নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নগরবালক এর রোজনামচা

নগরবালক

উড়তে চাই, অনেক উপরে, ভোকাট্টা ঘুড়ীর মত, অনেক উপরে.।.।.।.।।

নগরবালক › বিস্তারিত পোস্টঃ

বেলজিক গল্প ৫০৯৭

২৫ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৮:৩৬


দুই বগলে দুইটা কচি জালি লাউ নিয়ে অর্পন যাচ্ছিল বাজারে বিক্রি করতে। নিজের গাছের লাউ। নিজে রান্না করে খেলেও পারত। কিন্তু এই লাউ বিক্রি করেই তার আজকে চাল কিনতে হবে। ফ্যন সহ ভাত আর এক চিমটি লবন। গরীবের নিত্যদিনের খাদ্য।

এমন সময় পথ রোধ করে দাড়ালো চকচকে পুলিশ অফিসার সঞ্জিত।
এই তর বগলে এ দুটো কি। ইয়াবা নাকি।
স্যার ইয়াবা কি জিনিশ।
ইয়াবা কি জিনিশ বুঝবি, থানায় নিয়ে ডলা দিলেই বুঝবি। হাবিলদার এটাকে গাড়িতে তোল। আর লাউ দুইটা আমার বাসায় পাঠিয়ে দে, অনেক দিন চিংড়ী দিয়ে লাউ খাই না।


থানায় অর্পন কে বেধে রাখা হয়েছে। হাতকড়ার অভাব তাই তার লুংগী দিয়েই তাকে বেধে রাখা হয়েছে। একটা ট্রেতে কোয়েলের ডিম, দেশী মুরগীর ডিম, ফার্মের ডিম থেকে শুরু করে রাজহাসের ডিম পর্যায়ক্রমে সাজানো। এটা দিয়েই থেরাপী দেয়া হবে। এই ট্রেতে বিশেষ ব্যবস্থায় সিদ্ধ ডিম গরম রাখার ব্যবস্থা আছে।

তুই ইয়াবা বিক্রী করিস??
ইয়াবা কি স্যার??
হাবিলদার ওকে তিননাম্বার ডিম টা দাও। প্রশ্ন করবো আমি, উত্তর দিবি তুই হারামজাদা।

হাবিলদার তিন নাম্বার ডিম অর্পনকে দিল না সে দিল পাচ নাম্বার।
ও!!!ও!! ও!!! স্যার স্যার গো স্যার,
স্যার আমি ইয়াবা বিক্রী করি
গুড
কিভাবে বিক্রী করিস
এখন মনে নাই, মনে করায়া দিলে বলতে পারবো
লাউয়ের ভেতরে করে বিক্রি করিস তুই???
জি স্যার লাউয়ের ভেতরে করে বিক্রী করি।
মাল আনিস কোথা থেকে
মনে নাই স্যার, মনে করায়া দিলে বলতে পারবো
মাল টেকনাফ থেকে আনিস না????
জি স্যার, টেকনাফ থেকে আনি
নাম কি তর
মনে নাই স্যার, ভুলে গেছি
তর নাম হুদাবাবা না???
জি স্যার আমার হুদাবাবা, বাপে আদর কইরা হুদা নামে ডাকতো।

গুড
হাবিলদার ওকে ৭ নাম্বার ট্রিটমেন্ট টা দিয়ে জবান বন্দী লিখে কোর্টে চালান করে দাও। সাংবাদিক দিয়ে ছবি তুলে রাইখো।



খবরে প্রকাশ
বিপুল পরিমান ইয়াবা সহ মাদক সম্রাট হুদাবাবা আটক। সে টেনাফ থেকে লাউয়ের ভেতরে ঢুকিয়ে ইয়াবা পাচার করত১১
দুই বগলে দুইটা কচি জালি লাউ নিয়ে অর্পন যাচ্ছিল বাজারে বিক্রি করতে। নিজের গাছের লাউ। নিজে রান্না করে খেলেও পারত। কিন্তু এই লাউ বিক্রি করেই তার আজকে চাল কিনতে হবে। ফ্যন সহ ভাত আর এক চিমটি লবন। গরীবের নিত্যদিনের খাদ্য।

এমন সময় পথ রোধ করে দাড়ালো চকচকে পুলিশ অফিসার সঞ্জিত।
এই তর বগলে এ দুটো কি। ইয়াবা নাকি।
স্যার ইয়াবা কি জিনিশ।
ইয়াবা কি জিনিশ বুঝবি, থানায় নিয়ে ডলা দিলেই বুঝবি। হাবিলদার এটাকে গাড়িতে তোল। আর লাউ দুইটা আমার বাসায় পাঠিয়ে দে, অনেক দিন চিংড়ী দিয়ে লাউ খাই না।


