নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এন জে শাওন

আমি মানুষ, আমি মুসলিম, আমি বাংলাদশি, আমি বাঙালি । সব মিলেই আমি।

এন জে শাওন › বিস্তারিত পোস্টঃ

আমরা নিরব হলে সরকারও নিরব?

০২ রা নভেম্বর, ২০১৯ দুপুর ১:১৮

১) গতমাসে এক লাফে ৩০-৩৫ টাকার পেঁয়াজ দাম বাড়ল। ৬৫ থেকে শুরু করে ১২০ টাকা পর্যন্ত পেয়াঁজ কিনেছিলাম। ১৫০-২০০ টাকায় যেখানে মাস যেত সেখানে ৭০০-৮০০+.
৬৫ টাকা থাকা অবস্থাতেই সরকারী দল থেকে এক সপ্তাহেই পেয়াঁজের দাম স্থিতিশীল হওয়ার খবর শুনেছিলাম। তারপর একান্ত ভক্তদের পোস্টে সেই নিউজের শেয়ার। এছাড়া ফেসবুক, নিউজপেপার, টেলিভিশন সবগুলো সেই ৮০-৯০ টাকার সময়ে মুর্হুমুর্হু খবর দিয়েছিলো। আপাতত সেটা বন্ধ। ফেসবুকে তেমন গরম নেই। নিউজপেপারে এক কোণায় প্রতিদিন অবশ্যই থাকে। লীড নিউজ হয় না। এক নিউজ আর কত? তো আলাপ আলোচনা, বা শেয়ারের বন্যা বন্ধ হলেও যেটা বন্ধ হয়নি সেটা হচ্ছে পেয়াঁজের দাম।

গত পরশু দেশপ্রধাণ আবার ঘোষণা দিলেন কই থেইক্যা জানি পেয়াঁজ আসতেছে (মিশর থেকে)। যদিও তেল ঢেলে দেওয়ার লোকেরা এই নিউজকে তেমন শেয়ার দেয়নি বা আমার চোখে পড়েনি।
তো কালরাত রুমমেটকে ১২০ টাকা পেঁয়াজ বাবদ দিয়ে আজ সকালে শুনলাম ১৬০.
স্থিতিশীল বলতে কি বুঝায় এসব মূর্খরা কি তা জানে? আবার এদেরকে আমরা একেকজনে ১০ টা ভোট দিয়েছি এবং তাদের ক্রমাগত মিথ্যে শেয়ার দিচ্ছি।

এদের এখন দেখা না গেলেও যখন দাম কমবে সেটা ছয়দিন পর হোক বা ছয় বছর পর হোক "এই দেখেন আমরা দেশের জন্য কি করছি? আস্থা রাখেন নাই" নামক পোস্ট দেখবো।
অবশ্য মাননীয় প্রধাণমন্ত্রী রসিকতা করে বলেছেন "তরকারীতে পেঁয়াজ না দিলে কি হয়?" আমাদের সেই রসিকতাকেই সত্য মেনে নিয়ে চট্টগ্রামের একটা সংগঠনের (নাম মনে নেই) সাথে "পেয়াঁজ ন কিন্ন্যুম, ন খাইয়্যুম" ব্যানারে মিছিল করে দেশের প্রতি নাগরিক দ্বায়িত্ব পালন করা উচিত।

২) আগস্ট সেপ্টেম্বর এর দিকে ডেঙ্গু নিয়ে হুলুস্থুল পড়ে গেছিল। দুই সিটি কর্পোরেশনের দুর্নীতি অবহেলা বেরিয়ে পড়ছিলো। সরকার থেকে নানা ঘোষণা, হাস্যরস জন্ম দেওয়া নানা উদ্যোগ। হলিউড একশনের মত মশা মারার কামান দিয়ে জনগণের ফুঁটোতে গ্যাস দেওয়া। সাথে সেই সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, আকাশ মিডিয়ায় ফ্রন্ট পেজে নিউজ। নানা অবহেলার
, ফাঁকিবাজির নিউজ, বিভিন্ন গলাবাজির নিউজ। তারপর ধীরে ধীরে সব হাওয়া।

তবে যেটা হাওয়া হয়নি সেটা হচ্ছে ডেঙ্গু জ্বর। গতকাল পর্যন্ত দেশে এক বছরে ভর্তি রোগীর সংখ্যা লাখ ছাড়িয়েছে।
তো হম্বিতম্বিগুলো কই গেলো?

এক জিডিপির গল্প, আর পাঁচগুণ বাজেট বাড়িয়ে বছরের বছরের পর বছর পদ্মাসেতুর জন্য ব্যানার,লিফলেট লাগানো আর কত?

-এন জে শাওন

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪৭

রাজীব নুর বলেছেন: দূর্নীতিবাজদের ধরতে গিয়ে সরকার পেঁয়াজের দিকে মনোযোগ দিতে পারছে না।

০২ রা নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৯

এন জে শাওন বলেছেন: সরকারের কি একটা ডিপার্টমেন্ট?

২| ০২ রা নভেম্বর, ২০১৯ দুপুর ২:০৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: বেহুদা বেকার মানুষেরা বাংলাদেশে রাজনীতি করে, দেশ চালায় বা চালাচ্ছে, তাই এই অবস্থা।

এরা ঝড়ের আভাস দেখে, আন্দাজে বক মারে। পরে, ঝড়ে বক মরলে নিজেদের ক্রেডিট বলে প্রচার করে; না মরলে চেপে যায়। যত্তসব ডাকাতের দল, চাপাবাজ, বেঈমানের দল।

০২ রা নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩১

এন জে শাওন বলেছেন: এবং কিছু চাটুকার সবকিছুতে জ্বী হুজুর ও সহমত ভাই, সহমত ভাই করে যায়।

৩| ০২ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৫২

লর্ড ভ্যারিস বলেছেন: পেয়াজের দাম বাড়ায় পিয়াজুতে দোকানিরা কুচি কুচি করে আলু কেটে খাওয়ানো শুরু করে দিছে। কি একটা বিপদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.