নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

মো: নিজাম গাজী

আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।

মো: নিজাম গাজী › বিস্তারিত পোস্টঃ

বাঁচাও রোহিঙ্গাদের বাঁচাও

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১৮


রোহিঙ্গাদের মারছে যারা,কাটছে যারা,
তোমরা তাদের করো ওরে সর্বহারা।
বাঁচাও তোমরা বাঁচাও ওরে রোহিঙ্গাদের জীবন,
মিয়ানমারের পশুদের করো তোমরা দমন।।
নিরীহ রোহিঙ্গাদের উপর এমন বর্বর ঘৃন্য অত্যাচার,
মানবতার বুজি আজিকে হয়ে গেলো হার!
বাঁচাও তোমরা বাঁচাও ওরে রোহিঙ্গাদের জান,
রক্ষা করো তোমরা ওরে নিরীহ রোহিঙ্গাদের মান।।
ভাইয়েরা তোমরা যে যেভাবেই পারো,
নিরীহ রোহিঙ্গাদের প্রতি সাহায্যের হাত প্রসারিত করো।
বাঁচিয়ে দাও তোমরা অসহায় রোহিঙ্গাদের জীবন,
বাংলার মানুষ তোমরা তাদের করে নাও আপন।।
জাতিসংঘ আর ভারত বাবার ভূমিকা কী বলো?
পঞ্চশক্তি এখন ওরে কোথায় চলে গেলো??
বিশ্ব মানবতা যেখানে শুন্য,
আমার বাংলার মানবতা সেখানে পূর্ণ।।
সুচির ঐ রুচি কেড়ে,নোবেল দাও শেখ হাসিনারে,
মিয়ানমারের পশুদের দাও তোমরা গেড়ে।
মানবতার মূর্ত প্রতিক মোর মমতাময়ী মাতা,
বিশ্ব দেখুক আজ বাংলার মানবতা।।
বাঁচিয়ে তোমরা রোহিঙ্গাদের নতুন জীবন দাও উপহার,
পাপীরা সব মরুক,ধ্বংস হোক মিয়ানমার।।
বাঁচাও তোমরা বাঁচাও ওরে রোহিঙ্গাদের জান,
তোমরা ওরে বাঁচিয়ে তাদের নতুন জীবন করো দান।।
১৮/০৯/২০১৭
৮.১০ রাত
সাভার,ঢাকা।।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪৮

রাজীব নুর বলেছেন: আমি যা বলার আল্লাহকে বলে দিয়েছি। এখন তিনি ব্যবস্থা নিবেন।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫৯

মো: নিজাম গাজী বলেছেন: ভালো করেছেন। ধন্যবাদ হে লেখক।

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪২

সামিউল ইসলাম বাবু বলেছেন:

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪৬

মো: নিজাম গাজী বলেছেন: খুবই দুঃখজনক। ধন্যবাদ লেখক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.