নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

মো: নিজাম গাজী

আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।

মো: নিজাম গাজী › বিস্তারিত পোস্টঃ

বেহেস্তী রানী(গীতকবিতা)

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৫৪



প্রিয়া তুমি মোর বেহেস্তেরই রানী,
আমি দিবানিশি কান পেতে তোমারই কন্ঠ শুনি।
প্রিয়া তুমি মোর বেহেস্তেরই রানী(২)।
কি গান ধরেছো তুমি দিলে বাজে সূর,
ভালোবাসার গান কি প্রিয়া এতই মধুর?
এতই মধুর প্রিয়া এতই মধুর।
শুনাও তুমি শুনাওরে প্রিয়া আরো কিছু বানী,
প্রিয়া তুমি মোর বেহেস্তেরই রানী(২)।
তোমার ঐ আছল বিছায়া দাও শুয়ে পরি আমি,
প্রিয়া তুমি মোর বেহেস্তেরই রানী(২)।
তোমার ঐ কাজল কালো কেশের ঘ্রানে পাগল হলাম আমি,
প্রিয়া তুমি মোর বেহেস্তেরই রানী(২)।
বেহেস্তের হুরেরা থাকে কেমন জানি,
তুমি প্রিয়া সেই মোর দুনিয়াবি বেহেস্তেরই রানী(২)।
বেহেস্ত দেখিনি আমি,তোমায় দেখিয়া আমি বুঝেছি সেই বানী,
প্রিয়া তুমি মোর দুনিয়াবি বেহেস্তেরই রানী(২)।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.