নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

ধুর ছাই, সব মিস হয়ে গেলো৷!!

২৭ শে এপ্রিল, ২০২২ রাত ১২:৩৩


ধুর ছাই, মিস হয়ে গেলো!!
নূর মোহাম্মাদ নূরু

এক বিজ্ঞ মৎস্য শিকারি অতি উৎসাহে মনের হরষে একদিন ছিপ নিয়া নদীর কিনারে বসেছিলেন মৎস্য শিকারের আশায়। সবই ঠিক ছিলো ছিপ, বড়শি মাছের খাবার সাথে উৎসাহ দেবার লোকেরও কমতি ছিলো না। বিপুল আনন্দে তিনি ছিপ ফেললেন নদীতে। তার পরে অপেক্ষা! অপেক্ষার পালা আর যেন শেষ হয়না। বড় মাছ দূরে থাকুক একটা পুঁটি মাছেরও সাক্ষাৎ নাই।
নিরুৎসাহিত হয়ে ভগ্ন মনোরথে ছিপ বড়শি গুটানোর মনস্থির করেছে এমন সময় মনে হলো ফাতনা নড়ে উঠলো। আশায় বুক বাঁধলেন অতি জ্ঞানী,মৎস্য শিকারী, এবার হয়তো মৎস্য রাজা বা রানী না হোক নিদেন পক্ষে একটা মৎস্য পেয়াদা জুটে যাবে। বিপুল উৎসাহে তিনি তাকিয়ে আছেন ফাতনার দিকে। ফাতনা একবার ডুবছে আর একবার ভাসছে! মৎস্য শিকারীর আশাকেও ডুবাচ্ছে আর ভাসাচ্ছে! সাথের দর্শকদের উৎসাহে তিনি পুলকিত।

অপেক্ষার পালা শেষ, এবার বড়শিতে টান! হায় কপাল! সব মিস হয়ে গেলো। দর্শক নিরাশ হলো, মৎস্য শিকারী হলেন হতাশ। কারণ বড়শিতে কোন মাছ নয়! যা বড়শিতে গেথে আছে তা হয়তো কোন গাধা বা ছাগলের নাড়ি ভূড়ি! সম্ভবত কোন কারনে তার বড়শিতে গেঁথে গিয়েছিলো সেই নাড়িভূড়ি আর কোন মাছ তা গিলতে ছিলো। যার কারণে তার বড়শির ফাতনার উত্থান পতন। দর্শকের আশায় ছাই দিয়ে সব মিস হয়ে গেলো!

আমি আজ জনৈক ব্লগারের একটা লেখায় মূর্খদের সাথে তর্ক না করার বিষয়ে শ্রদ্ধেয় কয়েকজন সাহিত্যিকের উদ্ধৃতি দিয়ে তাকে তর্ক না করার অনুরোধ করেছিলাম। সেই পোষ্টে একজন অতি উৎসাহী ও জ্ঞাণী পাঠক সেই উদ্ধৃতি অন্য কোন এক লেখক/লেখিকা তাদের লেখাতে কোট করেছে বলে আমার সেই উদ্ধৃতি কপি পেষ্ট বলে ঘোষণা দিয়েছেন। তাকে সমর্থন করে অতি উৎসাহীরা বগল বাজাচ্ছে। কিন্তু তারা অন্ধ সমর্থক যাদের বুদ্ধি হাটুর নীচে থাকার কারনে তারা জানেনা যে কোন গুনীজনের নাম উল্লেখ করে যদি তাদের কোন বাণী বা উদ্ধৃতি কেউ কোট করে তা কপি পেষ্ট হয়না। এই সাধারন জ্ঞানও তাদের ঘটে নাই। তাদের এই না বোঝার কারনে বিপুল উৎসাহে মৎস্য শিকার ছাগল গাধার নাড়িভূড়ির কারনে মিস হয়ে গেলো।

প্রকাশকালঃ ঢাকা, ২৭ এপ্রিল ২০২২ ইং

মন্তব্য ৩৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০২২ রাত ১২:৩৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এখন ব্লগে পোস্ট করতে ভয় হয়, মন্তব্যতো আমি কমিয়ে দিয়েছি।

২৭ শে এপ্রিল, ২০২২ রাত ১২:৫০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভালো করেছেন।
কখন আবার কোন
মন্তব্য কপি পেষ্ট হয়ে
যায় সেই চিন্তায় থাকি।

২| ২৭ শে এপ্রিল, ২০২২ রাত ১২:৪০

মোহাম্মদ গোফরান বলেছেন: ছবিতে উনারা কারা?

