নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিদ্রোহ চারিদিকে,ভালোবাসা তোকে ঘিরে।

কিছু না।

নগর বালক

এমন ছেলে কোথায় পাবে যেমনটা এই আমি হীরার টুকরা ছেলে তো নই হীরার চেয়েও দামী

নগর বালক › বিস্তারিত পোস্টঃ

অনেকদিন লিখি না , আমার ফেবু থেকে টুকলিফাই

০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১২:১৩



পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা কথা '' আমি কখনোই মিথ্যা বলি না '' ।



বিশ্ববিদ্যালয় লাইফের ঘটনা । এডমিশান টেস্টের পর নতুন ভর্তি হয়া স্টুডেন্টদের ভাইবা চলছিলো । দুইটা কারনে তখন ভার্সিটি যেতাম । দুই নম্বর কারনটা হলো , বাচ্চাদের বাবা মা'রা এমন মুগ্ধ নয়নে তাকাতো , বেশ ভালোই লাগতো । কোন এক এপ্লিকেন্টকে একটু হেল্প করা মাত্রই আংকেল সমাজ ঝাপিয়ে পড়তো হেল্প নিতে । এবার মুল ঘটনায় আসি , একজন ছেলে ভাইবা শেষের দুই দিন পর এসেছে । বাড়ি পঞ্চগড় । তারে নিয়ে গেলাম এক স্যারের কাছে । সব কিছু খুলে বললাম স্যারকে । স্যার ছেলেটাকে জিজ্ঞেস করলো



'' তোমার গ্রামের বাড়ি কোথায় ''

- স্যার , পঞ্চগড় '' ।

- চিটাগাং ভার্সিটির খোজ পাইলি ক্যামনে !!!!!!!!!! ( সবার হাসি )



এবার স্যার ফোন দিলেন ফ্যাকাল্টির ডিনরে । বললেন



'' স্যার , ছেলেটা পঞ্চগড় থেকে আসছে ।অসুস্থ ছিলো , আসতে একটু দেরি হয়ে গেছে । স্যার দেখেন না , কি করা যায় '' ।



এবার আমাদের সবাইকে অবাক করে দিয়ে ছেলেটা বললো '' স্যার , আমার তো অসুখ ছিলো না '' । ( এবার সবার অট্টহাসি )



স্যারও হাসলেন ।বললেন '' দেখ বাবা , পৃথিবীতে বেঁচে থাকার জন্য একটু আদটু মিথ্যা বলতেই হয় '' ।



ছেলেটার এডমিশান হয়েছিলো ।





লাঞ্চ করছিলাম । আপা এসে বললো , শাহরিয়ার আজ বেশ রোমান্টিক দিন কাটাইতেছো ।



জবাবে ঝিম মারা একটা হাসি দিলাম । প্রত্যুত্তরে আপা কহিলেন '' তোমার ক্লায়েন্টরাতো সেই সুন্দরী '' ।

এবার খানিক দাঁত দেখিয়ে হাসলাম ।

'' হাসতে থাকো,হাসতে থাকো '' ।



আপা কাজে চরম সিরিয়াস । তবে কোন ফিমেল ক্লায়েন্ট আসলেই আমাদের দিকে বাকা চোখে তাকান । আরেক কলিগ আছেন , উনার আজন্ম কাশি উদ্ভাসিত হয় ।



আপার কথার জবাব না দিয়ে চুপ থাকা তো যায় না । কইলাম '' আপা , সেই হিসেবে তো ব্রাঞ্চের সব চেয়ে লাকি পারসন আপনি '' ।



আপাও চুপ থাকার পাত্র ( পাত্রী হবে ! ভাষাবিদরা আওয়াজ দিয়েন ) না । খাবার একটা পর্যায়ে উনি বললেন '' কি মুরগী রান্দে , পুরা রাবার রাবার লাগে '' । বলেই উনার প্লেটের হাড্ডি চাবাতে লেগলেন ।





মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১২:৩৯

অবাকবিস্ময়২০০০ বলেছেন: ধুর ! এইতা কিছু হইল ??

০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১:১১

নগর বালক বলেছেন: আসলেই ধুর । এইটা কিছু অইলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.