নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে কোনো ভূমিকায় সমানে লড়ে যাই, আপনি যেমন চান আমি ঠিক তাই।

নান্দনিক নন্দিনী

লেখালেখি হচ্ছে প্রেমে পড়ার মতন একটা ব্যাপার, কোনো ধরনের কর্তৃত্ব জাহির করা নয়।

নান্দনিক নন্দিনী › বিস্তারিত পোস্টঃ

\'তাল জনতা\'

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৮



বাংলাদেশের জনতা দুই ধরনের–
১) আম জনতা
২) কাঠাঁল জনতা

আম জনতা হচ্ছেন তারা, যারা বাংলালিংকের বিজ্ঞাপনের ভাষায় ‘পরিষ্কার মানুষ’। যারা কোনো কিছু পাবে বলে দেশ কে ভালোবাসেননা। ভালোবাসার তাগিদ থেকেই দেশকে ভালোবাসেন। তারা দেশের জন্য যুদ্ধ করেন, টাক্স দেন, দেশকে দুর্নীতি মুক্ত রাখার শপথ নেন আর প্রতি পাচঁ বছর পর পর ভোটের মাধ্যমে ক্ষমতার পালা বদল ঘটান। প্রতি বার-ই ভাবেন এবার অন্তত ক্ষমতাসীন’রা তাদের কথা ভাববে।

কাঠাঁল জনতা হচ্ছেন তারা, যারা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসেন। দেশকে দুর্নীতিতে প্রথম স্থানে নিয়ে যান, পারলে দেশকে বন্ধক রেখে সুইস ব্যাংকে টাকা জমান, ব্যবসার নামে ভেজালে ছেয়ে ফেলেন, টাকা আয় করার জন্য টাকাকে ব্যয় করে বিষ বাজারজাত করেন, বীমার টাকা পাবার জন্য শ্রমি্কদের পুড়িয়ে মারেন, অফিস নামক প্রতিষ্ঠানকে ভাবেন নিজের বাপ দাদা সাম্রাজ্য আর সামাজিক যোগাযোগ মাধ্যম কে ভাবেন চা্রিত্রিক দূষণ জমানোর একাউন্ট।

এবার আসি নব্য এক ধরনের জনতার পরিচিতি নিয়ে। যাদের কে আমি আমার ভাষায় নাম দিয়েছি “তাল জনতা”। এদের কাজ সবক্ষেত্রে সব কাজে তাল দেয়া। আপনি যা কিছুই করেন না কেন, যেখানেই করেন না কেন, যেভাবেই করেন না কেন সবসময়-ই তাদের সমর্থন আপনি পাবেন, যাকে আমি বলি “তাল” পাবেন। নাচের অনুসঙ্গ তবলার তাল আর সব ধরনের অন্যায়ের অনুসঙ্গ সুবিধাবাদী জনতার তাল।

জলে-স্থলে-অন্তরীক্ষে; সর্বত্রই আপনি পাবেন এদের সমর্থন। যেমন ধরেনঃ

রাজনীতিতে তাল জনতা না থকলে কি আমরা জানতে পারতাম “আখলাক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র”। তাল জনতা আছে বলেই, যে কোন দলের পাতি নেতা থেকে শুরু করে দলের স্থায়ী কমিটির সদস্য সবাই গলা বাড়িয়ে বলতে পারেন “বাংলার মানুষ এটা মেনে নিবে না”। আমি মেনে নিবো কি নিবো না সেই সিদ্ধান্ত দেয়ার আপনি কে হে?

বাংলাদেশে রাজনৈতিক দলের সংখ্যা কত সেটা বলতে গেলে আমি তিন বার ঢোক গিলি। কারন সংখ্যাটা ৫১ । এদের মধ্যে নিবন্ধিত দলের সংখ্যা ৪০ আর অনিবন্ধিত দলের সংখ্যা ১১। এই সব দলের বেশির ভাগ-ই নাম কাওয়াস্তে দল। যাদের কে ইংল্যান্ডে বলা হয় “প্রেসার গ্রুপ”। যারা রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক বিভিন্ন ইস্যুতে সক্রিয় প্রতিবাদ জানিয়ে থাকে। এরাই মূলত প্রকাশ্য তাল জনতার কারিগর।

