নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

হাসিখুশির নাই শেষ, পাগল ভরা বঙ্গ দেশ

০৫ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৫১


হাসিখুশির নাই শেষ, পাগল ভরা বঙ্গ দেশ!!
নূর মোহাম্মদ নূরু

রঙ্গে ভরা বঙ্গ দেশে পাগল গেছে ভরিয়া,
তাদের নানান পাগলামিতে লজ্জাতে যা্ই মরিয়া।
ছুটি পেয়ে অনেক মানুষ দলে দলে গ্রামে যায়,
লক ডাউনে ঘরে থাকি তাতেও কেউ পাগল কয়।

করোনা যে ছোঁয়াছে রোগ জানি কিন্তু সবজনা
তার পরেও পাগলেরা শোনেনা কারো মানা।
নিত্য দিনই একই চিত্র দেখতে পাবেন সকলে,
রাস্তা ঘাটে বাজারেতে ভীর করে সব পাগলে।

কারো ঘরে ভাল্লাগেনা চৈত্রের এই গরমে
বুদ্ধি তাদের লোপ পেয়েছে মরে যা্ই সরমে।
ঘেমে গেলেও জানটা রবে ধরবেনাতো করোনা।
জবাব পাই আল্লাহ আছে আমার কিছু হবেনা।

আল্লাহ আছে সবাই মানি রোগ কিন্তু আপন না
সাবধানে যে থাকার হুকুম তা কেন মানোনা।
এমন শত পাগলেতে ভরে গেছে দুনিয়া,
আসল পাগলপ খুঁজতে হবে সকল কিছু জানিয়া।

এই পাগল আর সেই পাগলে ফারাক আছে লক্ষ যোজন,
পরের কথা ভেবে ভেবে জঙ্গলেতে কাটায় জীবন।
কোনো পাগল ঠাই পেতে চায় সব মানুষের অন্তরে,
সেই পাগলের খোঁজে আমি ঘুরছি নগর বন্দরে।

সে যে থাকে মনের মাঝে ঘাপটি মেরে সবসময়
সাদা মনে খুঁজলে তারেমতবেই শুধু পাওয়া যায়।
ঝল মলে এই রঙ্গমেলায় হয়না কভু তার থাকা।
অন্তরের চোঁখ খুলে গেলে দেখতে পাবে তার দেখা


প্রকাশকালঃ
ঢাকাঃ রবিবার ৫ এপ্রিল ২০২০ইং

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল :-& ফেসবুক লিংক
[email protected]

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৫৪

রাজীব নুর বলেছেন: আমাদের দেশ সহ সারা বিশ্ব অদৃশ্য করোনা ভাইরাসে আক্রান্ত এবং ভয়ংকর অবস্থায় মানুষ দিনযাপন করছে।এর থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ ঘরে বন্দি থেকে লড়াই করে যাচ্ছে।আজ নয় কাল মানুষ জিতবেই এবং পৃথিবীকে ন্যায় ও সাম্যের বাসযোগ্য করে গড়ে তুলবে।আজ পাঁচ এপ্রিল, এই দিনে আমি পৃথিবীতে আসি এবং জীবন থেকে আরো একটি বছর চলে গেলো।

০৫ ই এপ্রিল, ২০২০ রাত ১০:০১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনার জন্মদিনে জানাই প্রাণঢালা শুভেচ্ছা।
আশাকরি ভালো মন্দ রান্না হয়েছে বাসায়।
এই দিনে বারে বারে ফিরে আসুক আপনার
জীবনে সেই কামনা করছি। শুভ জন্মদিন!!

দেশের বর্তমান অবস্থা খুবই নাজুক।
সরকারের সংশ্লিষ্ট মহল যথাসাধ্য
চেষ্টা চালিয়ে যাচ্ছে করোনা মোকাবেলার
জন্য। আমাদের উচিৎ নিয়মনীতি মেনে
সরকারকে সহয়তা করা। এসময়
পাগলামী করার মানে আত্মঘাতী
হওয়া। সবাই ঘরে থাকুন,
নিরাপদে থাকুন। আল্লাহ
আমাদের সহায় হোন। আমিন

২| ০৫ ই এপ্রিল, ২০২০ রাত ১০:০৫

চাঁদগাজী বলেছেন:


স্বাধীনতার পর, আশাপুরণ না হওয়ায় বাংলার জীবন ছিলো হতাশায় ভরা, তখন এক বিকলাং জেনারেশনের উদ্ভব ঘটেছে; আবার তাদের উত্তরসুরীরাও অনেকটা তাদের মতো।

০৫ ই এপ্রিল, ২০২০ রাত ১০:১৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করেনা।
এক সময় এই বিকলাঙ্গ জেনারেশনের অবসান
ঘটবে। যায়গা করে নেবে নতুন প্রজন্ম যারা
জ্ঞান বিজ্ঞানের বিশাল ভান্ডার খুলে দেবে
আর উন্নতির শিখরে উঠবে বাংলাদেশ।
আমি আশাবাদী, আপনি ?

৩| ০৫ ই এপ্রিল, ২০২০ রাত ১০:২১

চাঁদগাজী বলেছেন:


গড়ে উঠা বিকলাংগ জেনারেশনকে সরকার বিদেশে সস্তা দাস হিসেবে বিক্রয় করেছে, যেগুলো দেশে ছিলো সেগুলোকে ভেড়ার মতো গার্মেন্টস'এ ঢুকায়েছে। দেখেছেন, ভেঁড়াগুলো চাকুরীর ভয়ে ১ দিনও বাড়ী বসে অপেক্ষা করেনি; দলে দলে ঢাকা গেছে, এদিকে সরকার ছুটি বাড়ায়েছে।

০৫ ই এপ্রিল, ২০২০ রাত ১১:০৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

অসহায় মানুষদের এভাবে
তিরস্কার করবেন না। তাদের
কি করার আছে? তারা
না পারবে মালিকের
বিরুদ্ধে লড়তে না
পারবে ক্ষুধার
বিরেুদ্ধে
লড়তে

৪| ০৫ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৩৩

রাজীব নুর বলেছেন: আপনাকে বোকা বানিয়েছি। আজ আমার জন্ম দিন না । হে হে হে

০৫ ই এপ্রিল, ২০২০ রাত ১১:০০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

শুভকামনাটা জলে গেলো।
আমার ক্ষতি নাই। কিন্তু
আপনি ক্ষতিগ্রস্থ হলেন।
আপনি আসলে বড় বোকা!!

৫| ০৫ ই এপ্রিল, ২০২০ রাত ১১:৩০

নেওয়াজ আলি বলেছেন: পীড়াদায়ক 

০৫ ই এপ্রিল, ২০২০ রাত ১১:৩৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

সত্যিই খুব পীড়াদায়ক!!
কেনযে মানুষ তার ভালো্টা
বুঝতে চায়না বুঝিন!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.