

সৃষ্টিকর্তার তরে অভিমান

১৮ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:০১




যত রাগ,যত ক্ষোভ,যত অভিমান,
সবকিছুই তোমার উপর করিয়াছি ফরমান ।
রোগ দাও,শোক দাও,দাও আরো অনেক,
কষ্ট দিয়ে হৃদয়টাকে বুঝি মেরে দিছো পেরেক ।
এত কষ্ট দিয়ে খোদা করিয়াছো মোরে অপমান,
তাই তো হে স্রষ্টা তোমার তরে করিয়াছি অভিমান ।
তোমাকে ভুলিনি বলে করেছি অভিমান ।
তোমাকে ভালোবাসি বলে করেছি অভিমান ।।
মানুষের উপর অভিমান করলে বোঝেনা সে,
কিন্তু তোমার উপর অভিমান করলে তুমি বুঝো রাগ করেছি কেনো যে ।
আরো দুঃখ আরো কষ্ট বিধি দাও তুমি মোর হৃদয় ভরে,
আমি যে অভিমান করেছি হে আল্লাহ তোমারই তরে ।
অভিমান করেছি হয়তোবা কিন্তু ভুলে কি তোমায় গেছি?
তোমায় ভালোবাসি বলে খোদা তোমার উপর অভিমান করেছি ।

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:২৭

হাফিজ বিন শামসী বলেছেন:


ভালবাসা আছে বলেইতো অভিমান। :)


ভাললাগা রইল কবিতায়।

২| ১৮ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৬

মো: খায়রুল ইসলাম বলেছেন: ভালোবাসা যেখানে বেশি, অভিমান সেখানে কিছুটা থাকবেই।

৩| ১৮ ই মার্চ, ২০১৭ দুপুর ১:০৩

ইহসান আকসার মাহমুদ বলেছেন: আসসালামু আলাইকুম ।
www.alislam.org
www.ahmadiyyabangla.org

৪| ১৮ ই মার্চ, ২০১৭ দুপুর ১:২২

ব্লগ সার্চম্যান বলেছেন: পড়ে ভাল লাগল ।

৫| ১৮ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৩৬

ধ্রুবক আলো বলেছেন: সৃষ্টিকর্তার উপর অভিমান করে বোকামি। প্রার্থনা করুন বেশি বেশি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.