নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

মো: নিজাম গাজী

আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।

মো: নিজাম গাজী › বিস্তারিত পোস্টঃ

অমর তুমি অমর(বঙ্গবন্ধু)

১৪ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪০


তোমার ডাকে কোটি জনতার সজ্জিত সমর,
অমর তুমি অমর ।
তোমার বজ্র কন্ঠের সেই সুমধূর ভাষন,
কেড়ে নিয়েছে বাংলা মায়ের হৃদয়ের আসন ।
কেমন ও করিয়া গিয়েছো তুমি মরিয়া,
পারনা তুমি মরিতে ।
কেমন ও করিয়া গিয়েছো তুমি ছাড়িয়া,
পারনা তুমি ছাড়িতে ।
অমর তুমি অমর ।
তোমার কথা আজ স্মরন করে আঠারো হাজার মাখলুকাত,
তোমার কথা না স্মরিলে যেন হয় না প্রভাত ।
তুমি যে বাংলার জনক,বাংলা যে তোমায় করিবে না নাশ,
বাংলায় যে করিবে তুমি দীর্ঘস্বাশ ।
মরেও যে বেঁচে আছো তুমি বাংলার মাঝে,
হায়নারা আজ বেঁচে ও নত শীর লুন্ঠিত মরন সাজে ।
ভেবনা তুমি বাংলার বাবা কিছু ভেবনা,
তোমার ঐ দোয়া পেলে ওদের ছাড়বো না ।
মরে ও অমর হয়ে শান্তিতে আছো তুমি,
দুঃখে দুঃখে কেঁদেছিল তোমার দোকন্যাসহ সারা জন্মভূমি ।
অমর তুমি অমর ।
তুমি না জন্মালে জন্মাতোনা এই সোনার বাংলাদেশ,
রাজাকার আর আলবদর শত্রুরা বাংলাকে করিতো শেষ ।
তুমি সমর সাজে অমর হয়ে বসে আছো পথ চেয়ে,
আবারও যুদ্ধ হলে শত্রুদের দিবে তুমি ধেয়ে ।
আজ বাংলাদেশ শাসন করতেছে বাংলার বোন,তোমারই মেয়ে ।
অমর তুমি অমর ।
কে বলেছে মরেছো তুমি?-মরিতে পারনা তুমি।
তোমার কথা আজ স্মরন করে সারা জন্মভূমি।
পৃথীবি আজ অপেক্ষমান তোমাকে পাওয়ার জন্য।
ধন্য তুমি ধন্য,তুমি এক গন্যমান্য ।
তুমিতো আজ বসে আছো সজ্জিত সমর।
অমর তুমি অমর।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.