নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

মো: নিজাম গাজী

আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।

মো: নিজাম গাজী › বিস্তারিত পোস্টঃ

আমারতো কেউ নাই(গীতিকবিতা)

০৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৩



ওহ জনম হয়ে নিঃস্ব হয়ে নিঠুর এই ধরায় হলো ঠাই,
হায় আমারতো কেউ নাই,আমারতো কেউ নাই।
কারো আছে সহধর্মীনি,কারো আছে প্রিয়া,
আমারতো কেউ নাই, পাষাণী গেছেতো ছিরিয়া।।

কারো দিলে বাজে বাঁশি,কারো হাতে হাত,
দিল আছে,হাত আছে,নেই শুধু প্রভাত।
পর ভেবে মোরে সবাই দিছেগো তাড়িয়ে,কোথাও হয়নি ঠাই,
হায় আমারতো কেউ নাই,আমারতো কেউ নাই।।

কারো প্রিয়া ভালোবাসে,কারো প্রিয়া মিষ্টি হাসে,
শতবছর হেটেছি আমি,কেউতো আসেনি আমার আশেপাশে।
কৃষ্ণের ছিলো রাধা,জীবানন্দের বনলতা,
আমারতো কেউ নাই,শুধু আছে ব্যথা।।

সিক্ত হয়ে রিক্ত হয়েছি,কেঁদেছি হাজারবার,
আমারতো কেউ নাই,সবাই স্বার্থপর।
কারো প্রেয়সীর হাতে বালা,কারো কানে দুল,
আমারতো কেউ নাই,জনমই আমার ভুল।।

সময়ঃ-৪.৩৩(গোধুলী)
০৮/১২/২০১৭
মোরেলগঞ্জ,বাগেরহাট।।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭

তারেক_মাহমুদ বলেছেন: ভাল লেগেছে

০৯ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৪২

মো: নিজাম গাজী বলেছেন: ধন্যবাদ প্রিয় লেখক। শুভকামনা শতত।

২| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫২

চাঁদগাজী বলেছেন:



আপনার পেটের সমস্যার সমাধান হয়েছে?

০৯ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৪২

মো: নিজাম গাজী বলেছেন: না সারেনি ভাই। দোয়া করবেন। ধন্যবাদ।

৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩০

রাজীব নুর বলেছেন: বাগেরহাট আমি গিয়েছি। রায়েন্দা। গ্রামের নাম রসুল পুর। সুন্দরবনের পাশে একটা গ্রাম।

০৯ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৪৩

মো: নিজাম গাজী বলেছেন: রায়েন্দা(শরনখোলা) আমাদের পাশের উপজেলা। কবে আসছিলেন লেখক?

৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৯

রূপক বিধৌত সাধু বলেছেন: আমারও কেউ নেই।

০৯ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৪৪

মো: নিজাম গাজী বলেছেন: ভালো। তাহলে আপনি আমার মত একটি কবিতা লিখে ফেলুন। শুভকামনা।

৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪১

নূর-ই-হাফসা বলেছেন: ভালো লাগল ।

০৯ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৩৬

মো: নিজাম গাজী বলেছেন: ধন্যবাদ প্রিয় লেখিকা। শুভকামনা শতত।

৬| ১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:০৮

ফেরদৌসা রুহী বলেছেন: বিরহের গান হিসাবে ভালো হবে মনে হচ্ছে।

১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:১১

মো: নিজাম গাজী বলেছেন: বলেছেন: ধন্যবাদ প্রিয় লেখিকা। শুভকামনা শতত।

৭| ১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:৩৯

মনিরা সুলতানা বলেছেন: আমার বেশ লাগলো !!!
শুভ কামনা ।

১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:১১

মো: নিজাম গাজী বলেছেন: বলেছেন: ধন্যবাদ প্রিয় লেখিকা। শুভকামনা শতত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.