নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

মো: নিজাম গাজী

আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।

মো: নিজাম গাজী › বিস্তারিত পোস্টঃ

তুমি মোর বনলতা সেন

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০৯


প্রিয়ারে হারাইয়া কাঁদিলাম কতবার,
খুজিয়া আমি পাইলামনা তাহারে বুঝি হইলোগো মোর হার।
আমারও কান্দন দেখিয়া ওরে কাঁদিছেরে কত বোবা পাখির দল,
মোর বনলতা দিলো মোরে এ কেমনও নিষ্ঠুর ফল?
কতশত নদী দিলাম পাড়ি,বাইলাম কতো পাহাড়,
বনলতা সেতো বুঝি চলে গেছে,হয়ে গেলো বুঝি মোর হার।
প্রান্ত থেকে প্রান্তে যাওয়ার জন্য ধরিলাম কতো লেন,
পাইলামনা তাহারে গেলো কই মোর বনলতা সেন??
বনের মধ্যে থাকিয়া আমি শুধু ভাবি তাহার কথা,
মম হৃদয়ে আঁচড় লাগে আর বাড়ে শুধু দহনও ব্যাথা।
মনে পরে মোর বনলতার অপূর্ব সেই কেশগুলোর ঘ্রান,
বনলতা ছিলো মোর জান,ছিলো মোর সে প্রান।।
অনেক দূর থেকে দেখা যাচ্ছে কে যেনো আছেন সেখানে,
দৌড়ে আমি গেলাম সেখানে মোর বনলতার সন্ধানে।
বকুলতলায় সেখানে কে যেনো বসা আছেন,
জড়াইয়া ধরিয়া বলিলাম প্রিয়া তুমিই মোর বনলতা সেন।।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫২

রায়হানুল এফ রাজ বলেছেন: ওরে!!! এতো ভালোবাসা!!!

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:১৩

মো: নিজাম গাজী বলেছেন: হুম। ধন্যবাদ প্রিয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.