জাতীয় প্রেসক্লাবের সামনে সারা বছরই পাবেন মানব বন্ধনকারী। তারা বিভিন্ন দাবী নিয়ে মানব বন্ধন করেন। গনতান্ত্রিক দেশে সেটা হতেই পারে। তবে লক্ষ্যনীয় বিষয় হচ্ছে, এখানে যারা মানব বন্ধনে হাজির হন তারা মূলত টাকার বিনিময়ে আসেন। জন প্রতি দৈনিক ২০০/ টাকা। ঠিক একই ভাবে রাজনৈতিক দলের বিশাল জনাসভা কে সফল করতে দলে দলে যারা অংশ গ্রহন করেন তাদেরও একটা অংশ টাকার বিনিময়ে সমর্থন বিক্রি করা তাল জনতা।

ব্যবসার দিকে গেলে দেখবেন “চোরে চোরে মাস্তুতো ভাই”। আপনি ফলে ফরমালিন মেশাবেন সেখানেও তাল জনতা পাবেন। গার্মেন্টেস এ অগ্নিকান্ড ঘটাবেন সেখানেও তাল জনতা পাবেন। সাগর পাড়ি দিয়ে মালয়শিয়া যাবেন, হ্যাঁ সেখানেও তাল জনতা পাবেন।

চাকরি ক্ষেত্র দিকে তাকান। জব সেক্টরে বস যা-ই বলবেন, একটা শ্রেণী থাকবে তারা তাল দিবে। তাল দিয়ে দিয়ে বস এর মনোবল এতটাই বাড়িয়ে দেন যে, “ বস অফিস কে নিজের দাদার সাম্রাজ্য ভাবতে শুরু করেন”। এর পেছনে অবশ্য ব্রিটিশদের কৃতিত্ব রয়েছে। তথাকথিত বস (সবাই নন) এর হাত দিয়ে বছর শেষে চাকুরীজীবীদের আমলনামা দেয়া হয়। এই আমল নামার ডরে আপনারে অফিসে তাল জনতা হয়ে থাকতে হবে। বস লন টেনিস খেললে এই তাল জনতা সেই খেলা উওপভোগ করার জন্য লন টেনিসের পোশাক পরে বল কুড়ানোর জন্য কোর্টে হাজির হন (বস যেভাবে সার্ভ করেন তাতে বল ব্যাক শর্ট না করে কুড়িয়ে ফেরত পাঠাতে হয়)। কেউ কেউ তাল দেয়ায় এত-ই পটু থাকেন যে তারা আরো এক ধাপ এগিয়ে টেবিল টেনিস খেলার পোশাক পরে আসেন। বসের তো লন টেনিস খেলার পর টেবিল টেনিসও খেলতে ইচ্ছে করতে পারে। অফিসে এসো মিনিট দশেক বসের খ্যাত টাই (জাদুঘরে রাখার মত)এর প্রশংসা করা। কারন ওই-জিনিস তো তার সম্বন্ধি নিউইয়র্ক থেকে পাঠিয়েছে। তার মূল্য আপনাকে বুঝতে হবে। এই সব খ্যাত জিনিস কে প্রশংসা না করলে আপনার রুচিবোধের ১২টা বাজবে কি করে!

এবার আসি তথাকথিত সুশীল সমাজ এবং বুদ্ধিজীবীদের প্রসঙ্গে। এখানেও সেই একই ফর্মূলা। তেরে তাতা ধা। মানে তাল দিয়ে স্বার্থসিদ্ধি করা। বুদ্ধির বিচারে নয় বরং চাতুর্যের বিচারে মানদন্ডে নির্ধারিত কে কত বড় বুদ্ধিজীবী। এর কে কতখানি সুশীল।

কী ভাবছেন? বেচেঁ গেলেন, আরে আপনি এই চার ধরনের কোনো টাতেই নেই। জ্বী না জনাব। সংসার জীবনেও পাবেন তাল জনতা। বিশ্বাস হচ্ছে না। একটু চোখ কান খোলা রাখুন, পেয়ে যাবেন। ভাগ্নের বেশি টাকা হলে মামা তাল দেয়, দুলাভাই এর বিশাল ভেজাল কারবার থাকলে শালা তে তাল দেই, ভাগ্নির ভালো বিয়ে হলে খালা তাল দেয়। বাসার খালাম্মার গাউছিয়ার শপিং কে কাজের বুয়া তাল দেয়।

