নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে জানাটা আদো সম্ভব হয়ে উঠে নি। জানার ইচ্ছাও নেই। আমি যা সেটা নিজেরই। তবে অন্যকে জানায় মজা আছে।

নুর রাজু

আমি এই শহরের অন্ধকার বাড়ির জীবিত প্রানী।

নুর রাজু › বিস্তারিত পোস্টঃ

আরো কয়েকবার কবিতায় বলবো...

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১০

আমাদের গল্প

আহা! তেপান্তরের জল
বৃক্ষের তলের সীমাহীন আকাশ
একটুকরো শীতল বাতাস
পেয়েছে আমারে, কোনো অজানা দিগন্তে
আমি কেবলই তাহার পানে চেয়েছিলাম
বলেছি "রাত কি আরো গভীর হবে? "
হাসিতে হাসিতে সে তার উজান মেলে বলেছিলো
"ভোরের আলোতেই দেখবো তোমায়"
দুর্বার সে রাত ছিলো শহরের কোনায়
আকাশে আকাশে তারাদের মিলনে
আর কিছু তারার ছিটকে যাওয়াতে
আমি পেয়েছিলাম তারে খুব ভোরে
উঠতে থাকা সুর্যের আলোতে
টিমটিমে লন্ঠনের আগুনের শেষে
একগুচ্ছো আকাশকে পিছনে ফেলে আমরা সামনের দিকে
তবুও আমদের গল্পটা হারিয়েছে ফেলে আসা অসমাপ্ত আকাশে...

ভাসতে চাই, উড়তে চাই


আমি কী আকাশের তুলনায় অনেক ভারি?
তবে আমি কেনো ভাসতে পারি না ওই স্বার্থপর আকাশে?
ভাসতে ইচ্ছা করে, আমার খুব ভাসতে ইচ্ছা করে
মেঘের স্পর্শ নিতে নিতে তোমার কাছে যেতে ইচ্ছা করে
সাগরের কিনারায় থাকা গাছটায় বসতে ইচ্ছা করে
তোমার ছুড়ে দেয়া সাগর জলে আমার ডানা ভেজাতে ইচ্ছা করে
ও হ্যা! আমার তো কোনো ডানা নেই
তাইতো আমার কোনো ইচ্ছাও থাকতে নেই
তবুও ঘরের সিলিংটার দিকে তাকিয়েও আমার ভাসতে ইচ্ছা করে...
একবার ভাসতে চাই, শেষবার ভাসতে চাই....

একটা পাখি ধরবো

ক্লান্ত দুপুরের রাস্তায় আমি হাঁটছি
রাস্তায় রাস্তায় বেরিকেড
সবাই থমকে আছে
আমি কুকুরের মত জ্বীব বের করে হাঁটছি
আকাশের দিকে তাকিয়ে
নির্লজ্জ সাগরের স্রোতের মতো ছুটছি
কিছুক্ষন পর পর এক একটা পাখি আছড়ে পরছে
আমি ছুটছি তাদের ধরবো বলে
পারছিনা ব্যারিকেড আমাকে যেতে দিচ্ছে না
আমি ছুটেই যাচ্ছি
ওইতো নীল রঙের পাখিটা ধরবো
তারপর তাকে রেখে দিবো বুক পকেটে...

তোমার কাজল

শহরের বাঁকে বাঁকে সোডিয়ামের আলো বদলায়
তবু বদলায় না তোমার চোখের কাজল
সেই কাজলের মায়া স্রোত হয়ে আঘাত হানে আমার হৃদয় কূলে
ডুবে যায় আরেকটা টাইটানিক..

চলো হারিয়ে যাই

চলো হারিয়ে যাই কোথাও
তুমি আমি হব হঠাৎ উধাও
যেখানে নেই কোনো নিপীড়ন
খোপায় তোমার সুখের আবরন।

চলো হারাই নির্জনে কোথাও
যেখানে নিশ্চুপ কালসমুদ্রের ঢেউ
যেখানে থেমে গেছে ঘন্টার ঘড়ি
উড়িয়ে দিবো তোমায় লালচে ঘুড়ি।

আমার কেবল থাকবে ছোট্ট একটা ঘর
আদর করে ডেকো আমায় সুখের সওদাগর
মাথার উপর থাকবে শুধু ভালোবাসার চালা
বিকেলবেলা তোমার খোপায় বাধবো শালুক মালা।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:১৬

মেহেদী রবিন বলেছেন: বেশ ভালো

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:২৮

নুর রাজু বলেছেন: ধন্যবাদ পাঠের জন্য :)

২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২৭

ধ্রুবক আলো বলেছেন: খুব ভালো লেখাগুলো

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:২৮

নুর রাজু বলেছেন: ধন্যবাদ পাঠের জন্য :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.