নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এন জে শাওন

আমি মানুষ, আমি মুসলিম, আমি বাংলাদশি, আমি বাঙালি । সব মিলেই আমি।

এন জে শাওন › বিস্তারিত পোস্টঃ

মা দিবসে মা হলেন টয়লেটে।

১০ ই মে, ২০১৫ বিকাল ৫:৪৬

গাজীপুর কালিয়াকৈর উপজেলার হরিনহাটি এলাকায় এপেক্স কারখানায় কাজ করেন হামিদা আক্তার। আজ 'মা দিবসে' তিনি ও মা হওয়ার কথা, হয়েছিলেন । আজ সকালে কারখানার টয়লেটে তিনি তার বাচ্চা প্রসব করেন। তবে এখন আর মা নেই। পেটের দায়ে পেটের বাচ্চাকে নিয়ে তিনি কাজ করতেন কারখানায় যদিও নিয়মানুযায়ী তিনি ছুটি পাবার কথা। আমরাতো আমাদের স্ত্রী দেরকে সাত মাসের পর আর হাটতেও দেইনা। সুতরাং আমরা বুঝবনা তার কস্ট। আজ সকালেও তিনি কাজ করতে এসেছেন। দুপুরে ব্যাথা উঠেছে। অসহ্য ব্যাথা। গেলেন সুপারভাইজার রতনের কাছে "ভাই আমার ছুটি লাগব'। আমি আমার সন্তানেরে এই দুনিয়ার মুখ দেখাব। আজ মা দিবসে আমিও মা হব। কিন্ত এই কিছুক্ষন সময় ও ছুটি দিতে নারাজ রতন মিয়া। তিনি হামিদাকে কাজে মনযোগ দিতে বললেন। হামিদা কাজে গেলেন। ব্যাথা সহ্য করতে না পরে বাথরুমে গিয়ে সেখানে অজ্ঞান হয়ে গেলেন। আর সেখানেই প্রসব করলেন তার আদরের সন্তানকে যাকে ১০ মাস ১০ দিন নিজের শরীর খাওয়াইছে, নিজের ছামড়া দিয়ে ডেকে রাখছে। জয় হয়েছে মা দিবসের।
(পরে তাদেরকে হাসপাতালে নিলে মা বাঁচলেও ছেলেকে আর বাঁচানো যায় নি)
[আমি জানিনা লেখাটা পড়ে কার কি মনে হয়েছে তবে আমার শুধু চোখ দিয়ে জল পড়েছে,আর রতন মিয়ারে পাইলে,,,,,, ]
সূত্র : Click This Link

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:০০

চাঁদগাজী বলেছেন:

দুস্টলোকেরা দেশের ব্যবসা বাণিজ্য দখল করেছে, তাই এভাবে সন্তান জন্ম দিতে হলো।
দুস্টদের দখল থেকে জাতির অর্থনীতিকে মুক্ত করার কথা ভাবেন।

১০ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:১২

এন জে শাওন বলেছেন: হুম। ঠিক বকেছেন। ওরা শুধু দুষ্ট নয় ওরা পশু বা তার চেয়েও নীচ।

২| ১৪ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩

জাকারিয়া জামান তানভীর বলেছেন: এপেক্স ব্রান্ডের জুতা কেনার আগে ব্যাপারটা আমায় ভাবাবে। পোস্টের জন্য ধন্যবাদ।

৩| ১৪ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯

এন জে শাওন বলেছেন: নাহ ভাই, জুতা যেটা ফালাইয়া দিবেন ওটা ফেলে দেবার সময় ভাববেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.