নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

মো: নিজাম গাজী

আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।

মো: নিজাম গাজী › বিস্তারিত পোস্টঃ

নরকীয় শহর ঢাকাতে যাত্রা

২৯ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২১


ঢাকা কোন অর্থে ঢাকা সেটি আমি জানিনা,
তবে সেযে শান্তিকে ঢেকে রেখেছে সেটি আমি জানি।
সেখানে যে বসবাস করেন অনেক জ্ঞানী গুনি,
সেটি আমি এই অধম মানি।
সেখানে যাত্রা মোর-
অশান্তিকে পিষ্ট করে শান্তি পাবার আশায়,
আর জ্ঞানীদের সান্নিধ্যে জ্ঞান আরোহনের নেশায়।
জানিনা শান্তি আর জ্ঞানের সেখানে কেমন মাত্রা?
এযে মোর এক নরকীয় শহরে যাত্রা।
সেখানে নেই কোনো কোমলতা-
শুধু আছে নিষ্ঠুরতা।
সেখানে নেই কোনো সহানুভূতিশীলতা-
শুধু আছে ব্যস্ততা আর স্বার্থপরতা।
সেখানে নেই গ্রামের মতো সাদাসিধে মন আর গান্ধীজির মতো সরলতা।
সেখানে আছে পশুর মতো অসভ্যতা আর মীর জাফরের মতো সব পেচানো লতা।।
তবুও প্রতিষ্ঠিত হবার জন্য সেখানের প্রতি সবার ঝোক,
কিন্তু ঢাকা সেযে এই দুনিয়ার আস্ত এক নরক।
আসলে নরকে গিয়ে শুধরিয়ে কিছু মানুষ হয় প্রকৃত মানুষ,
কিন্তু সেই মানুষগনকে চেনার মতো নেই মোদের বিবেকের হুশ।
অমানুষের ভীড়ে প্রকৃত মানুষ চেনা বড় ভাড়,
তাইতো মোরা নিষ্ঠুরতা দেখে নিষ্ঠুর হচ্ছি,হচ্ছি নাকো উদার।
তবুও আমি ঢাকা যাচ্ছি উচ্চ শিক্ষার নামে ধাতব বস্তুটি অর্জন করার জন্য,
যাতে আমার মাবাবা হবে অনেক ধন্য।
কিন্তু আমি প্রাতিষ্ঠানিক গ্রাজুয়েশন অর্জন করে হবো বড় নগন্য।
মুখ ফুটে বুক ফেটে দিতেছি ধাও,
এমন ধাতব শিক্ষা অর্জন করার জন্যে দরকার হলে তুমি নরকীয় শহর ঢাকাতে যাও।।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০১৭ রাত ৯:২০

সনেট কবি বলেছেন: এত বদনামের পরো মানুষ সেখানে যায় কেন? নতুনেরা যত দেশ ছেড়ে যাবে ততই মঙ্গল। সরকারো খুশী হবে। কারন এতে সরকার রেমিটেন্স পাবে।

২| ৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:১৮

মোঃ শরিফুজ্জামান সুজন বলেছেন: তবুও আমি ঢাকা যাচ্ছি উচ্চ শিক্ষার নামে ধাতব বস্তুটি অর্জন করার জন্য,
যাতে আমার মাবাবা হবে অনেক ধন্য।

এই একটা কারনেই ঢাকা বেশি ছাত্ররা যাচ্ছে, অসাধারন লেখনী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.