নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে এখনো চিনতে পারিনি। চেনার চেষ্টায় আছি।

দুখু বাঙাল

মোর এক হাতে রবে সবুজ পতাকা এক হাতে কোরআন। বাংলাদেশি মুসলিম আমি বাঙালী মুসলমান।

দুখু বাঙাল › বিস্তারিত পোস্টঃ

ঝিঁ ঝিঁ পোকারা

০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৪৪

রাতটাকে রাতই মনে হতো না যদি ঝিঁ ঝিঁ পোকারা না থাকতো। রাতের প্রধান বৈশিষ্ট গুলোর মধ্যে এটাও একটা। রাত শব্দটা বললেই আমাদের সামনে যে চিত্রটা আসে তা হলো কালো, আকাশে তারা। আরেকটা উপাদান আমরা স্মৃতিতে আনতে ভুলে যাই। আর তা হলো ঝিঁ ঝিঁ পোকা।
ঝিঁ ঝিঁ দের সুরে একটা মধু মাখা আছে। সে সুরে কারো ঘুম ভাঙে না। বরং ঘুম আসে। একটানা সুরে রাতটাকে রাত করে তোলে তারা। রাত জাগাদের কাতারে তাদের দাঁড় করাতে কাউকে দেখিনি। অথচ তারাও রাত জাগে। আমাদের জন্য।

ছোটদের যেমন ঘুম পাড়ানী গান শুনায় মা'রা। আমাদেরও যেনো তারা ঘুম পাড়ানী গান শুনিয়ে যায়। কাল কাল ধরে।

সৃষ্টা যেটা যেমন দরকার তেমনই দিয়েছেন। রাতের শোভা দিনের জন্য বিরোক্তি।

আমি আসলে কখনো ঝিঁ ঝিঁদের দেখিনি শত চেষ্টা করেও। কাছে গেলেই সাউন্ড বন্ধ করে নিজ গুহায় আশ্রয় নেয়। তারা হয়তো জানে, মানুষ বরই অমানুষ। প্রকৃতিকে হাসতে হাসতে ধংস করে দিতে পারে তারা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.