২৭ শে এপ্রিল, ২০২২ রাত ১২:৪৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বিজ্ঞ শিকারীর অন্ধ সমর্থক।
যারা তিন নম্বরের মতো শুধুই
লাফায় কোন কারন ছাড়া।

৩| ২৭ শে এপ্রিল, ২০২২ রাত ১২:৪৯

সোনাগাজী বলেছেন:



সব যায়গায় ঠক্কর লেগে যায়?

২৭ শে এপ্রিল, ২০২২ রাত ১২:৫২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অন্ধ কানা যদি রাজপথে
চলতে চায় ঠক্করতো লাগবেই!

৪| ২৭ শে এপ্রিল, ২০২২ রাত ১:০০

আরইউ বলেছেন:



নূরু সাহেব,

কারো উদ্ধৃতি সরাসরি কোট করলে তা কখনোই কপি-পেস্ট দোষে দূষ্ট হয়না। কিন্তু, ঐ কোটেশনের সাথে কথাগুলোতো বদলে দিতে হয়। অন্য জায়গা থেকে মারিং করে মন্তব্যের ঘরে পেস্টিং করে পোস্টিং করে দিলেতো হবেনা, মশাই! নিজেরতো মাথা-বুদ্ধি এসব খাটাতে হবে।

আসুন দেখি কীভাবে তা করা যায়ঃ

আপনি মারিং করেছিলেন যে লেখা তা এমন ছিল-
“মূর্খ কারা সে সম্পর্কে শেখ সাদী একটু ভিন্ন কথা বলেছেন,তাঁর মতে-
"তুমি যত বড় পণ্ডিতব্যক্তি হও না কেন, নিজের জীবনে তার প্রতিফলন ব্যতীত তুমি মূর্খ।
মূর্খ কারা তা নিয়ে সুসাহিত্যিক মহাশ্বেতা দেবী বলেছেন-" মূর্খ বলতে আমি অক্ষর জ্ঞানহীনকে বুঝাচ্ছি না। বরং যারা নিজের ভ্রান্ত মতের ওপর অটল থাকে তাদের বুঝাচ্ছি।


এই মারিং করতে গিয়ে আপনি “ভিন্ন কথা বলেছেন” আর “তাঁর” এই শব্দ দুটোর মাঝে লাইন স্পেস ছাড়াই যে কমা দেয়া হয়েছে সেটা ঠিক করেননি। আপনি কোটেশন মার্কের ভুলগুলোও ঠিক করেননি। আপনি তার মতে এর পর যে “-” চিহ্নটা আছে সেটা ঠিক করেননি।

আপনি নিজের ভাষায় এটা লিখতে পারতেন। আপনি বলতে পারতেন “ফার্সি কবি শেখ শাদী মূর্খদের সম্পর্কে বলেছেন "তুমি যত বড় পণ্ডিতব্যক্তি হও না কেন, নিজের জীবনে তার প্রতিফলন ব্যতীত তুমি মূর্খ।”

এভাবে ইচ্ছা থাকলেই নিজেকে শুধরে নেয়া যায়!

২৭ শে এপ্রিল, ২০২২ রাত ১:৩০

নূর মোহাম্মদ নূরু বলেছেন: আলনার বক্তব্য যা উঠে এসেছে
তা মরা গাধা বা ছাগলের নাড়িভূড়ি।
এগুলো শুধু গন্ধ ছড়ায়!

আপনার মতো করে লিখলে কি
তা সুগন্ধ দিবে? নাকি মূর্খরা
পণ্ডিত হয়ে যাবে?

