নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে এখনো চিনতে পারিনি। চেনার চেষ্টায় আছি।

দুখু বাঙাল

মোর এক হাতে রবে সবুজ পতাকা এক হাতে কোরআন। বাংলাদেশি মুসলিম আমি বাঙালী মুসলমান।

দুখু বাঙাল › বিস্তারিত পোস্টঃ

বি পি এল ফাইনাল!

১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৬

স্পন্দন মাপার যন্ত্রের নাম কি, বলতে পারেন?
আমার একটু আগের স্পন্দন মাপার জন্য।
কাঁটা পুরো বৃত্ত জুড়ে হয়তো ঘুরে যেতো।

খেলা দেখতে ছিলাম আর স্পন্দন বৃদ্ধি হচ্ছিলো।

বেশ লেগেছে খেলাটা। আমি নোয়াখালীর তো কি হয়েছে। বরিশাইল্লার নোয়াখালীর এমনিতেই শত্রু।
তাই হয়তো কুমিল্লার জন্য স্পন্দন সৃষ্টি হচ্ছিলো।

যাক, জিতে গেলো।
এবারেই প্রথম, এবারেই জিত।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৯

নিমগ্ন বলেছেন: মাশরাফি ইজ দ্য বস!!

২| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫০

প্রামানিক বলেছেন: ভাই যা কইছেন, আপনার কথা মাথায় তুইলা রাখলাম। তবে বরিশালের লোকজন শুনলে কিন্তু খবর আছে। ধন্যবাদ

৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৮

নেবুলাস বলেছেন: আমি কুমিল্লার। ভাই বরিশালের মানুষ কেন খারাপ হতে যাবে? সবাইতো আমরা দেশী।

৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩২

নেবুলাস বলেছেন: *** দুঃখিত, আপনি খারাপ বলেননি। আমি ভুল লিখেছি। আসলে শত্রুতা বুঝাতে চেয়েছি। আমার কমেন্টটি হবে:

"বরিশালের সাথে কেন নোয়াখালির শত্রুতা হতে যাবে? সবাইতো আমরা দেশী।"

***আগের কমেন্টটি দয়া করে মুছে দিবেন।

৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪২

মিতক্ষরা বলেছেন: বিপিএলের মত ঘরোয়া খেলাগুলো বাংলাদেশ ক্রিকেটের প্রানস্পন্দন। এর মাধ্যমেই এগিয়ে যাবে বাংলাদেশ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.