থানায় অর্পন কে বেধে রাখা হয়েছে। হাতকড়ার অভাব তাই তার লুংগী দিয়েই তাকে বেধে রাখা হয়েছে। একটা ট্রেতে কোয়েলের ডিম, দেশী মুরগীর ডিম, ফার্মের ডিম থেকে শুরু করে রাজহাসের ডিম পর্যায়ক্রমে সাজানো। এটা দিয়েই থেরাপী দেয়া হবে। এই ট্রেতে বিশেষ ব্যবস্থায় সিদ্ধ ডিম গরম রাখার ব্যবস্থা আছে।

তুই ইয়াবা বিক্রী করিস??
ইয়াবা কি স্যার??
হাবিলদার ওকে তিননাম্বার ডিম টা দাও। প্রশ্ন করবো আমি, উত্তর দিবি তুই হারামজাদা।

হাবিলদার তিন নাম্বার ডিম অর্পনকে দিল না সে দিল পাচ নাম্বার।
ও!!!ও!! ও!!! স্যার স্যার গো স্যার,
স্যার আমি ইয়াবা বিক্রী করি
গুড
কিভাবে বিক্রী করিস
এখন মনে নাই, মনে করায়া দিলে বলতে পারবো
লাউয়ের ভেতরে করে বিক্রি করিস তুই???
জি স্যার লাউয়ের ভেতরে করে বিক্রী করি।
মাল আনিস কোথা থেকে
মনে নাই স্যার, মনে করায়া দিলে বলতে পারবো
মাল টেকনাফ থেকে আনিস না????
জি স্যার, টেকনাফ থেকে আনি
নাম কি তর
মনে নাই স্যার, ভুলে গেছি
তর নাম হুদাবাবা না???
জি স্যার আমার হুদাবাবা, বাপে আদর কইরা হুদা নামে ডাকতো।

গুড
হাবিলদার ওকে ৭ নাম্বার ট্রিটমেন্ট টা দিয়ে জবান বন্দী লিখে কোর্টে চালান করে দাও। সাংবাদিক দিয়ে ছবি তুলে রাইখো।



খবরে প্রকাশ
বিপুল পরিমান ইয়াবা সহ মাদক সম্রাট হুদাবাবা আটক। সে টেনাফ থেকে লাউয়ের ভেতরে ঢুকিয়ে ইয়াবা পাচার করত

মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:২৮

বুরহানউদ্দীন শামস বলেছেন: আসল অপরাধীরা বাইরে ঘোরে ,
নিরপরাধ মানুষ কে জেলে ভরে ....
উচ্ছন্নে গেছে গোটা সিস্টেমটাই X((

২৫ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪৯

নগরবালক বলেছেন: ধন্যবাদ আপনাকে

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:৩৯

বিএম বরকতউল্লাহ বলেছেন: বাহ সুন্দর লিখেছেন।

২৫ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪৯

নগরবালক বলেছেন: ধন্যবাদ আপনাকে

৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৪৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি ভাবছিলাম এটা বেলজিকদের (বেলজিক ট্রাইব বা বেলজিয়ান) গল্প :( পড়তে যেয়ে বার বার অবাক হচ্ছিলাম, বেলজিয়ামেও এমন হয়, অর্থাৎ, বেলজিয়ামের কাহিনি কত সুন্দর করে বাংলা ভার্সনে নিয়ে এসেছেন :)

আবার হেডিং পড়লাম। বুঝলাম, যে কাহিনির লজিক নাই - বে-লজিক গল্প।

বেলজিয়ামে একবার এক ছাগলকে রিমান্ডে নিল পুলিশ। ৭দিনের রিমান্ড খেয়ে ছাগল সাংবাদিক সম্মেলনে ঘোষণা দিল - আমি বাঘ। ৭দিনের রিমান্ডে থেরাপি দিয়া ছাগলরে স্বীকার করানো হয়েছে, সে ছাগল না, বাঘ :)

২৫ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪৯

নগরবালক বলেছেন: ঠিক ধরেছেন আপনি, একটা হাইফেন হবে, কিন্তু এই ভাবেই বহু বছর ধরে আমি লিখে আসছি। তাই আর ঠিক করতে ইচ্ছা করে না। গল্প গুলো আমার ফেসবুকে ছিল। পুরাতন গল্প। সম্প্রতি ফেসবুকিং বাদ দিয়েছি। এবং আবার ব্লগে নিয়মিত হবার চেস্টা করছি। আগে নিয়মিত পাঠক ছিলাম, এখন নিয়মিত লিখার চেস্টা। এই আরকি। ধন্যবাদ আপনাকে

৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৫৮

রাজীব নুর বলেছেন: একদম বাস্তব গল্প।

আমাদের দেশের পুলিশ ভালো না। এরা বিরাট বদ হয়।
আমস্টারডাম এর পুলিশ অনেক ভদ্র।

২৫ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫০

নগরবালক বলেছেন: সব দেশের পুলিশই ভদ্র। বিদেশের পুলিশ ম্যানেজ করা কস্ট। উগান্ডার পুলিশ ম্যানেজ করা সহজ। এত ভাল আর কোথায় পাবেন আপনি??

৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৫৯

নেওয়াজ আলি বলেছেন: সুন্দর লেখন । ভালো থাকুন সবসময়।

২৫ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫০

নগরবালক বলেছেন: ধন্যবাদ আপনাকে

৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:০৬

দারাশিকো বলেছেন: লেখাটা দুবার পেস্ট হয়ে গেছে। একটা ডিলিট করে দিয়েন।
বেলজিক গল্প পড়ে ভালো লাগলো।

আরেকটা বেলজিক গল্প শুনেন। এক লোক রাস্তায় দাড়িয়ে প্রেসিডেন্টকে গালি দিচ্ছিল, এমন সময় পুলিশ তাকে ধরল। 'বেলজিক প্রেডিডেন্টকে গালি দেয়ার অপরাধে তোকে জেলে যেতে হবে, চল!'
'কিন্তু আমি তো বেলজিক প্রেসিডেন্টকে গালি দিচ্ছি না, মোজাম্বিকের প্রেসিডেন্টকে গালি দিচ্ছি।'
'বললেই হলো? আমরা বুঝি না? চল!'

২৫ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫১

নগরবালক বলেছেন: গল্পটা মোবাইল দিয়ে পোস্ট করা, তাই এই অবস্থা। ল্যাপটপে বসা হয় না বহু দিন। ডিলিট করার অপশন খুজে পাচ্ছি না। এখন ডিলিট করে দিয়েছি। আপনি এখনো ব্লগে আছেন দেখে ভাল লাগলো। আপনার রেকমেন্ডেশনে বহু মুভি দেখেছি একসময়।

৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:২২

ইফতি সৌরভ বলেছেন: বেলজিক গল্প পড়েই তো বুঝলাম বে-লজিক দেশে কিভাবে স্বীকারোক্তি আদায় হয়! একই অপরাধের জন্য কয়েক ব্যক্তি ভিন্ন ভিন্ন তরিকায় বর্ণনা দেয় আর তা রেকর্ড হয়। বেলজিক দেশের গল্প চলতে থাকুক। ভাগ্যিস, এ দেশে জন্ম হয়েছিল, তা না হলে আমাদের এমন অবস্থা হতেই পারত।

৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৪৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি কোন ভাবেই মানতে পারছিনা যে
এটা বেলজিক গল্প! এটা চরম বাস্তব
আর লজিক্যাল গল্প। বিশেষ করে এ দেশের
পটভুমিকায়।

৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৩২

করুণাধারা বলেছেন: বেলজিক গল্প কিছুটা পড়েই খারাপ লাগছিল, আমার পরিচিত একজন কে এভাবে থানায় নিয়ে গিয়েছিল। অবশ্য সুদে ঋণ করে থানায় টাকা দিয়ে তাকে ছাড়ানো হয়েছে।

১০| ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪৮

নগরবালক বলেছেন: খুবই আশ্চর্যের বিষয় কমেন্ট রিপ্লাই দিলাম সব কমেন্ট হয়ে গেল অথচ রিপ্লাই হলো না, মোবাইলে ব্লগ গুতানোর ফল

১১| ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: টেকনিক্যাল সাজেশন। মোবাইলে ব্লগে গিয়ে একদম নীচে যেয়ে দেখুন Full Version লেখা আছে। ওটাতে ক্লিক করলেই পিসির মতো ব্যবহার করতে পারবেন।

২৫ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৪২

নগরবালক বলেছেন: তা তো পারবোই, কিন্তু এর ফলে সবকিছু এত ছোট হয় যায় যে কূল কিনারা পাওয়া যায় না। সামুর উচিত একটা মোবাইল ফ্রেন্ডলি ভার্শন বের করা অথবা এপ ডেভেলাপ করা। বর্তমান যুগের এমন অবস্থা যে আমার ল্যাপটপে ধূলো পরে গেছে কিন্তু মোবাইলের স্ক্রীন ঘষতে ঘষতে ক্ষয়ে গেছে

১২| ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:০০

নুরুলইসলা০৬০৪ বলেছেন: বৃটিশদের শাসন আমলে বলা হত পুলিশে ছুলে আঠারো ঘাঁ।এখন দেখি তার চেয়ে বেশি।

১৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৪৭

রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যের উত্তর দেওয়া রজন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই।

১৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: সাহিত্য সমযের দর্পন!

দারুন ভাবে সময়কে ধারন করা বে লজিক গল্পে ++++

১৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৪১

এস সুলতানা বলেছেন: বাস্তবধর্মী সমসাময়িক লেখনী। এভাবেই অর্পনরা হুদাবাবা হয়ে যাচ্ছে এখন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.