নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নগরবালক এর রোজনামচা

নগরবালক

উড়তে চাই, অনেক উপরে, ভোকাট্টা ঘুড়ীর মত, অনেক উপরে.।.।.।.।।

নগরবালক › বিস্তারিত পোস্টঃ

আরিফ আর হোসাইন একজন ফেসবুক সেলিব্রিটি এবং একজন আখের গোছানো ধান্দাবাজ

১৪ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ২:৩১

আজ বিশিস্ট ফেসবুক সেলিব্রেটি আরিফ আর হোসাইন সাহেব তার ফেসবুকে জনবহূল এবং যানবাহনপূর্ন রাস্তায় মহিলারা কিভাবে গাড়ি থেকে নামেন তার একটি বর্ননা দিয়ে ফেসবুকে পোস্ট দেন। সেই পোস্টের নিচে আমি অনেক বাহবাপূর্ন কমেন্ট দেখতে পাই। আমি তার আরোও বেশ কয়েকটি ফেসবুক পোস্ট দেখি, সেসব পোস্ট দেখে আমার বোধদয় হল উনি একজন সমাজ সচেতন এবং জনদরদী লোক।
আমি সরলমনে ভদ্রোচিতভাবে উনাকে জিজ্ঞেস করলাম যে ''জনাব আপনি একজন জনদরদী এবং জনসচেতন লোক। পাবলিক আপনার সুনাম করে। সবাই আপনাকে বাহবা দেয়। আমার বিশ্বাস আপনি অনেক সময় নিয়ে পর্যবেক্ষন করেই আপনার স্ট্যাটাস গুলো দেন। একজন টাকাপয়সাওয়ালা উচ্চবিত্ত নারী কিকরে জনবহুল রাস্তায় গাড়িথেকে নামেন সেই বর্ননা আপনি দিয়েছেন, এর ফলে আপনি অনেক বাহবাপূর্ন কমেন্ট পাচ্ছেন, এবং সেই নারীকূল অনেক গালমন্দ পাচ্ছে। আপনি রাস্তার এইসকল কান্ড কারখানা দেখতে পান, সমাজের এত সমস্যা আপনার চোখে পরে কিন্তু আপনি যে কোম্পানীতে চাকুরী করতেন, সেই ইভ্যালি যে টাকা পয়সা নিয়া ভাগলবা হয়ে গেল আপনার কি তা চোখে পড়ে নাই, আপনার কি সেটা নিয়ে দুই কলম লেখা উচিত ছিল না।?মাশরাফির বাসায় যদি লোকজন জড়ো হয় তাহলে আপনার বাসায় লোকজনের সমাবেশ কি যুক্তিযুক্ত নয়। মাশরাফী ছিল ই অরেঞ্জের ব্র‍্যান্ড এম্বাসেডর আর আপনি ছিলেন ইভ্যালির উপরের লেভেলের কিছু একটা"

আশা করেছিলাম উনি ভদ্রলোকের মত আমার প্রশ্নের উত্তর দেবেন। কিন্তু উনি আমাকে ব্লক করে দিলেন।

তারপর আমি বুঝতে পারলাম যে এত বাহবাপূর্ন কমেন্ট কিভাবে উনার স্টেটাসে আসে। উনি আসলে উটপাখির নিয়মে মাথা বালির নিচে ঢুকাইয়া রাখেন। শুধু বাহবাপূর্ন কমেন্ট রেখে বাকী প্রশ্নবোধক মন্তব্যসমূহ উনি বিদায় করেদেন। একজনের ব্যাক্তিগত প্রোফাইল সে যা ইচ্ছা তা করতে পারেন তা সমস্যা নাই কিন্তু উনি ডিজিটাল দরবেশের, ফেসবুকে স্টেটাসের মাধ্যমে উনি সমাজের সংস্কার করার চেস্টা করেন। সমস্যাটা এখানেই। উনাকে অসংখ্য টিনেজ ছেলেমেয়ে ফলো করে, অনেক সুনাগরিক ও উনাকে ফলো করে। উনার এক স্টেটাসে কোটি টাকা অনুদান জমা হয়।

