নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এন জে শাওন

আমি মানুষ, আমি মুসলিম, আমি বাংলাদশি, আমি বাঙালি । সব মিলেই আমি।

এন জে শাওন › বিস্তারিত পোস্টঃ

অকৃতজ্ঞতা ও আমরা

০২ রা মে, ২০১৫ রাত ৯:০৬

তামিম যখন খারাপ করে তখন সবাই
তামিম আর আকরাম খানের চোদ্দ
গুষ্টি উদ্ধার করেন, তাইলে ভাল
করলে কেন শুধু তামিমের প্রশংসায়
পঞ্চমুখ, এটা কোন ধরনের ব্যবহার
আমাদের সবার??? আজ একটা
পোস্টেও আকরাম খানের প্রশংসা
দেখি নাই। শুধু তামিম,নাফিস
খারাপ করলেই তার কথা মনে পড়ে
তাইনা???? এটা তো জাস্ট একটা খেলা, আমাদের গ্রামে দেখা যায় বিয়ের সময় যারা পাত্র-পাত্রী এর সন্ধান দেয় তাদেরও একই অবস্থা, খারাপ হলে সব উনার দোষ আর ভাল হলে তাকে ধন্যবাদ দেওয়ার কথাও ভুলে যায়। আর একারনেই সাধারন মানুষ অন্য এর উপকার করতে চায়না,, (যারা অতি বড় মনের মানুষ তাদের কথা আলাদা)। সুতরাং আপনি কারো উপকার করলেও তার জন্য বদনাম শুনার প্রস্তুতি নিয়া রাখেন, তাইলে আর অন্তরের কষ্ট টা অতিমাত্রায় বাড়বে না এবং এরপরেও উপকার করা বন্ধ করবেন না, আর যদি কখনো উপকারের/সাহায্য এর প্রতিদান পান ই, তাইলে বুঝবেন আপনার আট আঙুলের কপাল।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.