নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

মো: নিজাম গাজী

আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।

মো: নিজাম গাজী › বিস্তারিত পোস্টঃ

পরকাল বলে কিছু নেই

১৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৩




সৃষ্টি করেছেন যিনি মোরে,
শিখিয়েছেন তিনি ওরে
পরকালের বানী।
কেমন করিয়া মোরা সেই কর্তাকে না চিনি?
পরকাল বলে কিছু নেই সেই কথা যদি বলি!
তাহলে আমি অধম তো নরকের পথেই চলি।।

যারা পরকালকে অস্বীকার করে-
তাদেরকে যদি বলি মনুষ!!
তাহলে তো ভাববো আমারতো নেই কোনো হুশ।।
জগতের কিছু বেঈমান নাস্তিক পরকালকে করেছে অস্বীকার।
তাইতো পরকালে ওদের হবে কঠোর বিচার।

পরকাল আছে বলেই এই পৃথিবী আছে,
পরকাল যদি না থাকতো-
তাহলে পৃথিবী বলে কিছুই থাকতো না আমাদের কাছে।
যে কুমারী মেয়েটা ধর্ষিতা হয়ে অকালে ঝরে গেছে তার প্রান,
পরকালে কি সৃষ্টিকর্তা দিবেন না তার মান?
বিচার কি হবেনা তার,যে বড় বেঈমান??
পরকালই সকল ন্যায়-অন্যায়ের প্রমান।।

অসুস্থতায় ধুকে ধুকে ঢলে পরেছে যে মৃত্যুর কোলে,
আবার যে ব্যক্তি আছে দারুন হালে।
পরকালে কি স্রষ্টা করবেন না এর সমতা?
সৃষ্টিকূলের প্রতি স্রষ্টার রয়েছে যথেষ্ট মমতা।
যে বলে পরকাল নেই,প্রশ্ন হলো সেকি আছে?
মাটি না থাকলে কিভাবে ফল ধরে গাছে??

পরকাল যদি না থাকতো তাহলে দুনিয়ায় থাকতো না এমন খেলা,
কসম স্রষ্টার করোনা পরকালকে অবহেলা।
পৃথিবীর সকল মানুষ হচ্ছে অভিনেতা-
তাই কারো হচ্ছে জয়,কারো হচ্ছে হার।
তাই স্রষ্টা পরকালে এদের দিবেন তিরস্কার আর পুরষ্কার।
অযথা কোনো পাপিষ্ঠ করিসনে ঘেইঘেই,
এরপরও কি বলবে যে পরকাল বলে কিছু নেই??

রচনাকাল//
১৬/০১/২০১৮
১১.৫৮(রাত)
নিজ বাসগৃহ
মোরেলগঞ্জ,বাগেরহাট।।

মন্তব্য ১৩ টি রেটিং +২/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে

১৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:০২

মো: নিজাম গাজী বলেছেন: ধন্যবাদ প্রিয় ছবি আপু। শুভকামনা।

২| ১৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:০৯

আবু তালেব শেখ বলেছেন: অসাধারন হয়েছে কবি

১৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:১৫

মো: নিজাম গাজী বলেছেন: ধন্যবাদ প্রিয় লেখক। শুভকামনা।

৩| ১৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫০

রাজীব নুর বলেছেন: ভাই নিজাম গাজী খুব সুন্দর লিখেছেন।

আমি বাগেরহাট গিয়েছি। রায়েন্দা। তারপর রসুলপুরগ্রাম। একদম সুন্দরবনের কাছে।

১৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৫

মো: নিজাম গাজী বলেছেন: জ্বী ভাই বুজতে পেরেছি। আবার বাগেরহাট আপনাকে আমন্ত্রণ। ধন্যবাদ প্রিয় লেখক। শুভকামনা।

৪| ১৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৫

সাইন বোর্ড বলেছেন: এটা কোন কবিতার ভাষা হলো ?

১৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৬

মো: নিজাম গাজী বলেছেন: ব্যতিক্রমীধর্মী গদ্য কবিতা। ধন্যবাদ প্রিয় লেখক। শুভকামনা।

৫| ১৭ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

মোঃ ছিদ্দিকুর রহমান বলেছেন: সুন্দর লেখা, পড়ে ভাল লাগলো, আপনাকে ধন্যবাদ।

১৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৮

মো: নিজাম গাজী বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ প্রিয় লেখক। শুভকামনা।

৬| ১৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৭

মো: নিজাম গাজী বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ প্রিয় লেখক। শুভকামনা।

৭| ১৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: জ্বী ভাই বুজতে পেরেছি। আবার বাগেরহাট আপনাকে আমন্ত্রণ। ধন্যবাদ প্রিয় লেখক। শুভকামনা।


আমি যখন আবার বাগেরহাট যাবো তখন আপনার সাথে যোগাযোগ করবো।

১৯ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৪০

মো: নিজাম গাজী বলেছেন: অবশ্যই যোগাযোগ করবেন। আপনার সনে দেখা হলে বেশ ভালো লাগবে। ধন্যবাদ প্রিয় লেখক। শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.