নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন! [email protected]

নূর আলম হিরণ

ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন!

নূর আলম হিরণ › বিস্তারিত পোস্টঃ

পোস্টটি পড়ুন এবং গড় বাঙ্গালীদের একটি চিত্র আঁকুন।★★

০৬ ই অক্টোবর, ২০২৩ দুপুর ২:১৭


•অসুস্থ রোগী নিয়ে গ্রাম থেকে ঢাকায় আসছেন একটি সরকারি হাসপাতালে। রোগীকে ভর্তি করাতে হবে সিট পাচ্ছেন না! তখন ওই হাসপাতালের কর্মচারী, কর্মকর্তা, ডাক্তারদের কাছ থেকে কেমন ব্যবহার পাওয়া যাবে?
•বৃষ্টি হচ্ছে, বাসায় যাবেন, তাড়াহুড়ো করে রিক্সা খুঁজে ফেলেন। রিক্সাওয়ালাকে ভাড়া জিজ্ঞেস করলেন, ভাড়া কেমন চাইতে পারে?
•ক্ষিদে লাগছে, হাইওয়ে রোডের পাশে কোন খাবার হোটেলে খেতে ঢুকলেন, খাবারের দাম কেমন রাখবে হোটেল মালিক?
•পরিবার নিয়ে ঘুরতে বের হলেন, রাত একটু বেশি হয়ে গেলো, কোনো হোটেলে রুম ভাড়া করতে যাবেন, হোটেলের ম্যানেজার রুম ভাড়া কেমন চাইবে?
•দোকানে ফল কিনতে গেলেন, দোকানদারকে ফল ওজন দিয়ে প্যাক করতে বলে আপনি একটু অন্যমনস্ক হলেন। দোকানদার ফলের কোয়ালিটি এবং ওজন ঠিক রাখবে?
•একটি নতুন উৎপাদনমুখী ফ্যাক্টরি খুলবেন, বাণিজ্য মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন, তিতাস, ওয়াসা, ফায়ার সার্ভিস অধিদপ্তর এদের কাছ থেকে কেমন সহযোগিতা পেতে পারেন?

•জায়গা জমির সমস্যা, এলাকার মুরুব্বিদেরকে নিয়ে সমস্যাটি মিটিয়ে ফেলতে চাইছেন, সমস্যাটি মিটাতে কেমন সময় লাগাবে তারা?

•সোশ্যাল মিডিয়ায় নিজের পরিবারের আনন্দঘন মুহূর্ত নিয়ে একটি ছবি আপলোড দিলেন, মন্তব্যের ঘরে বেশিরভাগ মন্তব্য কেমন হতে পারে?

•জরুরী প্রয়োজনে কিছু ডকুমেন্ট নেওয়ার জন্য কিংবা সংশোধন করার জন্য ইউনিয়ন পরিষদ/ জেলা পরিষদে গেলেন। সেখানে কর্তব্যরত সেবা দানকারী লোকজন আপনাকে কেমন সেবা দিতে পারে?

•কোন হোটেলে বা রেস্টুরেন্টে গরুর মাংস, মুরগির মাংস, খাসির মাংস অর্ডার করে নিঃসঙ্কোচে খেতে পারবেন?

•পাসপোর্ট অফিসে যাবেন কিংবা ড্রাইভিং লাইসেন্স নিতে যাবেন, কাজ শেষে সেখান থেকে ফুরফুরে মেজাজে বের হতে পারবেন?

আপনি চাইলে নিচে আরো এমন অনেকগুলো বিষয় যোগ করতে পারেন।

মন্তব্য ১৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৩:০৫

নতুন বলেছেন: :|

০৬ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৩:৫৪

নূর আলম হিরণ বলেছেন: এগুলির উত্তর জানলে জাতির সম্পর্কে একটি ধারণা যে কেউ দিতে পারে!

২| ০৬ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৪:২৫

সোনাগাজী বলেছেন:



দেশের মানুষ ভয়ংকরভাবে অসৎ হয়ে গেছে; দায়িত্ববোধ বলে কোন কিছু নেই। ঢাকাতে সারা দেশের জালিয়াৎ ও ঠকেরা সমবেত হয়েছে।

০৬ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:৩১

নূর আলম হিরণ বলেছেন: যথার্থ বলেছেন।

৩| ০৬ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৪:২৫

বিষাদ সময় বলেছেন: আপনি অনেক পজেটিভ ভাবনা ভেবেছেন। আসলে এগুলো এখন যে পর্যায়ে আছে তার দু একটা নমুনা বলি-

--- অসুস্থ আত্মীয় নিয়ে সরাকারী হাসপাতালে সিট পাবেন এটা কল্পনাও না করে প্রাইভেট হাসাপাতালে আত্মীয়কে ভর্তি করলেন। তারা আপনার আত্মীয়ের ডেড বডি তিন দিন আইসিইউ এ রেখে আপনার কাছ থেকে কেমন বিল আদায় করবে বলে মনে করেন?

---- বৃষ্টি হচ্ছে তাড়াহুড়ো করে রিকসা ঠিক করার চেষ্টা করছেন। কেউ যেতে চাচ্ছে না, হঠাৎ একজন রাজী হয়ে গেল । সে আপনাকে রিকসায় তুলে নিরিবিলি জাগায় আপনার মানিব্যাগ মোবাইল কি করতে পারে বলে ভাবছেন?

