নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিদ্রোহ চারিদিকে,ভালোবাসা তোকে ঘিরে।

কিছু না।

নগর বালক

এমন ছেলে কোথায় পাবে যেমনটা এই আমি হীরার টুকরা ছেলে তো নই হীরার চেয়েও দামী

নগর বালক › বিস্তারিত পোস্টঃ

আফসোস কাব্যগুলো

০২ রা জুলাই, ২০১৫ রাত ১২:০৮


হট কুল আর ড্যাশিং ভীড়ে
গোবেচারার দামই নেই
তাই বালিকা তোর তালিকায়
খেয়াল রাখিস আমি নেই।

ইহা আফসোস কাব্য বলে বিবেচিত হোক।


সন্ধ্যা মানে অনেক হলো
"এবার আমি আসি"
গভীর বেদনা লুকানো
শুকনো মলিন হাসি।

খানিক আগের হাজার কথার
পরও অনেক বাকি
সন্ধ্যা মানেই বিকেল বেলার
অপেক্ষাতে থাকি।

সন্ধ্যা মানে তোমার বাসায়
ফেরার আছে তাড়া
সুর্যটাকে মিনতি হাজার
একটু খানিক দাড়া।

সন্ধ্যা মানে "এই শোননা,
অনেক হলো যাই"
সন্ধ্যা মানে আর কিছু না
"এমন কোন বিকেল বেলার
মধুর অপেক্ষাই ।"

আফসোস কাব্য বলিতে পারেন, কতদিন বিকেল দেখিনা।একদিন বিকেল দেখবো,একদিন হবে।

"এক দেশে এক রাজা ছিলো
আর ছিলো এক রানী"
- এ গল্পটা বেশ পুরোনো
এটা আমি জানি।

"তবে শোন, প্রানীর গপ্পো
এ গপ্পোটা বেশ"
-প্রানী মানে কচ্ছপ আর
খরগোশের রেস!

"আচ্ছা বলি বকের কথা
একটা ছিলো বাঘ"
-এবসারড আর ইলোজিক্যাল
এ গল্পটাও থাক।

" তবে শোন ভুতের গপ্পো
বাচ্চা ভুতের মা"
- দাদুভাই, দাদুদাদু ভাই
ভুতই তো হয় না !

সংক্ষেপিত

ইদানিং বাচ্চারা আসলেই ভয়ংকর। এগুলারে ভুলেও গল্প বলতে যাই না। আহ,আমরা কত সুন্দর গল্প শুনতাম


কবির প্রিয় বিদায় বেলার
ছলছল করা চোখ
কবির প্রিয়
আকুতি গভীর
আবার দেখা হোক।।
কাছে আসার
গল্প প্রিয়
আর বিরহী গান
কবির প্রিয়
কোলাহলহীন
ফাকা স্টেশান।।।

বালিকা, পরী নয়
তবু হোক পরিনয়।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০১৫ রাত ১২:১৫

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

০২ রা জুলাই, ২০১৫ রাত ১২:১৭

নগর বালক বলেছেন: আপনাদের ভালোলাগাগুলো ভালো লাগে বলেই হাবিজাবি এসব লিখি

২| ২১ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:০৬

বাকা পথ বাকা চোখ বলেছেন: আসলেই সুন্দর হয়েছে

২১ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:০৯

নগর বালক বলেছেন: হুম । ভালো লাগাটা ভালো লাগলো

৩| ০৭ ই মে, ২০১৬ রাত ৮:৩১

নাফিজা নুসরাত বলেছেন: এখন বিকাল দেখেন তো?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.