এবার আসি, সামাজিক যোগাযোগের সাইট ফেসবুক প্রসঙ্গে। এখানে তাল জনতার উপস্থিতি তো রীতিমতো চোখে পড়ার মতো। লাইক কমেন্টের লুতুপুতু। আপনি দুটো ন্যায্য কথা লিখেন কেউ পড়বে না, কারন যা ন্যায্য সেখানে তাল লাগে না। একটা উদাহরণ দেই, আমার ফ্রেন্ডলিস্টের এক জন একবার লিখলো “ আমি আমার জীবনে সাতজন স্বার্থপর মানুষ দেখেছি যার মধ্যে পাচঁজনই নারী”। শতেক খানি লাইক এর বেশির ভাগই নারী। আর কমেন্টে নানাবিধ সমর্থন। ব্যক্তিগত ভাবে তিনি উক্ত ব্যাক্তিদের কাছে স্বার্থপরতা ডিজার্ভ করেন কিনা সেই যৌক্তিক প্রশ্ন টি কেউ না করেই তাল দিতে শুরু করলো।

ব্লগ প্রসঙ্গ দিয়ে উপসংহার টানতে চাই। এখানে লিখে আপনি যতটা না পরিচিতি পাবেন, লেখাতে তাল দিয়ে তার থেকে বেশি পরিচিতি লাভ করবেন। তাল দিয়ে লিখেন, আপনার মতো সামাজিক জীব ব্লগে আর একজনও নেই। তাল না দিয়ে, অন্যের ছিদ্রান্বেষ না করে লেখার আনন্দে লিখে যান। সেটাই হোক মূল লক্ষ্য। পাঠকপ্রিয় লেখা মানেই যে সেটা ভালো মানের লেখা, সেটা জোর দিয়ে বলতে পারছি না। আমার কাছে ভালো লেখা সেটাই যেটা লিখে আপনি নিজে আনন্দ পেয়েছেন। হ্যাপি ব্লগিং!!

সমসাময়িক সময়ে, যে কোনো ক্ষেত্রে আপনাকে টিকে থাকতে হলে তাল জনতা’র দলে নাম লেখাতে হবে। ভুলেও সিস্টেমের বিরুদ্ধে প্রশ্ন করবেন না। তাল না দেন অন্তত চুপ করে থাকুন, বোবার কোন শত্রু নাই। এক্কেবারে কেঁচে যাবে গুরু !!

মন্তব্য ৪৪ টি রেটিং +১১/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩২

ধমনী বলেছেন: তাল দিলাম!!

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৩

নান্দনিক নন্দিনী বলেছেন: তাল চাই না, "তালি" চাই :) :)

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৯

জসিম বলেছেন: তাল দিতেই আসলাম. অবশ্য আমার এখানে তাল গাছ নেই! কিন্তু তারপরও.

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৪

নান্দনিক নন্দিনী বলেছেন: তালিয়া.............. :) :)

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৯

আহমেদ জী এস বলেছেন: নান্দনিক নন্দিনী ,




অনেকটা ঠিকই বিশ্লেষণ করেছেন ।
তাল জনতার কাতারে যে আপনিও পড়ে গেলেন , খেয়াল করেছেন ?
আপনার ফ্রেন্ডলিস্টের সেই জনকে স্বার্থপরতা ডিজার্ভ করেন কিনা এই যৌক্তিক প্রশ্নটি কি আপনি তাকে করেছিলেন ?? :P
সম্ভবত করেন নি । করলে লিখতেন । :(
যাক , আমি এখন বোবা সাজলুম । "বোবা জনতা"র দলে নাম লিখলুম , তাল জনতার দলে নয় । ;)

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০২

নান্দনিক নন্দিনী বলেছেন: আহমেদ জী এস, শুধু প্রশ্নটি করলে কম করা হতো..............
আমি তার ভুল গুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েও দিয়েছি।

মন্তব্যের জন্য ধন্যবাদ……………… ভালো থাকবেন :) :)

৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৪

কল্লোল পথিক বলেছেন: চমৎকার বলেছেন
শত ভাগ সহমত।
অসংখ্য ধন্যবাদ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১০

নান্দনিক নন্দিনী বলেছেন: ইয়েএএএএএএ
:) :)

৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২১

আরণ্যক রাখাল বলেছেন: কেনা টিকে থাকতে চায়?
তাল দেয়াটা তাই জরুরী! /:)
আপনি ভাল লিখেছেন?
"আমি আবার তাল দিলাম না তো?" B-)