----জমি জায়গার সমস্যা আপনি গেলেন কোন এক মুরুব্বীর কাছে। তিনি কতদিনে আপনার জমি হজম করতে পারবেন বলে মনে করেন?

----জরুরী প্রয়োজনে কিছু ডকুমেন্ট নেওয়ার জন্য কিংবা সংশোধন করার জন্য ইউনিয়ন পরিষদ/ জেলা পরিষদে গেলেন। সেখানে যথেষ্ট পরিমাণ উৎকোচ দেয়ার পরও কাজ করে না দেয়ায় প্রতিবাদ করলে আপনাকে সবাই মিলে উত্তম মধ্যম দিবে না জেলে দিবে বলে মনে করেন?

০৬ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৩

নূর আলম হিরণ বলেছেন: হ্যাঁ, আমি আসলে একটু সফটলি ভেবেছি। আপনার পয়েন্ট গুলোও বাঙ্গালীদের চরিত্রের অংশ!

৪| ০৬ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৫:০৮

নতুন বলেছেন: আমার কিন্তু অনেক ভালো অভিঙ্গতাও আছে। আমি সেগুলি আগে সেয়ারও করেছি।

* আমার মেয়ে এনআইসিউ তে ছিলো, ডাক্তার একটা ওষুধ লাগবে বলেছিল যেটা ভারতীয়। দেশে পাওয়া নাও যেতে পারে। তিনি একজনের নম্বর দিয়েছিলেন তার কাছে থাকতে পারে বলে।

আমি তার কাছে গিয়ে সব খুলে বললে তিনি আমাকে ঐ ঔষুধের ৬ বোতল বিনামুল্যে দিয়েছিলেন। কিন্তু আমি পকেটে করে ৩০ হাজার টাকা নিয়ে গিয়ে ছিলাম যদি উনি ১ বোতলের জন্য ৫০ হাজারও চাইতেন আমি দিতে রাজি ছিলাম। কারন না হলে ঐ ঔষুধ আমাকে কলকাতা থেকে আনাতে হতো।

২০১৩ এর সেপ্টেম্বের ২০ থেকে ২৭ তারিখে আমি আত্নীয়, বন্ধু এবং অচেনা এমন মানুষের কাছে এতো উপকার পেয়েছি যার জন্য আমি মানুষ সম্পর্কে পুরোপুরি হতাশ না। আমি বিশ্বাস করি এখনো ভালো মানুষের সংখ্যাই বেশি।

আপনিও একটু ভেবে দেখুন্ আপনার আশে পাশে অনেক ভালৌ মানুষ আছে, মানুষের উপকার করছে কিন্তু খারাপ জিনিসের প্রচারনা বেশি করি আমরা।

০৬ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৬

নূর আলম হিরণ বলেছেন: ভালো মানুষ অবশ্যই আছে। আপনি যে উদাহরণ দিলেন এগুলো একসেপশনাল সচারাচর চোখে পড়েনা।

৫| ০৬ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৫:৫০

ঢাবিয়ান বলেছেন: জবাবদিহিতাবীহিন অনির্বাচিত কোন সরকার জোরপুর্বক ক্ষমতা ধরে রাখলে সে দেশে আর কি আশা করা যায় ?

০৬ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৬

নূর আলম হিরণ বলেছেন: ১০ বছর আগে কেমন ছিল অবস্থা?

৬| ০৬ ই অক্টোবর, ২০২৩ রাত ৯:১৪

কামাল১৮ বলেছেন: আমি খুব একটা ঢাকায় চিকিৎসা করাই নাই।তাই অভিজ্ঞতা নাই।নিয়মিত কলকাতা যেতাম সেই সুবাদে ভারতেই চিকিৎসা করিয়েছি।৫০ বছর বয়স হবার আগে খুব একটা ডাক্তারের কাছে যাওয়া হয় নাই।

০৬ ই অক্টোবর, ২০২৩ রাত ১০:২৩

নূর আলম হিরণ বলেছেন: ভারত চিকিৎসা সেবায় অনেক এগিয়ে আছে। ঢাকায় প্রাইভেট হাসপাতালের ডাক্তারগণ কসাই আর সরকারি হাসপাতালের ডাক্তাররা চিরতার রস মুখে নিয়ে ডিউটি করতে আসে!

৭| ১২ ই অক্টোবর, ২০২৩ ভোর ৪:০৯

জ্যাক স্মিথ বলেছেন: খুব ভালো সেবা পাওয়া যাবে.. হা হা। =p~

বিবিধ কারণেই আমি নাইজেরিয়ান এবং আমাদের বাঙালী জাতির উপর চরম ত্যক্ত বিরক্ত। X((

১৯ শে অক্টোবর, ২০২৩ সকাল ১০:২৫

নূর আলম হিরণ বলেছেন: বাঙালিরা সবসময় অন্যের বিপদে সুযোগ নিতে ওস্তাদ!

৮| ১২ ই অক্টোবর, ২০২৩ সকাল ১১:২১

মনিরা সুলতানা বলেছেন: নিজেদের চরিত্রের লজ্জাজনক দিক গুলি আর না বা বললাম। পাতা কুলাবে না

১৯ শে অক্টোবর, ২০২৩ সকাল ১০:২৬

নূর আলম হিরণ বলেছেন: বাঙ্গালীদের মধ্যে প্রায় সবাই যে যার অবস্থান থেকে দুর্নীতিবাজ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.