নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টি স্নাত সকালের বিক্ষিপ্ত ভাবনা

০২ রা আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩৬


"বৃষ্টি স্নাত সকালের বিক্ষিপ্ত ভাবনা"
নূর মোহাম্মদ নূরু

বর্ষণ মূখর সকাল পথ ঘাট ডুবে একাকার,
কর্ম ব্যস্ত নগরী থমকে গেছে, প্রভাতে রাতের আধার।
রিকসার টুংটাং শব্দ থেমগেছে, কোলাহল নাই নিত্য দিনের মতো,
তবুও কিছু মানুষ ঘর ছাড়ে, জীবিকার সন্ধানে প্রকৃতি বিরুপ হোক যতো।

যগতের প্রাণিকুল ক্ষুন্নিবৃত্তি নিবারণে মানেনা কোন আইন,
অসহায় জঠরের কাছে পরাজিত হয়, মানেনা কোন শাসন।
তাই আইন ভাঙ্গে, প্রকৃতির সাথে লড়াই করে নিবৃত করে ক্ষুধা,
তাই আজ বিরূপ প্রকৃতিও হতে পারেনাই তাদের কোন বাধা।

গৃহে তার রয়েছে কেহ ক্ষুধায় কাতর, কিংবা পিড়িত আপন জন,
অথবা অপেক্ষায় পথ চেয়ে তার কোন প্রিয়তম প্রিয়জন।
প্রকৃতি তবে রূধিবে কেমনে, যতই বিরূপ হোক তার আচরণ,
সে দূরন্ত, নির্ভিক তার কাছে পরাজিত সব বাধা অথবা আইন।

দূর্যোগ ঠিকই কেটে যাবে, সূর্য্য হাসবে আবার,
হাসি আনন্দে উবে যাবে সব, লাঘব হবে ব্যাথার।
রানা প্লাজার ধ্বংস লিলা কিংবা আগুনের তাজরিন,
কয়েকদিন শুধু কাঁদাবে মোদের, থাকবেনা চিরদিন।

আজকের এই বর্ষা প্রাতে ভিজে যত মানবতা,
সকল শিশুর অভায়রণ্য পাশে আছে পিতা মাতা।
সৃষ্টিকর্তা সহায় মোদের, দূর্য়োগ অবসান হবে,
তাঁর দয়া আমাদের পাথেয় হয়ে রবে।


প্রথম প্রকাশ কাল
ঢাকা-বৃহস্পতিবার, ০৯ মধুমাস'১৪২০

(বিঃদ্রঃ আমি কবি নই, তবে ইদানিং ব্লগে অসংখ্য অসাধারণ কবিদের জন্য উৎসর্গকৃত আমার আজকের বৃষ্টি স্নাত সকালের বিক্ষিপ্ত ভাবনা)

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০১৫ দুপুর ১২:৪৮

হাসান মাহবুব বলেছেন: প্রচেষ্টা ভালো হয়েছে। চালিয়ে যান।

০২ রা আগস্ট, ২০১৫ দুপুর ১:০৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন: ধন্যবাদ মাহবুব ভাই
উৎসাহ দেবার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.