উনি সুন্দর কথা বলেন কিন্তু নিজে সুন্দর ফলো করেন না। ইভ্যালি কোথায় যাচ্ছে তা উনি জানতেন। কিন্তু জানার পরেও উনি সমাজকে সতর্ক না করে নিজের আখের গুছিয়েছেন এবং সটকে পরেছেন। উনার সুন্দর ইমেজ বজায় রেখেছেন।

আমি স্পস্ট করে বলতে চাই উনি একজন হিপোক্রেট, এবং একজন দুস্ট ব্যাক্তি। উনি সমাজ ভালো করার কথা বলেন কিন্তু নিজে তা ফলো করেন না। আমাদের এমন দুস্ট ব্যাক্তি হতে দূরে থাকা উচিত।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০২১ ভোর ৫:৩০

কামাল১৮ বলেছেন: সমাজে ভদ্র বেশী দুষ্ট লোকের সংখ্যা বেড়ে গেছে।

১৪ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:৫৮

নগরবালক বলেছেন: এদের চিনে রাখা জরূরী, লাখ লাখ মানুষ এদের চটকদার কথায় উঠে আর বসে

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৪৭

জুল ভার্ন বলেছেন: ভদ্রবেশী বাটপারের আর একনাম আরিফ আর হোসাইন।

১৪ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:৫৭

নগরবালক বলেছেন: এরকম বাটপার সমাজে প্রচুর আছে, এটাতো একটা স্যাম্পল মাত্র

৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৫১

নীল আকাশ বলেছেন: এত দেখি আস্ত বাটপার!!!

১৪ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:৫৬

নগরবালক বলেছেন: উনাকে ইভ্যালি নিয়ে কিছু লিখলেই ব্লক করে দিচ্ছেন, বিশ্বাস না হলে ট্রাই করে দেখতে পারেন।

৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:১৫

ঢাবিয়ান বলেছেন: এই লেখা ব্লগে দিয়া লাভ কি? কয়জন আর পড়ে! ফেসবুকে দেন। এইসব মুখোষধারীদের চেনা প্রয়োজন সবার।

১৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ২:২০

নগরবালক বলেছেন: ফেসবুকে নরমাল মানুষ নাই, সব এবনরমাল মানুষ। এরা হুজুগে মাতাল।

৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৩৬

সপ্তম৮৪ বলেছেন: ভণ্ড আরিফ ভারের পোস্টে কমেন্ট করলে সেটা তার জন্য বেইজতিকর হলে কমেন্ট ডিলিট এবং মন্তব্যকারীকে বলক মারে।
এজন্য অনেকে তাকে আরিফ বলক হোসেন নামেও ডাকে।


তার ভক্তরা এতই নাদান যে আরিফ যদি কাউকে গোয়াও মারে তবু বলবে আরিফ ভাইয়া নিশ্চয়ই তার উপকারের জন্যই করতেছে।

১৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ২:২১

নগরবালক বলেছেন: তাই তো দেখছি দুদিন ধরে। উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট টাইপ অবস্থা।

৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:২৬

রাজীব নুর বলেছেন: সমাজে এরকম লোকের সংখ্যা বহুত। কিন্তু এদের এত এত ফলোয়ার হয় কেন? এই ফলোয়ার গুলো গাধা।

১৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ২:২২

নগরবালক বলেছেন: পীর ভক্তি বাংলার মানুষের রক্তে মিশে আছে। তা এখন মডিফাই হয়ে মটিভেশনাল স্পিকার আর ফেসবুক জোকারে কনভার্ট হয়েছে।

৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০২১ ভোর ৬:৩৪

সাদীদ তনয় বলেছেন: আচ্ছা নগদ এর ঘটনা কি জানেন? রাস্তায় লোকজন বলাবলি করতেছে।

৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০২১ ভোর ৬:৩৯

নূর আলম হিরণ বলেছেন: হুম, সে হিপোক্রেট প্রকৃতির লোক। সে ইভ্যালির চীফ মার্কিটিং অফিসার ছিলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.