নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এন জে শাওন

আমি মানুষ, আমি মুসলিম, আমি বাংলাদশি, আমি বাঙালি । সব মিলেই আমি।

এন জে শাওন › বিস্তারিত পোস্টঃ

কেন মুক্তচিন্তার লোক হত্যা হয়?? এর পিছনে কারন টা কি?

২৩ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:৫৮

এই ব্লগার হত্যা টা একটা গর্হিত কাজ।
ইসলামেও এই হত্যার বৈধতা নিয়ে
সন্দেহ আছে। তবুও কেন এই হত্যা করা
হয়??আসেন বুঝার চেস্টা করি।মুক্ত চিন্তাতে হত্যাকারীদের কোন এলার্জী নেই। শুধু নিজের বৈধ মত প্রকাশের জন্য এদের হত্যা করা হয় নাই।
যাদের মারা হইছে তারা স্রষ্টা
মানেনা এই কারনে তাদের হত্যা
করা হয়নি। তারা ব্লগ লিখে এটাও
তাদের অপরাধ নয়। তাদের হত্যা
করেছে ইসলামকে নিয়ে, নবী কে
নিয়ে ব্যং করা,কটুক্তি করার জন্য।
যেকোন সাধারন মানুষের সবচেয়ে
আবেগের জায়গা হইছে তার ধর্ম্।
তাদের ধর্মকে নিয়ে কিছু বলা তারা
মেনে নিতে পারেনা। আপনি কোন
ধর্ম পালন করবেননা সেটা আপনার
ব্যাপার কিন্তু অন্য ধর্মকে নিয়ে
কটুক্তি করার কোনো অধিকার
আপনার নেই, এটা আপনার
বাকসাধীনতা নয়। এটা আপনার অপব্যবহার। এটা হচ্ছে
আইনবিরোধী যা বানলাদেশের
আইনেই উল্লেখ আছে। বিশেষ করে যখন
অন্য ধর্মের প্রর্বতককে কটুক্তি
করে,অশ্লীল ভাষায় সম্বোধন করে তখন
আপনার(ধর্মানুসারী) মাথায় রক্ত
উঠবে এটাই সাভাবিক। কিন্তু তবুও
এইভাবে হত্যা করার নীতি ইসলামে
আছে বলে আমার জানা নেই।
আপনাকে একটা উদহারন বলি আপনার
সামনে কেউ যদি আপনার
মা,বাবা,বা সামী অথবা স্ত্রী,
অথবা আপনার ছেলে মেয়েকে
কটুক্তি করে তখন কটুক্তিকারীকে
আপনি আঘাত করবেন এটা সাভাবিক
কিন্ত বে আইনি এইসব হত্যাটাও তদ্রুপ
কারন মুমিন(একনিষ্ঠ ইসলামভক্ত) হওয়ার
পেছনে একটা শর্ত হচ্ছে নিজের
মা,বাবা,ভাইবোন, সামী স্ত্রী,
ছেলেমেয়ে সবার চেয়ে নবী কে
ভালবাসা। সুতরাং যেখানে মা
বাবার নামে কিছু শুনলেই আপনি,,,,,,,
সেখানে নবী কে বললে তো,,,,, যার
বলি অভিজিত, হুমায়ুন আজাদ আর
আজকের ওয়াশিকুর। [এইরকম হত্যা আমার
জানামতে ইসলাম সমর্থন করেনা,
(বিতর্ক আছে) আমিও না তবুও কেন
করে তাই বুঝাতে চেয়েছি ]
মোবাইলে লেখার কারনে কিছু
বানান শুদ্ধ করা যাচ্ছেনা, তাই সরি,
আশা করি ক্ষমা করবেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.