শ্রদ্ধেয় হুমায়ূন স্যারের
বানীর প্রতি সম্মান জানিয়ে
এ নিয়ে আমি আপনার সাথে
আর কথা বাড়াতে চাইনা।
কারন আমি আর বলদ
হতে চাইনা।

৫| ২৭ শে এপ্রিল, ২০২২ রাত ১:২৩

মোহাম্মদ গোফরান বলেছেন: @আর ইউ আপনি যদি সত্যিকারের কপি পেস্ট এর বিরুদ্ধে কাজ করেন এ ব্লগের সবাই আপনাকে সাপোর্ট দিবে। কিন্তু কোন ব্যক্তি বিশেষ৷ কে হেয় করা যদি আপনার উদ্দেশ্য হয় তাহলে কিন্তু ব্যাপারটি ভিন্ন।

আপনি অহেতুক ক্যাচাল করছেন। উনি কার উক্তি কোট করছেন তা উল্লেখ করেছেন। দাড়ি কমা এগুলো কি ফ্যাক্ট? ইনাফ ইজ ইনাফ।

কপি করলে আপনি বা আপনারা ধরিয়ে দিবেন। মডু ব্যবস্থা নিবেন। অহেতুক কেন এমন করছেন ভাই। কোন কিছু লিমিট ক্রস করলে আর ভালো লাগেনা। অনুগ্রহ পূর্বক এবার থামুন।


নুরু ভাই আমি বয়সে আপনার অর্ধেক। ভুল হলে ক্ষমা করবেন। আমার মনে হচ্ছে এগুলো ইগনোর করে ভালো ভালো পোস্ট ব্লগবাড়িতে উপহার দেয়ায় হবে উপযুক্ত জবাব।

২৭ শে এপ্রিল, ২০২২ রাত ১:৪০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ গোফরান ভাই।
কপি পেষ্টের ক্যাচাল এড়াবার
জন্য আমি বিগত কয়েক মাস
ধরে ছড়া/ কবিতা লিখতে ছিলাম।
সেখানেও ছাড় পাইন। কোন গুণী
জনকে নিয়ে লিখলে তারা কপি পেষ্টের
গন্ধ পায়। আমি কি তাদের জন্ম মৃত্যুর
তাদিখ পালটে দেবো! তা যখন পারছি না
তখন ইটের বদলে পাত্থর নীতি
গ্রহণ করেছি।

৬| ২৭ শে এপ্রিল, ২০২২ রাত ১:৩১

আরইউ বলেছেন:



@মোহাম্মদ গোফরান,
আপনার কেন মনে হচ্ছে আমি মিথ্যে মিথ্যি কপি-পেস্টের বিপক্ষে কথা বলছি। আপনি চাইলে নূরু সাহেবের ঐ মন্তব্য যে কপি-পেস্ট তা আরো বিস্তারিতভাবে প্রমান করে দেবো! শুধু কমার ভুলের কারণে ওনার ঐ মন্তব্যকে আমি কপি-পেস্ট যে বলিনি তা আপনি ব্লগার গড়লের পোস্টে আমার মন্তব্য দেখলেই বুঝতে পারবেন।

আর আপনি আমাকে থামতে বলার কেউ নন। সো মাইন্ড ইউর টোন, প্লিজ!

২৭ শে এপ্রিল, ২০২২ রাত ১:৪৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন: @মোহাম্মদ গোফরান
বলেছিলাম তাদের থেকে
দূরে থাকুন যারা অহেতু
ক্যাচাল করে। তা না হলে
অপনাকেও তাদের দলভূক্ত
করে ছাড়বে।

৭| ২৭ শে এপ্রিল, ২০২২ রাত ১:৩৫

আরইউ বলেছেন:



নূরু সাহেব,
আমার মত করে লিখবেন কেন! তাহলেতো সেই মারিং-ই হবে আবার। আপনি লিখবেন আপনার মত করে যেন কেউ আপনাকে টুকলিফাইং এর দোষ না দেয়।

২৭ শে এপ্রিল, ২০২২ রাত ১:৪৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যারা পরের ছিদ্র খুঁজে বেড়ায়
তারা অন্ধকারেও ভেংচি কাটবে
আর ছিদ্র খুঁজবে!