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩২

নান্দনিক নন্দিনী বলেছেন: হা হা হা .............
টিকে থাকার জন্য ক্রিজে নেমে বল নষ্ট করবেন না। সবাই তামিম ইকবাল এর মতো ফেবার পায় না। নেতা হওয়ার জন্য লড়ে যান……………………, ইতিহাস মনে রাখবে।
আমার নামে দুই একটা শ্লোগান ল্টোগান দেন, তাইলে না বুঝবো লাইনে আসছেন :) :)

৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১১

ফেরদৌসা রুহী বলেছেন: সবগুলি কথায় সত্য।
তাল না দেন অন্তত চুপ করে থাকুন, বোবার কোন শত্রু নাই। :) এটাই মনে হয় সবচেয়ে ভাল পদ্ধতি।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪৭

নান্দনিক নন্দিনী বলেছেন: লেখা শেষ করে মনে পড়ছে, "বোবার কোনো বন্ধুও নাই” এখন উপায়?
বন্ধু ছাড়া তো আবার লাইফটা ইম্পসিবল ........!!!

৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৪৫

মনিরা সুলতানা বলেছেন: তাল জনতা ছাড়া তো দেখি জীবন অচল /:)

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:০১

নান্দনিক নন্দিনী বলেছেন: মনিরা আপু, তাহলে কী হবে!!
আমার তো আবার সব কিছুতেই তাল কেটে যায়!!
জীবন কে এখন "সচল" রাখি কেমনে?????

৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৫২

সায়েদা সোহেলী বলেছেন: স্ট্রবেরী জনতা ও কিন্তু আছে আমাদের :)

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:০২

নান্দনিক নন্দিনী বলেছেন: "স্ট্রবেরী জনতা" নিয়ে একখানা লেখা চাই................. :)

৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৫৬

ফেরদৌসা রুহী বলেছেন: "বোবার কোনো বন্ধুও নাই”

ধুর কোনদিকেই শান্তি নাই। তবে নিজেকে নিয়ে ব্যস্ত থাকায় সবচেয়ে ভাল।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:০৩

নান্দনিক নন্দিনী বলেছেন: একা'রা বোকা হয়............... :) :)

১০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৯

মিতু রহমান বলেছেন: জনতার ক্যাটাগরি পোস্টে লাইক দিচ্ছি।
হ্যাপি ব্লগিং।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৭

নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ!!!.............. :) :)

১১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৭

আব্দুল্যাহ বলেছেন: "পাঠকপ্রিয় লেখা মানেই যে সেটা ভালো মানের লেখা সেটা জোর দিয়ে বলতে পারছি না। আমার কাছে ভালো লেখা সেটাই যেটা লিখে আপনি নিজে আনন্দ পেয়েছেন। হ্যাপি ব্লগিং!!"
ধন্যবাদ

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪২

নান্দনিক নন্দিনী বলেছেন: আপনার ব্লগ ঘুরে এলাম……………………।
লেখার আনন্দ নিয়ে লিখে যান............. শুভকামনা রইলো।

১২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৪

টয়ম্যান বলেছেন: হ্যাপি ব্লগিং ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪২

নান্দনিক নন্দিনী বলেছেন: হ্যাপি ব্লগিং :)

১৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩

সুমন কর বলেছেন: তাল জনতা সম্পর্কে ভালোই লিখেছেন। !:#P ভালো লাগা রইলো।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৪

নান্দনিক নন্দিনী বলেছেন: সুমন কর,
অনেক দিন বাদে!!!
মন্তব্যের জন্য ধন্যবাদ…………………… ভালো থাকবেন।

১৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৭

রবিন্দ্রনাথ ঠাকুর বলেছেন: নন্দিনীর পোস্টে সহমত B-))

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৫

নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ................. :) :)

১৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৫

মনিরা সুলতানা বলেছেন: সব কিছুতে তাল কেটে যায় মানে তুমি অন্যদের চাইতে আলদা ,সবার তালে তাল না মিলানোই ব্যাতিক্রম কি বল ... ?
অভিনন্দন তাহলে তোমাকে নন্দিনী ......
অনেক অনেক ভালো থাক
শুভ কামনা :)

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩০

নান্দনিক নন্দিনী বলেছেন: মনিরা আপু, আমি আলাদা নই.............. তবে সচেতন থাকার চেষ্টা করি :)
আপনি কিন্তু আমার প্রিয় ব্লগারদের একজন………………… এবং আমাকেও আপনার প্রিয়’র তালিকায় স্থান করে নিতে হবে। প্রচেষ্টা অব্যাহত থাকবে।
অনেক অনেক ভালো থাকবেন

১৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৪

মনিরা সুলতানা বলেছেন: প্রিয় শব্দ টাই আমার মনে হয় দ্বিপাক্ষিক
নতুন ব্লগার হিসেবে তুমি আমার প্রিয় হয়েছ বলেই আমিও তোমার তালিকায় এসছি :)

আর হ্যা সচেতন থাকা একজন দায়িত্ববান মানুষের কর্তব্যের মাঝে পরে বলে আমি মনে করি ।

শুভ কামনা :)

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৭

নান্দনিক নন্দিনী বলেছেন: ইয়েএএএএএএএ
আপু, আজকের দিনটা নিজের নামে লিখে নিলাম..................
উইশ ইউ এ ভেরি হ্যাপি লাইফ............... :) :)

১৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০১

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
সামুতে গত গত কয়েক দিনে কি হয়েছে ঠিক জানিনা তবে
কাদা ছুড়াছুঁড়ি যে হয়েছে বা হচ্ছে তা বুজতে পারছি ঠিকি।

যাহোক,
আম জনতা, তাল জনতা কিংবা কাঁঠাল জনতা সবই আমাদের বিচিত্র বাগানের চিত্র।
কিছু লোক তাল চায় আর বাকিরা তাই তাল দেয় ইচ্ছা, অনিচ্ছা কিংবা তোষামোদিতে!

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০৭

নান্দনিক নন্দিনী বলেছেন: :) :)

১৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০১

গেম চেঞ্জার বলেছেন: আমি কাঁদছি। :(( :((

আপনি আমার এত সুন্দর মন্তবটা ডিলিট করে দিলেন। :(( :(( :((

আপনার কাছে আমি তো পরমতসহিষ্ণুতা আশা করেছিলাম। :(

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১১

নান্দনিক নন্দিনী বলেছেন: চাইলেই কি সব পাওয়া যায় গেম ভাই...............
দিন তো ফুরিয়ে যাচ্ছে না।
আজ পাননি কাল পাবেন………………… কে জানে আগামীকাল কি অপেক্ষা করছে!!

১৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪১

অপর্ণা মম্ময় বলেছেন: নন্দিনী, আপনার পোস্টে কমেন্ট করা হয়ে ওঠে না ঠিকই কিন্তু চোখ এড়ায় না। জনতার ব্যবচ্ছেদ ভালো তো লেগেছেই। স্রোতের বিপরীতে গেলে অনেক ঠেলা ঠোক্কর সামলাতে হয় আমাদের কিন্তু সেই স্রোত কোন ধারার স্রোত এর রগ চেনাটাও জরুরী।

ব্লগে অনেকের সাথেই আমাদের মত পার্থক্য হতে পারে। কিন্তু যার যার ব্লগিং ধারা,কন্সেপ্ট ইউনিক হওয়া উচিত। নিজের স্বতন্ত্রতা বজায় রেখেই ব্লগিং হওয়া উচিত। কারণ দিনশেষে আমার ঘরে আমাকে একাই থাকতে হবে,নিজের ট্রেড মার্ক নিজেকেই করে নিতে হবে।

হ্যাপি ব্লগিং নন্দিনী

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০১

নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ, অপর্ণা মম্ময় :) :)

২০| ২৭ শে মার্চ, ২০১৬ রাত ১১:০৭

কলম বাবু বলেছেন: পরতে পরতে বেতা হে গেলাম ..... জ্ঞানী পোষ্ট

২৮ শে মার্চ, ২০১৬ রাত ১২:৪০

নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ :)

২১| ২৭ শে মার্চ, ২০১৬ রাত ১১:০৮

কলম বাবু বলেছেন: দুঃখিত বেতাল ..............

২৮ শে মার্চ, ২০১৬ রাত ১২:৫০

নান্দনিক নন্দিনী বলেছেন: :) :)

২২| ২৮ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৩

অন্তঃপুরবাসিনী বলেছেন: অর্থমন্ত্রী আর প্রথমআলোর পোষ্টটা সরিয়ে নিলেন আপু? কেন?

২৮ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭

নান্দনিক নন্দিনী বলেছেন: লেখাটা আরো ব্যাখ্যামূলক করার জন্য ড্রাফট করে দিয়েছি। কয়েকদিনের মধ্যেই নতুন ভার্সনটা দিবো।
ধন্যবাদ আপু আগ্রহ নিয়ে জানতে চাওয়ার জন্য। লেখাটা অবশ্যই পাবেন।

ভালো থাকবেন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.