৮| ২৭ শে এপ্রিল, ২০২২ রাত ২:০৪

মোহাম্মদ গোফরান বলেছেন: অহেতুক ক্যাচাল করার এতো টাইম মানুষে কিভাবে পায় বুঝিনা। এনার্জি অনেক। কপি করলে কপি পেস্ট লিস্টে দিয়ে দিবে। মডুকে ধরিয়ে দিবে। এগুলো নিয়ে হাউ মাউ কাউ করার কি মানে বুঝিনা।

২৭ শে এপ্রিল, ২০২২ রাত ২:০৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এরা মরা গাধা ছাগলের
নাড়িভূড়ির সমাজদার!!
তাই সি সব নিয়ে টানা
টানি করবেই।

৯| ২৭ শে এপ্রিল, ২০২২ রাত ২:০৫

সোনাগাজী বলেছেন:


@আরইউ,

ব্লগটিমের লোকজন ব্লগের সবকিছু দেখেন; আপনি অকারণে ব্লগারদের হয়রানী করছেন; ইহা বেশ বড় ধরণের ক্রাইম।

২৭ শে এপ্রিল, ২০২২ রাত ২:২১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
করতে দিন। এরা জিঞ্জার ওয়াটার
খেয়ে নেমেছে কপি পেষ্ট পাকড়াও
করতে।
৬ বছর ৯ মাসে তিনি মাত্র
১ টি পোষ্ট প্রসব করে
লুংগি খুলে একজনকে
ব্লগ ছাড়া করে
এখন বগল বাজাচ্ছে!
এর পরে কে?

১০| ২৭ শে এপ্রিল, ২০২২ রাত ২:১৮

সোনাগাজী বলেছেন:



এদের সমস্যা হলো, এরা কোন বিষয়ের উপর সঠিকভাবে লিখতে পারে না; ক্যাচাল লাগায়ে আড্ডা দেয়।

২৭ শে এপ্রিল, ২০২২ রাত ২:২৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কথায় আছে বাউরা
(লেজ ছাড়া,) গরুর
আঘড়া জড়ায় না।
লেজ না থাকলে
আঘড়া জড়াবে কি ভাবে?
৬ বছর ৯ মাসে ১ টি পোষ্ট!
সেটাও অভি্যোগ!

১১| ২৭ শে এপ্রিল, ২০২২ রাত ৩:৩০

এস এম মামুন অর রশীদ বলেছেন: ইন্টারনেটের কোনো জায়গা থেকে Ctrl+C করে সামুতে Ctrl+V করা অবশ্যই কপি-পেস্ট। তবে কারও বচন হলে তা দুষণীয় নয়, যদি বচনকে হাইলাইট করা উদ্দেশ্য হয় এবং তা স্বল্প পরিমাণে হয়। কিন্তু কেউ কষ্ট করে অনেক বচন টাইপ করে একটি পাতা সাজালে, তা C-V করা খারাপ। তবে বচনের আশেপাশের অবচনীয় লেখা C-V, তাও বানান ভুলসহ, তা ফেসবুক-ভাইবারের নিজেদের বন্ধুগ্রুপে মানায়, সামুর পাতায় নয়।

২৭ শে এপ্রিল, ২০২২ ভোর ৪:৩০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কপি পেষ্ট কাকে
বলে ও কি কি
সেই ধারণা যাদের
নাই তাদের সাথে
ক্যাচাল কিরে লাভ
নাই।
পাপনাকে ধন্যবাদ
মামুন ভাই কপি পেষ্ট
বিষয়ে লেকচার দেবার
জন্য। আশা করি তাদের
বোধদয় হবে।

১২| ২৭ শে এপ্রিল, ২০২২ ভোর ৫:৩০

প্রতিদিন বাংলা বলেছেন: আমার পোস্ট লেখার ধরণ হলো:-
[দুচার লাইনের মূল বিষয়টা যেখানে পাই ,সেখান থেকে তুলে আনি ]না আনলেও হয় তবু আনি যেনো শব্দ বা বাক্য নড়চড় না হয়ে ,অর্থ পরিবর্তন না হয়।]
তারপর বা তার আগে নিজের(জনগণ হিসাবে ) মত বর্ণনা করি।
যারা পোস্ট পড়েনা ,তারা তুলে আনা দুচার লাইন ও শিরোনাম পড়েই
লাফালাফি শুরু করে। মূল বিষয় একজন পোস্ট দাতা কি বলছে বা বলতে চাইছে ,সেটা গৌণ রয়ে যায় ।
যাই হোক আমি আমার মতোই লিখবো। যার যা ইচ্ছা বলতে বা করতে পারে। দুচারটি মন্তব্য প্রতিমন্তব্য করেছি আর করবোনা , তাদের মন্তব্য প্রতিমন্তব্য উত্তর করা মানে তাদের প্রশ্রয় দেয়া। সরি বকবক হয়ে গেলো।

২৭ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:২৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কথা সত্য! আমি বিড়ালের খুনসুটি ততক্ষন
সহ্য করি যতক্ষন না সে আঁচড় কাটে। লাই
পেতে পেতে সে যখন গায়ে আঁচড় কাটার চেষ্টা
করে তখন তুলে আছাড় মারি।
ধন্যবাদ আপনাকে সুন্দর করে আপনার
বক্তব্য উপস্থাপনার জন্য। আশা করি তাদের
বোধদয় হবে।

১৩| ২৭ শে এপ্রিল, ২০২২ ভোর ৬:১৭

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: ইগনোর করুন। খামোকা ক্যাচালে যেয়ে নিজের শান্তি নষ্ট করার কোনো মানে হয় না।
ছিদ্রান্নেষীরা কারণে অকারণেই ক্যাচাল লাগানোর ছুতো খুঁজে বেড়ায়।

২৭ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:২৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কাহাতক সহ্য হয় বলেন।
পিছাতে পিছাতে পিঠ দেয়ালে
ঠেকে গেলে বিড়ালও বাঘের মতো
আচরণ করতে বাধ্য হয়।

১৪| ২৭ শে এপ্রিল, ২০২২ সকাল ৯:৪৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আহা! সবাই ক্যাচাল বন্ধ করুন। পরিবেশ নষ্ট হচ্ছে। দয়াকরে সবাই থাকুন।

২৭ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:৩০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনি রায় দিন ক্যাচাল শুরু করেছে কে?
ক্যাচালের মাস্টার মাইন্ডকে এমনি এমনি
ছেড়ে দিলে সুযোগ পেলেই সে আবার
ক্যাচাল শুরু করবে। সুতরাং বাসর ঘরেই
বিড়াল মারুন।

১৫| ২৭ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:২২

মোহামমদ কামরুজজামান বলেছেন: ভাইজান ,

সব পাওয়ার আশা না করাই ভাল।
সব না হউক ,অনেক সময় কিছু মিস হয়ে যাওয়া খুব ভালো বলে বিবেচিত।
আর কি দরকার ক্ষণস্থায়ী এ জীবনে এবং না দেখা কারো সাথে মানষিক দ্বন্দ্ব সংঘাতে জড়ানো ।

এই তো আছি বেশ।

২৭ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:৪২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ কামরুজ্জামান ভাই
সহজ সরল পথের সন্ধান দেবার জন্য।
কিন্তু কেউ যদি গায়েপড়ে ক্যাচাল শুরু
করে তখন তাকে না থামালে সে তার
ক্যাচাল করতেই থাকবে। গাঁয়ে মানেনা
আপনি মোড়ল!

১৬| ২৮ শে এপ্রিল, ২০২২ রাত ১২:১০

গরল বলেছেন: কিছু কিছু জিনিষ অবশ্যই দৃষ্টিকটু নূরু ভাই, এক্ষেত্রে কি চুপ থাকাই শ্রেয় না?



মানুষ ভুল করে কিন্তু যে শোধরানোর চেষ্টা করে না সেই মনে হয় সবচেয়ে বড় মূর্খ।

১৮ ই আগস্ট, ২০২২ রাত ১:৫৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমিতো চুপ করেই আছি, তবে
গুণী মানুষেরা চুপ থাকেননি!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.